My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

দশের লাঠি


পড়েছিলাম, দশের লাঠি একের কাঁধে বোঝার সম,
হৃদয়ে তা ধরিনি তাই সম্মুখে পথ কঠিনতম।
সব আছে, তাও সাথে আছে ভাইয়ে ভাইয়ে বিভেদ শত,
স্বার্থবাদী হিসাব নিয়েই ব্যস্ত সবাই অবিরত।
সমষ্টিহীন একলা পথে চলার শেষে পরিতাপে
আশীর্বাদই দেখি যে আজ রূপ নিয়েছে অভিশাপে।



(রচনাকাল ২৬ ডিসেম্বর ২০১৬ ইং)


এটি আসরেরই একজনের কবিতায় মন্তব্যের আকারে লিখেছিলাম। প্ল্যান ছিলো পরে এর সাথে আরও কিছু লাইন যোগ করে একে কবিতার আকার দিবো। তবে যতোবার তা করতে বসি, মনে হয় এই ক'টি লাইনেই মনের মূল কথাটি বুঝানো হয়ে গেছে। একে আরও বড় করতে গেলেই বরং ভাব থেকে বিচ্যুত হতে পারে। তাই এভাবেই একে এখানে প্রকাশ করলাম।



৯টি মন্তব্য


৩০ এপ্রিল ২০১৭
দশের লাঠি ।। মুগ্ধতায় মন ছুঁয়ে গেলো ।। দারুণ লিখন সুস্থ থাকুন সর্বদা ।। শুভ কামনা নিরন্তর...
৩০ এপ্রিল ২০১৭
ধন্যবাদ মৃদুল :)
৩০ এপ্রিল ২০১৭
অনন্য চেতনার দারুন কাব্যে বিমোহিত! প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম। ভালো থাকুন সবসময়!!
৩০ এপ্রিল ২০১৭
ধন্যবাদ :)
৩০ এপ্রিল ২০১৭
বাহ্! মনোমুগ্ধকর।
৩০ এপ্রিল ২০১৭
ধন্যবাদ!
৩০ এপ্রিল ২০১৭
এতটুকুই সম্পূর্ণ এবং সুন্দর কবিতা। অনেক শুভেচ্ছা কবি।
৩০ এপ্রিল ২০১৭
ধন্যবাদ আপনাকে!
৩০ এপ্রিল ২০১৭
উপলব্ধির বাস্তব প্রকাশ! চিরায়ত পুরনো প্রবাদের নবীন সংস্করণ! অভিনন্দন রইল কবিকে।
৩০ এপ্রিল ২০১৭
ধন্যবাদ বুলবুল দা!
৩০ এপ্রিল ২০১৭
আমাদের "স্বার্থবাদী হিসাব" আমাদের চলার পথ আরও অমসৃণ করে দিচ্ছে! অনন্য দর্শন! একরাশ শুভেচ্ছা ও শুভকামনা!
৩০ এপ্রিল ২০১৭
ধন্যবাদ!
২৯ এপ্রিল ২০১৭
মেদহীন ঝরঝরে,খুব সঠিক ভাবনার ছন্দময় প্রকাশ। শব্দ চয়নে বাক্যবিন্যাস আমাদের বলা কথায়,তাই এটি পাঠককের অনুভব,চিন্তাকে দারূনভাবে নাড়া দেয়। কবির প্রতি শুভকামনা।
৩০ এপ্রিল ২০১৭
ধন্যবাদ ওজস্বী কবি! :)
২৯ এপ্রিল ২০১৭
যে কাঁধ দশের বোঝা বয়...... প্রভুর ইচ্ছায় সব অভিশাপ আশীর্বাদে বদলে যায় অবলীলায়... পরিনীতা***
২৯ এপ্রিল ২০১৭
কিন্তু আমাদের উল্টো হচ্ছে। আমরা নানা দলে নানা মতে এতো বিভক্ত হচ্ছি, আমাদের জনশক্তি দেশের আশীর্বাদ হওয়ার পরিবর্তে আজ অভিশাপে পরিণত হয়েছে। আমরা একজন আরেকজনকে ঠেলে উপরে তুলি না, কেউ উপরে উঠলে তাকে সবাই মিলে টেনে নিচে নামাই। :)
২৯ এপ্রিল ২০১৭
ঠিক বলেছো দিগ্বিজয়ী কবি বাঙালীরা নিজের জাতের ব্যাপারে পরশ্রীকাতর। কাজেই এই অনুভুতিটা অমূলক নয়। তবুও বিশেষ বুদ্ধিমত্তার জন্যে বাঙালী একদিন শ্রেষ্ঠতা পাবে এই আশা নিয়ে এগোই।ভাল থেক কবি।
২৯ এপ্রিল ২০১৭
খুব ভাল লাগলো। অনেক শুভকামনা রইল প্রিয়কবি।
২৯ এপ্রিল ২০১৭
ধন্যবাদ!
মন্তব্য করুন