আজও কিছু হাহাকার তার নিঃশ্বাস ফেলে হাওয়ায়,
আজও কিছু ব্যথা বেঁচে আছে এই জীবনের না পাওয়ায়।
আজও কিছু সাধ স্বপ্ন বুঝি দূরের পটেই আঁকা,
যতোদূর যাই, দূরে সরে যায় পথ ঐ আঁকাবাকা।
Writing Bangla poems is one of my hobbies. I usually publish them on Bangla-Kobita website. You may also find them bellow.