My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

রূপকথা


ইচ্ছে আমার ইচ্ছেমতো
কল্পকথার জাল বুনে,
মন যেন তার স্বপ্নগুলো
সত্য হবার দিন গুণে।
ভোরের আলো সজীবতার
নতুন রঙে মন রাঙায়,
ভাবনা আমার ভিড়ায় তরী
স্বপ্নলোকের কোন ডাঙ্গায়।
মেঘের ফাঁকে আলোর খেলা
ভাল লাগার নেই মানা,
বন্দী আমি জগতটাতে
মুক্ত তবুও মনখানা।
সুর যা আছে খুঁজে বেড়াই
তাই দিয়ে মোর গান গাঁথা,
আজ জেনো যেই ফুল ফুটেছে
কাল হবে তাই রূপকথা।



[রচনাকাল: ২৪ অগাস্ট ২০০৬ ইং]



৯টি মন্তব্য


৯ ফেব্রুয়ারি ২০১৪
ভাল লাগল।
২১ জুন ২০১৩
সুন্দর ছন্দময় ।
২১ জুন ২০১৩
ধন্যবাদ ফারহানা শারমীন...
২১ জুন ২০১৩
অসম্ভব দারুন!!!
২১ জুন ২০১৩
ধন্যবাদ সুখেন্দু...
২১ জুন ২০১৩
অনেক অনেক সুন্দর হয়েছে। ছন্দতা মন কাড়া। ভালো থেকো কবি।
২১ জুন ২০১৩
ধন্যবাদ কবীর হুমায়ূন...
২০ জুন ২০১৩
আজ জেনো যেই ফুল ফুঁটেছে কাল হবে তাই রূপকথা। ঠিক তাই ।
২০ জুন ২০১৩
ধন্যবাদ রাসেল...
২০ জুন ২০১৩
খুব সুন্দর লাগল বন্ধু আপনার কবিতা।
২০ জুন ২০১৩
ধন্যবাদ পাঠক...
২০ জুন ২০১৩
চমৎকার ছন্দময় কবিতা পল্লব ভাই। মুগ্ধ হয়ে পড়লাম, দারুন কাব্য।
২০ জুন ২০১৩
ধন্যবাদ স্বপ্নবাজ... :)
২০ জুন ২০১৩
ইচ্ছে আমার ইচ্ছেমতো কল্পকথার জাল বুনে, বেশ লাগল
২০ জুন ২০১৩
ধন্যবাদ কিংশুক...
২০ জুন ২০১৩
Pallav dadavai, tomar rupkothar renu jeno sobbar chokhe ektu holeo swapno anke. Onek valo lekha go. তোমার লেখার শ্রীবৃদ্ধি কামনায় - তোমার... মহারাজ!*
২০ জুন ২০১৩
ধন্যবাদ মহারাজ!
মন্তব্য করুন