My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

কাকের তালে তালে


কাকের কণ্ঠে সমবেত স্বরে
শুনেছি স্লোগান, শুনিনি তো গান।
মিছিলে মিটিং-এ রণ হুঙ্কারে
শুনেছি কাকের কা কা কলতান।
দলগতভাবে দেখেছি তাদের,
দলছুট কাকও দেখেছি দেদার,
কোকিলের চেয়ে কাকের সংখ্যা
বেড়ে বেড়ে আজ জানি বেশুমার।
চারদিকে কা কা, তারই মাঝে কিছু
কোকিলকণ্ঠী আজও গান গায়,
যদিও সেসব সুরের লহরী
গণতান্ত্রিক মার শুধু খায়।
গণতন্ত্র তো সমষ্টি দেখে,
সংখ্যা বিচারে কাকেরই দখল,
যদিও বিমাতা, কাকই আজ ত্রাতা,
কা কা কলরবই আজ সুকোমল।
আমিও নিজের কণ্ঠকে চেপে
হিসেব নিকেশ ছুড়ে ফেলে সব
কাকের সাথেই সমঝোতা করে
তালে তালে তাই তুলি কা কা রব।


১২টি মন্তব্য


২১ ডিসেম্বর ২০২৪
নির্মম বাস্তবতার আখ্যান স্যার। অনুপম উপস্থাপন ভীষণ ভালোলাগা রইল ...
২৩ ডিসেম্বর ২০২৪
অশেষ ধন্যবাদ!
১৯ ডিসেম্বর ২০২৪
অনন্য মনোমুগ্ধকর দেশপ্রেমের প্রতিচ্ছবি সমৃদ্ধ অনবদ্য জীবন ভাবনার প্রতিফলন কবিতার পাতায় শ্রদ্ধেয় প্রিয় কবির কলমের ছোঁয়ায়। মুগ্ধতা একরাশ প্রিয় কবি। শুভকামনা আপনার জন্য সবসময়।
১৯ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
১৯ ডিসেম্বর ২০২৪
অনেককিছু বোঝালেন। উপায়হীন, কা কা তাই করতেই হয়। সারা দুনিয়ায় তেলের বাঁশে লাগাও তেল কাকের কলস্বরে কাকও আজ খাচ্ছে বেল।
১৯ ডিসেম্বর ২০২৪
ঠিক বলেছেন!
১৯ ডিসেম্বর ২০২৪
অসাধারণ রূপক কবিতা। ভাবনা গভীরে। আন্তরিক শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
১৯ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
১৯ ডিসেম্বর ২০২৪
"অগত্যা মধুসূদন" । ছা-পোষার কি বা উপায় ? "কাকের তালে তালে" তার দলে - কা-কা স্বর ঘোরে মাথায়! সুন্দর রূপক কাব্য , শুভেচ্ছা প্রিয়কবিকে ।
১৯ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
১৯ ডিসেম্বর ২০২৪
রূপকের আড়ালে দারুণ আবেগঘন বাস্তব জীবনবোধ ও দেশাত্মবোধক ভাবনার কবিতা, ভাল লাগলো ; শুভেচ্ছা ও শুভকামনা রইল।
১৯ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
১৯ ডিসেম্বর ২০২৪
অসাধারণ রুপকের সন্নিবেশ খুবই প্রাঞ্জল পাঠে মুগ্ধতা রেখে গেলাম পাতায় ধন্যবাদ।
১৯ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
১৯ ডিসেম্বর ২০২৪
কিছু কোকিলকণ্ঠী আজও আছে, তাই তো আশা পাই। কাকের সংখ্যা আরো বাড়লে কী হবে তা এখনই টের পাই। কাকের কর্কশ কণ্ঠ আর কোকিলের মিষ্টি মধুর কণ্ঠের রূপকে কবির আশঙ্কাময় কলমে আজ দৃষ্টান্তমূলক প্রতিবাদ। প্রতিবাদ চলুক অবিরাম, নইলে কাকের যন্ত্রণায় না পারবো বাঁচতে, না পারবো মরতে। সময়ের দাবি মিটিয়ে দেয়ার মতো মূল্যবান সৃজন। অফুরন্ত শুভেচ্ছা প্রিয় কবি। সতত ভালো থাকুন।
১৯ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
১৯ ডিসেম্বর ২০২৪
রূপক অর্থে বাস্তবতার চিত্রই অঙ্কন বেশ ভালো লেগেছে কবি।
১৯ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
১৯ ডিসেম্বর ২০২৪
বর্তমান দেশীয় আন্তর্জাতিক পরিমন্ডলে যা ঘটছে তারই প্রেক্ষিতে চিন্তাশীল কবির কলমে উঠে এসেছে প্রতিবাদী সুর রপকের আড়ালে। এমন অবস্থা থেকে পরিত্রাণ দরকার। কাক উদাহরণ বেশ হয়েছে!! কবির জন্য শুভ কামনা।
১৯ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
১৯ ডিসেম্বর ২০২৪
যস্মিন দেশে যদাচার, কি আর করা, কাকের কা কা রবই সই।
১৯ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
১৯ ডিসেম্বর ২০২৪
সুশোভন সুশ্রী সুশীল ও সুষমামণ্ডিত লেখনী । মনোযোগ দিয়ে পড়ে মোহিত হলাম।
১৯ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
মন্তব্য করুন