My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

কবিতা


কবিতা মোর স্বপ্ন নীরব মনের,
হাজার স্মৃতির রঙ দিয়ে তাই আঁকি,
হয়তো খুঁজি আনমনা এক ক্ষণের
এই আমাকে আমায় দিয়ে ফাঁকি।


সকালের ঐ মিষ্টি রোদের হাসি
পাই খুঁজে তায় এই জীবনের মানে,
জগতটাকে যতোই ভালবাসি
রূপ যেন তার আমায় শুধুই টানে।


নদীর জলে কোথায় ভেসে যাওয়া
পাল তুলে এক নৌকা দূরের পটে,
গাছের পাতা দুলিয়ে মৃদু হাওয়া
তার পিছু ধায় মুগ্ধ অকপটে।


আমি বসে নদীর তটে একা
রঙের আঁচড় টানি মনের পাতায়,
যা দেখিনি চোখ বুঁজে তাও দেখা,
তার আলাপন ছন্দে ভরি খাতায়।


কবিতা মোর না বলা সব কথা,
দুঃখ সুখের সকল অনুভূতি,
কল্পনারই গল্প দিয়ে গাঁথা
অনাগতা হয়তো কারও প্রতি।



[রচনাকালঃ ১৫ অক্টোবর ২০০৪ ইং]



৯টি মন্তব্য


১৭ এপ্রিল ২০১৭
খুব ভাল লাগল ।
১৭ এপ্রিল ২০১৭
ধন্যবাদ :)
১৯ জুন ২০১৬
কবি সৌমেনের কণ্ঠে আবৃত্তি শুনলাম; অতঃপর, কবিতাটি নিজেই আবৃত্তি করতে এসে বিমুগ্ধ হয়েছি। স্বরাঘাতের কারুকাজ বেশ হয়েছে।
২১ জুন ২০১৬
অনেক অনেক বছর আগে লিখেছিলাম কবিতাটা। সেই ২০০৪ সালে। আর লেখা শুরু করেছিলাম তারও কয়েক বছর আগে থেকেই। মনমতো হচ্ছিলো না বলে শেষ করতে পারছিলাম না।
১৯ জুন ২০১৬
ছন্দময় চমৎকার কবিতায় সৌমেন দা’র কন্ঠে আবৃত্তি খুব ভাল লাগল । দু’জন কবিকেই আন্তরিক অভিনন্দন ।
২১ জুন ২০১৬
ধন্যবাদ আপনাকে।
১৯ জুন ২০১৬
কবিতার সরলতা ও আবেগে মুগ্ধ হয়ে গেলাম! খুবই হৃদয় গ্রাহী! কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা😊
২১ জুন ২০১৬
অনেক ধন্যবাদ আপনাকে।
১৯ জুন ২০১৬
কবিতার কবিতায় কাব্যভাব কবি দারুণ অন্তমিলে ছন্দোবদ্ধ করে দেখিয়ে দিয়েছেন কবিতার প্রকৃত রূপ। খুব ভাল লাগল। আবৃত্তি শুনতে গিয়ে বিফলে ফিরে এলাম। কোন ভাবেই ইউটিউব পেজ ওপেন হচ্ছে না। তার পরেও সুন্দর কবিতার আবৃত্তি আরো সুন্দর হবে যেখানে সোমেন দা-র আবৃত্তি যোগ হয়েছে। ধন্যবাদ কবি।
২১ জুন ২০১৬
ধন্যবাদ আবৃত্তি না পাওয়া সত্ত্বেও এখানে এসে কবিতাটি পাঠ করায়।
৩০ এপ্রিল ২০১৪
প্রতিটা লাইনে সীমাহীন ভালো লাগা রইলো। চমত্কার লেখনী ও ভাবনা, শব্দচয়ন অসাধারণ।
৩০ এপ্রিল ২০১৪
ধন্যবাদ আপনাকে... :)
৪ অক্টোবর ২০১৩
বেশ ভাল লাগল ।
৮ নভেম্বর ২০১৩
ধন্যবাদ... :)
৪ জুন ২০১৩
'কবিতা মোর না বলা সব কথা, দুঃখ সুখের সকল অনুভূতি, কল্পনারই গল্প দিয়ে গাঁথা অনাগতা হয়তো কারও প্রতি।' সবার মনের কথা ভাই , বেশ সুন্দর করে কবিতার মালা গেঁথেছ !
৪ জুন ২০১৩
ধন্যবাদ। কবিতাটি ২০০৬ সালে লেখা হয়েছিলো।
৪ জুন ২০১৩
সুন্দর তোমার কবিতা ,অনুভবের মতো ভালো; সুনীরমল আকাশ রজনী অপেক্ষাকৃত আলো।
৪ জুন ২০১৩
ধন্যবাদ কানাই।
মন্তব্য করুন