My Poems

Writing Bangla poems is one of my hobbies. I usually publish them on Bangla-Kobita website. You may also find them bellow.

Poems - Page 4


ক্ষরণ

ছন্দ যখন জীবন ছড়ায়
সময় থেকে হঠাৎ হারায়,
মনের মাঝে রক্তক্ষরণ
বয় অবিরাম ধারায়।
বিস্তারিত

পাতারাও তবু ঝরে পড়ে

পাতারাও তবু ঝরে পড়ে
ক্ষয়ে যায় জীবনের বেলা,
পার ভাঙে দুই কূল ধরে
ভাঙে এই জীবনের খেলা।
বিস্তারিত

তুমি-২

তুমি ছবির পটে এঁকে রাখা কোন
স্বপ্নের সীমারেখা,
তুমি হৃদয় গহীনে লুকানো সকল
প্রেমের কবিতালেখা।
বিস্তারিত

মিথ্যে আশ্বাস

যে দেশের নেতাগন
সাথে নিয়ে প্রশাসন
করে গডফাদারের সাথে সখ্য,
নিশ্চিত সেখানে
বিস্তারিত

ঢেউয়ের তালে

সুখের তালে নাওয়ের পালে লাগলো যদি হাওয়া,
ঢেউয়ের নাচে দোদুল দুলে
নোঙরখানা নিলাম তুলে,
যাক ভেসে যাক সুদূরপানে আমার সকল চাওয়া।
বিস্তারিত

পহেলা বৈশাখ

বৈশাখী ঐ দামাল হাওয়ায়
মঞ্জুরিত শাখার ছায়ায়
আসলো যেন নতুন করে
উদ্দমতার ঘূর্ণিঝড়ে
বিস্তারিত

মুক্তধারা

বাঁধবো না যা মুক্ত ধারায় ছোটে,
মনের কথা মনেই উঠুক ফুটে।
ধরবো না তা লেখায় ধরার ছলে,
দেখবো না তা দেখতে হবেই বলে।
বিস্তারিত

পথের হিসাব

আমি চলবো বলেই থমকে আছি পথে,
খুঁজে দেখবো বলেই পাইনি পথের দিশা,
কতো পথ মিশে যায় এক পথে দূর হতে,
সকল পথেই খেলে আলো-অমানিশা।
বিস্তারিত

ক্ষণিকের মোহ

ক্ষণিকের মোহ যদি টেনে নেয় দূরে
সীমানার পটে আঁকা আলেয়ার পথে,
সময়ের শেষে তাই আঁধারের সুরে
হাহাকার তুলে যায় হৃদয়ের ক্ষতে।
বিস্তারিত

এসো বাহুতলে

যখন আর কিছু না রবে,
সিক্ত হবে রিক্ত অনুভবে।
তিক্ত তুমি আঁধার মনে
সব হারিয়ে সঙ্গোপনে
বিস্তারিত

পথ চলা

চলার পথে ক্লান্ত হলে
থামবে নাকো চলা,
চলবে জীবন লক্ষ্যবিহীন
পথেই সারা বেলা।
বিস্তারিত

রূপকথা

ইচ্ছে আমার ইচ্ছেমতো
কল্পকথার জাল বুনে,
মন যেন তার স্বপ্নগুলো
সত্য হবার দিন গুণে।
বিস্তারিত

কষ্ট

কষ্টগুলো সব নষ্ট হয়ে যাক,
মনের মাঝে তবুও নাহয়
কষ্ট কিছু থাক।
ব্যর্থ প্রয়াস রুদ্ধ মনে
বিস্তারিত

নির্ঘুম রাত

আকাশের মেঘ যদি
ঢেকে দেয় তারা,
রাত নির্ঘুম কাটে
মন দিশেহারা।
বিস্তারিত

মেঘলা দিন

আষাঢ় মাসে মেঘলা দিনে
মন থাকে কি ঘরে?
মেঘের সাথে যায় সে ভেসে
দূর থেকে সুদূরে।
বিস্তারিত

লুকোচুরি

উদাস মনে হঠাৎ ঝিলিক মারে
হারিয়ে যাওয়া অনেক কথার রেশ,
শেষ দিবসের সূর্যকিরণ যেন
আশার আলোয় হয় না তবুও শেষ।
বিস্তারিত

পদ্ম পাতা

চোখের জলে ভাসলো বলে
নীল দীঘিরই পদ্ম,
বৃষ্টিস্নাত দৃষ্টি হলো
শুভ্র পরিশুদ্ধ।
বিস্তারিত

জীবন সাগর

জীবন নামের অথৈ সাগরে
ভেসে যায় মোর ভেলা,
সময় স্রোতের টানে ছুটে চলি
অজানায় সারা বেলা।
বিস্তারিত

স্বপ্ন

স্বপ্ন তোমায় চাই যে আমি
মনের মাঝে সাজাই,
মনের কোনে লুকিয়ে রাখা
সুর সে আবার বাজাই।
বিস্তারিত

ভাল-মন্দ

ভাল খারাপ হিসেবটা যে
লোক বিশেষে বিভেদ করে,
আসল ভাল-মন্দ থাকে
লুকিয়ে চোখের অগোচরে।
বিস্তারিত