পাতারাও তবু ঝরে পড়ে
পাতারাও তবু ঝরে পড়ে
ক্ষয়ে যায় জীবনের বেলা,
পার ভাঙে দুই কূল ধরে
ভাঙে এই জীবনের খেলা।
ভেঙে ভেঙে ক্ষয়ে যায় সব
তবু তার রেশ থাকে কিছু,
জীবনের যতো কলরব
কিছু তার আসে পিছু পিছু।
শূন্যতা বলে কিছু নেই,
মৃত্যুতে শেষ নেই কারো,
জীবনের ঐ প্রান্তেই
নতুনের পথ থাকে আরও।
যাবো বলে সেই পথ ধরে
পথের আড়ালে বসে থাকি,
পাতারাও দেখি ঝরে পড়ে
পথ তাও রয়ে যায় বাকি।
(রচনাকালঃ ২৩ মে ২০১৪ ইং)
৮টি মন্তব্য
মন্তব্য করুন