যুক্তিবাদীর দৃষ্টি থেকে বুঝতে পারি জগত দেখে দলে দলে ভিন্নমতের যুক্তি অফুরান। যে যার নিজের যুক্তিটাকে সত্য ভেবেই আঁকড়ে থাকে কেউ প্রাণ দেয়, আবার কারো যুক্তি যে নেয় প্রাণ!
জীবনের মোহমায়া ছাড়তে পারিনি তাও কী এক বিষাদে কখনো দাঁড়াই এসে পথের সীমায় তার - সুগভীর খাদে অশরীরী সুরে ভাসে আকুল আহবান যেন সব হারাবার । নিজেকে হারাতে গিয়ে পরক্ষণে পিছু ফিরে তাকাই আবার ।