My Poems

Writing Bangla poems is one of my hobbies. I usually publish them on Bangla-Kobita website. You may also find them bellow.

Recent Poems


ইচ্ছে

ইচ্ছেগুলো কাব্য হয়ে বেড়ায় ঘুরে,
ইচ্ছেগুলোই স্বপ্ন গাঁথে ছন্দে-সুরে।
ইচ্ছেকে তাই বুঝতে হবে,
লক্ষ্যটাকে খুঁজতে হবে
বিস্তারিত

কালের আঁচড়

গাছের পাতা বা মাথার চুল তো
সময়ের সাথে ঝরবে,
কাউকে ছাড়ে না, কালের আঁচড়
সব কিছুতেই পড়বে!
বিস্তারিত

ভাববো না আর

ঠিক করেছি ভাববো না আর
ভেবে বলেন কি লাভ?
ভাবার মতো লোকের কবে
পড়লো দেশে অভাব?
বিস্তারিত

নতুনের ধ্বনি

নতুনের ধ্বনি পায়ে পায়ে শুনি
প্রাণে প্রাণে বাজে গান,
নতুনের সাজে নতুনের মাঝে
গানে গানে জাগে প্রাণ।।
বিস্তারিত

নদী

পাহাড়ের ঢাল বেয়ে
একাকী এ নদী কেন
সুদূরের পানে বয়ে যায়,
কিসের আঘাতে তার
বিস্তারিত

তুমি ছিলে

তুমি ছিলে মুক্ত মনের
সুপ্ত ভাষার স্বপ্ন গাঁথায়,
তুমি ছিলে আঁচড়বিহীন
ইচ্ছেপূরণ ছবির খাতায়।
বিস্তারিত

প্রেম পাবে না

আমার লেখায়, কিংবা কথায়,
কিংবা ছড়ায়, খাতায়,
আমায় ছাড়া পাবে না প্রেম
আমার ও কবিতায়!
বিস্তারিত

সবাই হারায়

জীবনের বাঁকে বাঁকে
লেনদেন বাকি থাকে
তারপরও একদিন
চলে যেতে হয়,
বিস্তারিত

তানকা - পর্ব ৫

৯)
শূন্য পথ
তপ্ত রোদ্দুরে
গতিও শ্লথ
বিস্তারিত

তানকা - পর্ব ৪

৭)
দৃষ্টিতে নিশ্চুপ
শব্দের ফুলঝুরি খেলছে
মিষ্টি সে কোন রূপ
বিস্তারিত

তানকা - পর্ব ৩

৫)
পা বাড়ালেই
দু' পায়ে বেড়ি দেখি
মুক্তি নেই
বিস্তারিত

তানকা - পর্ব ২

৩)
সময় যায়
একা উদাসী মন
প্রতীক্ষায়
বিস্তারিত

তানকা - পর্ব ১

১)
ভাঙা সেতার
ছুড়ে ফেলেছো যাকে
গোপনে তার
বিস্তারিত

ফেসবুকীয় চমক

ফেসবুক তুমি বড়ই মহান!
ঘটনা-রটনা তোমার কারণে
একাকার হয়ে যায় ক্ষণে ক্ষণে,
অবেলায় স্মৃতি ফিরে পায় প্রাণ!
বিস্তারিত

যুক্তিবাদ

যুক্তিবাদীর দৃষ্টি থেকে বুঝতে পারি জগত দেখে
দলে দলে ভিন্নমতের যুক্তি অফুরান।
যে যার নিজের যুক্তিটাকে সত্য ভেবেই আঁকড়ে থাকে
কেউ প্রাণ দেয়, আবার কারো যুক্তি যে নেয় প্রাণ!
বিস্তারিত

থেমে যাওয়া মানে

থেমে যাওয়া মানে প্রস্থান নয়
থেমে যাওয়া নয় এখানেই ইতি টানা,
থেমে যাওয়া মানে অভিনয় শেষে
দম ফেলবার প্রচ্ছন্ন বাহানা ।
বিস্তারিত

লিমেরিক-২

হিম হিম রাত্রিতে ঝিম মেরে শেষটায়
জং ধরা হাড়গোড়ে খটমটে চেষ্টায়
উঠে দেখি জল নেই,
কলসির তল নেই!
বিস্তারিত

সময়ের সাথে সবই ঝরে যায়

সময়ের সাথে সবই ঝরে যায়
ঝলমলে দিনগুলি
বিবর্ণ হতে হতে
নিরাকার হয়ে যায় সীমানায় ।।
বিস্তারিত

লিমেরিক-১

চলার পথে হঠাৎ খ্যাপা গরু এলে তেড়ে
ব্যাগটা ফেলে আমিও চো চো দৌড় লাগালাম ঝেড়ে।
যতোই আমি পালাই খিঁচে
শিং বাগিয়ে গরুও পিছে
বিস্তারিত

ক্ষণিক বিরতি

জীবনের মোহমায়া ছাড়তে পারিনি তাও কী এক বিষাদে
কখনো দাঁড়াই এসে পথের সীমায় তার - সুগভীর খাদে
অশরীরী সুরে ভাসে আকুল আহবান যেন সব হারাবার ।
নিজেকে হারাতে গিয়ে পরক্ষণে পিছু ফিরে তাকাই আবার ।
বিস্তারিত