My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

পিছু ফেরা


ঠিক যখনই সময় হারায় অস্তরাগে
ঠিক যখনই কূজন থামে নীড়ের টানে,
ঠিক তখনই ঝাপসা দূরের কষ্টদাগে
একটু যেন কষ্ট হারায় অন্যখানে।


ঠিক যখনই থমকে দাঁড়ায় দুপুরগুলো
ঠিক যখনই এক ফালি রোদ ছায়ায় নাচে,
ঠিক তখনই ছন্দতালের নূপুরগুলো
মৌনগাঁথায় সুপ্ত মনের স্বপ্ন যাচে।


ঠিক যেদিকে বিকেলগুলো বিকেল থাকে
ঠিক যেদিকে মেঘ ভেসে যায় ক্লান্ত ধীরে,
ঠিক সেদিকেই ফেলে আসা পথের বাঁকে
দৃষ্টি রাখি গভীর টানে পিছু ফিরে।



[রচনাকালঃ ১৪ এপ্রিল ২০০৭ ইং]


কৃতজ্ঞতা স্বীকারঃ মুক্তমঞ্চের সম্রাজ্ঞীর "ঠিক যখনই" কবিতাটি থেকে অনুপ্রাণিত হয়ে এই কবিতাটি লিখেছিলাম। এই লেখার প্রতিটি ছত্রের প্রথম লাইনটি সে কবিতা থেকে নেয়া।



২টি মন্তব্য


১ জানুয়ারী ২০১৩
HaPpY NeW YeAr
৩১ ডিসেম্বর ২০১২
ভাল হয়েছে। ধন্যবাদ
মন্তব্য করুন