My Poems

Writing Bangla poems is one of my hobbies. I usually publish them on Bangla-Kobita website. You may also find them bellow.

Poems - Page 5


এক ফোঁটা জল

এক ফোঁটা জল পড়লো ঝরে টুপ,
ঝাপসা দু'চোখ দৃষ্টি ভরা জলে,
এক নদী জল তাও জমা নিশ্চুপ
নিথর জমাট মনের গহীন তলে।
বিস্তারিত

শূন্যতা

আজও কিছু হাহাকার তার নিঃশ্বাস ফেলে হাওয়ায়,
আজও কিছু ব্যথা বেঁচে আছে এই জীবনের না পাওয়ায়।
আজও কিছু সাধ স্বপ্ন বুঝি দূরের পটেই আঁকা,
যতোদূর যাই, দূরে সরে যায় পথ ঐ আঁকাবাকা।
বিস্তারিত

রাতের তারা

রাতের আকাশে ঝিকিমিকি জ্বলে মৌনতা মাখা তারা,
কে যে কতো কাছে, কেউ দূরে আছ,
ছোট-বড় মিলে ভেদাভেদ ভুলে
বিশালতা ছুঁয়ে এক হয়ে গেছে ভিন্ন সকল ধারা।
বিস্তারিত

ফিরে আসা

দিন বয়ে যায়, সময় গড়ায়
বয়স চলে যে বেড়ে,
কাল যা ছিলাম তাই অবিরাম
পিছনে আসছি ছেড়ে।
বিস্তারিত

মা তোর মুখের ভাষা

মা তোর মুখের ভাষায় বলছি মনের কথা,
তোর ভাষাতেই সূর্য হাসে
তোর ভাষাতেই জোছনা ভাসে,
প্রাণের সকল কথাই মাগো তোর ভাষাতে গাঁথা!
বিস্তারিত

ভয় পেয়ো না

ভয় পেয়ো না ভয় পেয়ো না,
তোমায় তো কামড়াবো না,
সত্যি বলছি খামচি দিয়েও
করতে কিছুই পারবো না।
বিস্তারিত

হরতালের ডাক

আসছে আবার হরতাল,
এদেশের হালচাল, অর্থনীতির হাল
ভেঙ্গেচুড়ে দিয়ে ফের করো গোলমাল।
শকুন-শকুনী মাতো সুখ-নৃত্যে,
বিস্তারিত

তালহারা

গভীরভাবে চিন্তা করে
বসে বসে চুল ছিড়ি,
মাঝে মাঝেই জীবনখানা
ভীষণ লাগে বিচ্ছিরি!
বিস্তারিত

চাই বাঁচার অধিকার

চাই না কিছুই আর।
চাই যে শুধুই বাঁচার অধিকার।
কিন্তু ওসব জানোয়ারে
বাড়ায় থাবা বারে বারে,
বিস্তারিত

পিছু ফেরা

ঠিক যখনই সময় হারায় অস্তরাগে
ঠিক যখনই কূজন থামে নীড়ের টানে,
ঠিক তখনই ঝাপসা দূরের কষ্টদাগে
একটু যেন কষ্ট হারায় অন্যখানে।
বিস্তারিত

আজো খুঁজে ফিরি

আমি মেঘের দুয়ারে হারিয়ে খুঁজি
দুঃখের নীল রাশ,
আমি এক লহমার চুম্বনে খুঁজি
প্রণয়ের অভিলাষ।
বিস্তারিত

হোন সচেতন

বিয়ের আগেই ভুড়ি নিয়ে ধুমসী যদি হয় সবে,
ভুড়ির নিচে চাপা পরার থাকে স্বামীর চান্স তবে।
কেউ আছে তাই বিয়ের পরেও স্বাস্থ্য রাখে সামলে যে,
মা হলেও নাম কামাবে মডেলিং-এ নামলে সে।
বিস্তারিত

গরমিল

মিল-গরমিল হিসেব-নিকেশ
সময় গেলেই সব হবে শেষ।
ব্যালেন্সশীটের ব্যালেন্স তখন
থাকবে না আর আগের মতোন।
বিস্তারিত

মর্মজ্ঞান

কঠিন কথার কঠিন মানে
বুঝতে গেলে উল্টো টানে
ছিটকে পড়ি কথার ঘা-য়ে,
আঁধার দেখি ডানে বায়ে।
বিস্তারিত

বিদায় বেলা

তোমার আমার সবার খেলাই
সাঙ্গ হবে
কখন কবে,
কেউ বুঝি না কেউ জানি না
বিস্তারিত

স্বপ্নের স্বাধীনতা

একটা দেশের মাঝেই ছিলো অন্য আরেক দেশ,
তাদের মাঝে বিভেদ ছিলো বেশ।
কারও হাতে শাসন ছিলো,
দেশ শোষনের আসন ছিলো,
বিস্তারিত

অক্ষয় প্রেম

কখনও এমন কেন হয়?
সময় দাঁড়ায় থেমে,
হৃদয়ে তোমার প্রেমে
খরস্রোতা নদী যেন বয়।
বিস্তারিত

আলোছায়া

জীবন যখন থামলো এসে ছাঁয়ার দ্বারে,
একটু আশা একটু বিষাদ বারে বারে
আলো-ছায়ার লুকোচুরির মায়ার খেলায়
দোল দিয়ে যায় ধূসর মনের অলস বেলায়।
বিস্তারিত

অনন্তের পথে

যদি ঐ মেঘের ভারেই
আঁধার নামে বসুন্ধরায়,
আমি তাও বাইবো তরী
অনন্তেরই এই দরিয়ায়।
বিস্তারিত

সপ্তপদী স্বপ্ন

সপ্তপদী স্বপ্নগুলো ভাসলো যদি জলে,
ঢেউয়ের তালে ছন্দ তুলে
ছোট্ট পাতার নৌকো দোলে,
চোখের জলের মুক্তোদানাও ডুবলো অথৈ তলে।
বিস্তারিত