My Poems

Writing Bangla poems is one of my hobbies. I usually publish them on Bangla-Kobita website. You may also find them bellow.

Poems - Page 2


তালে হরতালে

হরেদরে সব তাল ধরে তালগাছে
সেই খায় তাল যার তালগাছ আছে।
কার গাছ? তার আজ সকল বিচারই
শেষ হলে দেখি তবু তালগাছ তারই!
বিস্তারিত

চলবে নারে চলবে না

নিজের জালেই বন্দী থেকে মনকে তবু মুক্ত রেখে
সুপ্ত আগুন জ্বলবে নারে জ্বলবে না ।
হাজার কথার আবেশ শেষে একটি কথায় থামবে এসে
ব্যস্ত এ মন তেমন কথা বলবে না ।।
বিস্তারিত

তবুও তো সুর এসেছে

অবেলায় সুর এসেছে
সে সুরের মূর্ছনা দূর বহুদূর ভেসেছে
বিরহের গান নেই, তবুও তো সুর এসেছে ।।
আনমনা লয়ে তার ভাষাহীন কথা
বিস্তারিত

হাম্বা

হাম্বা হাম্বা ডাকে গরু দড়ি বাঁধা খাম্বায়,
কোরবানিটা আসলে পরেই সবাই মাতে হাম্বায়।
গরুর পাশে মানুষেরও ডাক শুনি যে হাম্বা!
ওহে মানুষ! ছাগলামিতে কখন তুমি থামবা?
বিস্তারিত

পাগল বলেন মন্দ কি

পাগল বলেন মন্দ কি?
পাগল মানেই পাগলামিতে
মাতবে মজার মাতলামিতে
তাই) পাগল নিয়ে দ্বন্দ্ব কি?
বিস্তারিত

ডুবে আছি

চারপাশে ভাসে অস্ফুট ধ্বনি, শব্দের কোলাহল,
বাতাসের মাঝে হাহাকার শো শো, জলে ধ্বনি ছলছল।
হাসি কান্না বা কথামালা কতো নিরবধি করে খেলা,
বুঝে না বুঝেও সেসবের মাঝে ডুবে আছি সারা বেলা।
বিস্তারিত

এই বরষায়

বিষাদের বাঁধ ভেঙে অঝোর ধারায়
আনমনে থেকে থেকে
মেঘের আড়ালে ঢেকে
গুমরে আকাশ কাঁদে এই বরষায়।
বিস্তারিত

পিছুটান

আড়ালে হারিয়ে বলো কী পেয়েছ
পিছনে অতীত ফেলে?
অভিমান ভুলে সেই তো আবার
পিছনেই ফিরে এলে!!
বিস্তারিত

মুণ্ডুছাড়া

এক দেশে এক রাজা ছিল, বলতো সবাই পাগল রাজা,
নিত্য রাজার খ্যামটা নাচে জীবন সবার ভাজা ভাজা।
রাজা ছাড়াও রাজ্যে কিছু প্রজাও সদাই খ্যামটা নাচে,
সুযোগ পেলেই নিয়ম ভাঙ্গার আগুন জ্বালায় গুমোট আঁচে।
বিস্তারিত

দশের লাঠি

পড়েছিলাম, দশের লাঠি একের কাঁধে বোঝার সম,
হৃদয়ে তা ধরিনি তাই সম্মুখে পথ কঠিনতম।
সব আছে, তাও সাথে আছে ভাইয়ে ভাইয়ে বিভেদ শত,
স্বার্থবাদী হিসাব নিয়েই ব্যস্ত সবাই অবিরত।
বিস্তারিত

সুখ-দুঃখ

আমার) অনেক অনেক দুঃখের মাঝে সুখও আছে নানা
দুঃখ-সুখের বহুদিনের ভীষণ চেনা-জানা।
দুঃখের জলেই সুখগুলোকে চিনি,
চোখের জলেই সুখগুলোকে কিনি।
বিস্তারিত

পুত্রকথা

গুণীজনে কহে আর শুনে পাগল কবি
দুনিয়াতে যাহা দেখি মায়া তার সবই।
আজ যেই পুত্র ঘুরে মায়ের আঁচলে,
বহু দূরে যাবে সেই পুত্র বড় হলে।
বিস্তারিত

বেঁচে থাকা

আমাকে আমাতে হায় পাবে নাকো হয়তো,
এই আমি আজ আমি সেই আমি নই তো।
তুমি যদি তুমি থাকো দেখো তবে আয়নায়,
অতীতের সব তুমি নেই তার পর্দায়।
বিস্তারিত

ছুটে চলা

সময়ের স্রোতে চলেছি সুদূরে
অজানার পথে ছুটতে আমার থাকা,
রাশ টেনে থামবো ভেবেছি কতো
তবুও হয়নি নিজেকে থামিয়ে রাখা।
বিস্তারিত

বিষাদের রাত

রাত নিঝঝুম
নেই চোখে ঘুম
জোনাকিরা খেলে খেলা,
নিশ্চুপ মনে
বিস্তারিত

মশক কীর্তন

সন্ধ্যা হলেই অনুরাগে
ঝাঁকে ঝাঁকে যে প্রাণ জাগে,
জেঁকে বসে প্রাণে জাগায় বিরক্তি ও ভয়,
দুঃখে তাকে যতোই ঝাড়ি
বিস্তারিত

প্রেমের বাণী

ভালোবাসায় কষ্ট আছে, হৃদয় পোড়ে জানি।
নষ্ট সুখের কষ্ট বুকে
ছাই চাপা রয়, জ্বালায় ধুকে,
ভালোবাসার কষ্ট যে তাই বড়ই অভিমানী!
বিস্তারিত

ঋণ

যাচ্ছে যে দিন, বাড়ছে বয়স
হচ্ছি বুড়ো দিনকে দিন,
পাচ্ছি যা তাই জমছে খাতায়
আর জীবনের বাড়ছে ঋণ।
বিস্তারিত

হারানো ফাগুন

গাছের পাতায় পরশ বুলায়
কোন সে মাতাল হাওয়া,
মর্মরতার সজীবতায়
নতুন করে পাওয়া।
বিস্তারিত

বৈশাখী নাচ

ঐ দেখো রে পেঁচা নাচে,
বাঁদর নাচে ঐ!
ব্যাঘ্র মামাও খ্যামটা তালে
নাচে তাথৈ থৈ!!
বিস্তারিত