My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

এক ফোঁটা জল


এক ফোঁটা জল পড়লো ঝরে টুপ,
ঝাপসা দু'চোখ দৃষ্টি ভরা জলে,
এক নদী জল তাও জমা নিশ্চুপ
নিথর জমাট মনের গহীন তলে।


বাষ্প বুঝি উত্তাপে হয় জল,
জল জমে দূর আঁধার কালো মেঘে,
কোন দূরে ঝড় আঘাতে নিস্ফল
আঁছড়ে পড়ে ক্ষুব্ধ তুমুল বেগে।


এক ফোঁটা জল থমকে অণুক্ষণ
চোখের পাতায় থিরথিরিয়ে কাঁপে,
জগৎ ভাঙ্গার প্রলয় অনুরণ
চোখের জলের সুক্ষ্ণ পরিমাপে।


এক ফোঁটা এই চোখের জলে আর
থৈ মিলে না, সব ডুবে তার তলে,
মনের জগৎ সব ভেঙ্গে চুরমার
থেকে থেকে ঝরে চোখের জলে।


(রচনাকালঃ ৩১ মে ২০১৩ ইং)



৯টি মন্তব্য


৩০ সেপ্টেম্বর ২০১৬
একফোটা চোখের নোনাজলের যা ব্যাপ্তি - সাগরের নোনাজলের তূলনা হয় না যেন তাতে -
৩ অক্টোবর ২০১৬
সীমার মাঝেও অসীমতা থাকে... কেউ দেখি আর কেউ দেখি না তাকে...
২০ জুলাই ২০১৪
চোখের জলের অনুপম কাব্য -- বেশ ছন্দ -- এই চোখের জলের মায়াই টেনে টেনে আনে ফিরে -- শুভেচ্ছা কবি
২২ জুলাই ২০১৪
ধন্যবাদ স্বপন দা।
৯ ফেব্রুয়ারি ২০১৪
মুগ্ধতা রেখে গেলাম...
৩১ মে ২০১৩
দারুন কবিতা পল্লব ভাই।
৩১ মে ২০১৩
ধন্যবাদ স্বপ্নবাজ...
৩১ মে ২০১৩
চমৎকার !!
৩১ মে ২০১৩
ধন্যবাদ সাইদুর
অস্পর্শের আড়ালে
অস্পর্শের আড়ালে
৩১ মে ২০১৩
খুব ভাল লাগলো
৩১ মে ২০১৩
ধন্যবাদ। :)
৩১ মে ২০১৩
ছন্দময়, সাবলীল, বাঙ্ময়।
৩১ মে ২০১৩
ধন্যবাদ সুশীল রায়। :)
৩১ মে ২০১৩
একটা জলময় ছবি পেলাম, ভারী সুন্দর
৩১ মে ২০১৩
ধন্যবাদ কিংশুক।
৩১ মে ২০১৩
দারুণ পল্লব
৩১ মে ২০১৩
ধন্যবাদ সুবীর... :)
মন্তব্য করুন