My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

চাই বাঁচার অধিকার


চাই না কিছুই আর।
চাই যে শুধুই বাঁচার অধিকার।


কিন্তু ওসব জানোয়ারে
বাড়ায় থাবা বারে বারে,
পিশাচ হাসি আড়াল করে
আর্তের চিৎকার!
ডাইনী বুড়ির আঁচল তলে
দিনে দিনে বেড়ে চলে
শেয়ালমুখো মড়াখেকো
শয়তান নচ্ছার।
সাথে রাক্ষসীও নাচে,
নাচে শকুন যতো আছে,
তাদের উদ্বাহু নাচ সব জ্বালিয়ে
সব করে ছারখার!


মানুষ থেকে কেউ পশু হয়,
কেউ বা ভয়ে চুপ করে রয়,
কেউ আসে না বুক পেতে তাও
করতে প্রতিবাদ।
কেউ বা আছে এসব থেকে
আখের গোছায় স্বার্থ দেখে,
পেট ভরে, তাও মিটে না তার
মেরে খাবার সাধ।
সবাই আছে যে যার তালে,
সব মিলিয়ে এ গোলমালে
দিনে দিনে রসাতলে
দেশ হলো বরবাদ!


মানুষ থেকে টাকাই দামী,
টাকাই প্রভু, টাকাই স্বামী,
টাকার পিছে ছোটে সবাই
চোখ বুঁজে দিনরাত।
জ্ঞান কিংবা নীতির কথা?
বোকার প্রলাপ, ভুলের প্রথা,
ভালমন্দের হিসাব যে আজ
অচল ধারাপাত।
ধূর্তেরা তাই সুযোগ পেলে
মনের সুখে বিবেক ফেলে
স্বার্থ এবং অর্থ লোভে
বাধায় যে সংঘাত।


এর মাঝে হায় আজও যারা
বোকা, এবং মানুষ, তারা
চাই না কিছুই আর।
চাই যে শুধুই বাঁচার অধিকার।


(রচনাকালঃ ১ জানুয়ারি ২০১৩ ইং)



৪টি মন্তব্য


২৭ জুন ২০১৬
অসাধারণ তির্যক মন্তব্য ও শ্লেষ ঝরে পড়েছে কবিতার মধ্যে দিয়ে! উত্তেজিত করে। অসাধারণ কবি ।
২৭ জুন ২০১৬
ধন্যবাদ অভিজিৎ মিত্র।
Jahidul Islam Jewel
Jahidul Islam Jewel
৪ জানুয়ারী ২০১৩
Ami kobita onek valubasi,and Ami nije kobita liki,ata amer valu lage.
১৭ জানুয়ারী ২০১৩
ধন্যবাদ জুয়েল। আপনার কবিতা এই আসরে পড়ার অপেক্ষায় রইলাম।
৩ জানুয়ারী ২০১৩
ধন্যবাদ আরিফুর রহমান। @মামুনুর রশিদঃ নারীরা পর্দানশীল হলেই সব শয়তান ভাল হয়ে যাবে? এই ধারণা আপনাকে কে দিয়েছে?
২ জানুয়ারী ২০১৩
চাই বাঁচার অধিকার
মন্তব্য করুন