My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

ভয় পেয়ো না


ভয় পেয়ো না ভয় পেয়ো না,
তোমায় তো কামড়াবো না,
সত্যি বলছি খামচি দিয়েও
করতে কিছুই পারবো না।
মনটা আমার বড্ড নরম,
দাঁতের মাঝেও জোরটি নেই,
হাতের কাছে কাউকে পেলেও
জানি তাদের ধরতে নেই।
ফাজিল আমার হাসি দেখে
ভয় পেয়েছ কতোই না -
কিন্তু আমি দুষ্ট সেসব
বাচ্চাগুলোর মতোই না।
এসো এসো বাসায় এসো,
বাস করে যাও চারটি দিন,
শান্ত-সুবোধ বাচ্চা হয়েই
থাকবো কোলে রাত্রিদিন।
হাতে আমার নখ আছে, তাই
এইখানে কি থাকবে না?
গায়ে আমার জোর এতো কম,
খামচি দিলেও লাগবে না।
অভয় দিচ্ছি, শুনছো না যে?
বাড়াবো কি ঠ্যাং দু'টা?
চুল টেনে সব ছিড়বো যখন,
বুঝবে তখন কান্ডটা!
আমি আছি, আম্মু আছেন,
আছেন সাথে আব্বাজান -
সবাই মিলে মন্ডু চেপে
ধরে দেবো হ্যাঁচকা টান।



(রচনাকালঃ ২৪ মে ২০১২ ইং)
সুকুমার রায়ের 'ভয় পেয়ো না' কবিতার অনুকরণে লিখেছি। আর উৎসর্গ করছি আমার সন্তান ইহান-কে।



৬টি মন্তব্য


১৮ জানুয়ারী ২০১৩
আমি মহারাজের সাঙ্গে একমত...সত্যি ভয় পাচ্ছি...নিজের মতো লিখুন...যদিও আমি রাম গড়ুড় নই।।পড়ে হেসেছি...ভালো থাকুন ।।ভালো লিখুন
১৮ জানুয়ারী ২০১৩
ভয়েরই কথা... তারপরও অনেক সময় মজা করে অন্যের ছড়া-কবিতার কাঠামোতে নিজের কথা বসিয়ে ব্যাঙ্গাত্মক কিছু এভাবে লিখে ফেলি... স্বকীয় কোন কবিতা হিসাবে চালিয়ে দেবার জন্যে নয়, নিছকই ফাজলামি বলতে পারেন একে...
১৮ জানুয়ারী ২০১৩
Pallab da is an outstanding talent. Amar biswas uni just amar puchke vaipo ke ektu nirmol anando debar jnyo kre6en. Thanks.
১৮ জানুয়ারী ২০১৩
ধন্যবাদ মহারাজ। তবে ট্যালেন্টের কথা বলে লজ্জা দিবেন না প্লিজ। আসরের শত শত কবির ভীড়ে নিজেকেও তাদের একজন ভাবতে পারাটাই অনেক বড় বিষয় আমার কাছে।
১৮ জানুয়ারী ২০১৩
দারুন হোয়েছে ভাই !!
১৮ জানুয়ারী ২০১৩
ধন্যবাদ দীপক দা... :)
১৮ জানুয়ারী ২০১৩
Pallab da, eta anusaran kom anukoronei besi hoyegechhe, vul koreo chhele ke abol taboler ei piece ta podaben na. Apni apnar mtn outstading lekhen hotath emn ?
১৮ জানুয়ারী ২০১৩
কম-বেশি কোথায়? পুরোটাই তো অনুকরণ! :) আর কবিতা হিসাবে এটাকে আসলে লেখা হয়নি। ফেসবুকে আমার ছেলের ছবি দিয়ে সেখানে মজা করে এটা লিখে দিয়েছিলাম।
১৮ জানুয়ারী ২০১৩
Good rimic.
১৮ জানুয়ারী ২০১৩
ধন্যবাদ :)
১৮ জানুয়ারী ২০১৩
গো অন ।ভালো হয়েছে
১৮ জানুয়ারী ২০১৩
ধন্যবাদ।
১৮ জানুয়ারী ২০১৩
চালিয়ে যান। সুকুমার হতে না পারলেও পল্লব কুমার যেনো হওয়া যায়।
১৮ জানুয়ারী ২০১৩
ধন্যবাদ কবীর হুমায়ুন...
১৭ জানুয়ারী ২০১৩
onek onek valo laglo..
১৭ জানুয়ারী ২০১৩
ধন্যবাদ সাব্বির আহাম্মেদ... :)
মন্তব্য করুন