My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

পাতারাও তবু ঝরে পড়ে


পাতারাও তবু ঝরে পড়ে
ক্ষয়ে যায় জীবনের বেলা,
পার ভাঙে দুই কূল ধরে
ভাঙে এই জীবনের খেলা।
ভেঙে ভেঙে ক্ষয়ে যায় সব
তবু তার রেশ থাকে কিছু,
জীবনের যতো কলরব
কিছু তার আসে পিছু পিছু।
শূন্যতা বলে কিছু  নেই,
মৃত্যুতে শেষ নেই কারো,
জীবনের ঐ প্রান্তেই
নতুনের পথ থাকে আরও।
যাবো বলে সেই পথ ধরে
পথের আড়ালে বসে থাকি,
পাতারাও দেখি ঝরে পড়ে
পথ তাও রয়ে যায় বাকি।


(রচনাকালঃ ২৩ মে ২০১৪ ইং)


৮টি মন্তব্য


৩০ সেপ্টেম্বর ২০১৬
আবেগপ্রবণ কবিমন বড়ই সংবেদনশীল তাই, পাতা ঝরার বেদনাও তাকে ছুঁয়ে যায়!
৩ অক্টোবর ২০১৬
পল্লব মানে আমি নিজেই তো পাতা! অন্যদের মতো একসময় আমারও ঝরে পড়ার সময় আসবে। তার আগে পর্যন্ত আড়ালে থেকে অন্যদের ঝরে পড়া দেখা ছাড়া উপায়ই বা কি?
২৭ জুন ২০১৪
"যাও ঐ ঝড়কে গিয়ে বলে দাও, ছোট পাতা হতে পারি, তবু ধরে থাকবো ডাল। সাহস থাকলে ফেলে দেখিও"
২৭ জুন ২০১৪
জীবনের পাতাগুলো ঝরে তবু পড়বেই, সময়ের সাথে সাথে প্রত্যেকে ঝরবেই।
২৪ মে ২০১৪
বেশ
২৭ জুন ২০১৪
ধন্যবাদ দীপঙ্কর
২৪ মে ২০১৪
patar upomay jibon o prm prokash pelo govir vabe...sundor kobita..
২৭ জুন ২০১৪
পল্লব মানেই তো পাতা... ধন্যবাদ কামরুল-ফারুকি
২৩ মে ২০১৪
দারুণ ! খুবই ভালো লাগলো।
২৭ জুন ২০১৪
ধন্যবাদ সৈকত পাল।
২৩ মে ২০১৪
বেশ দর্শণের। একটু হ্যাচকা মারতে পার কি?
২৩ মে ২০১৪
মারতে পারেন, তবে কিসে হ্যাচকা মারবেন তা বলে মারলে ভাল হয়... ;)
২৩ মে ২০১৪
যা এতদিনের বিশ্বাস --- ছেঁড়া কাথায় সুয়ে তো এখন লাখ টাকা আসে। তালে আর প্রচলিত অই ভাত মাছে চলবে কে : চল একবার একটা ধাক্কা মারা যাক।
২৩ মে ২০১৪
চমৎকার ছন্দের তালে তালে লিখেছেন ।
২৩ মে ২০১৪
ধন্যবাদ সুরজিৎ...
২৩ মে ২০১৪
Baha ! Mugdho holam bondhu . Opurbo lekhoni.
২৩ মে ২০১৪
ধন্যবাদ সুদীপ-দা...
মন্তব্য করুন