My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

মা তোর মুখের ভাষা


মা তোর মুখের ভাষায় বলছি মনের কথা,
তোর ভাষাতেই সূর্য হাসে
তোর ভাষাতেই জোছনা ভাসে,
প্রাণের সকল কথাই মাগো তোর ভাষাতে গাঁথা!
মা তোর মুখের ভাষায় খুঁজে বেড়াই প্রাণের আকুলতা।


কি মধুর তোর কথা মা, কেমনে বুঝাই বল?
এ বুলি যতোই শুনি তোর বুলি মা প্রাণে যে দেয় দোল,
এ ভাষায় পরশ বুলায় মা তোর গায়ের সুগন্ধী আঁচল।
তোরে মা কেমনে বুঝাই বল?


মা তোর মুখের ভাষা কাড়বে কে বল মোরে?
কে আঘাত করবে মা বল তোরে।
যতো তোর বিদ্রোহী সব দামাল ছেলের দল
আছে মা, ভয় কিসে তোর বল।


এ দেহে থাকতে মা প্রাণ চিন্তা যে নাই তোর,
সকল বাঁধার বাঁধন টুটে
তোর কাছে মা আসবো ছুটে,
আঘাতে আনবো দেখিস ক্ষুব্ধ তুমুল ঝড়।
ছেলে তোর রুদ্র মাগো, ভীষণ ভয়ংকর।


মাগো তোর চিন্তা কোন নাই,
আমি তোর দামাল ছেলে, তোর
চরণে একটু মা দিস ঠাঁই।


(রচনাকালঃ ২১ ফেব্রুয়ারী ২০০৮ ইং)



৮টি মন্তব্য


Srabonti Das
Srabonti Das
১০ অগাস্ট ২০১৬
Kobita agulo Mon kara Kotha.
md lal chand
md lal chand
১১ মার্চ ২০১৫
It is a very nice poem. It has a important massage for all people.
১০ ডিসেম্বর ২০১৪
বেশ ভাল হয়েছে ।
৭ মার্চ ২০১৩
Pallab dada kothai gele go.
১৯ মার্চ ২০১৩
কিছুদিন হলো আসরে আসার পাইনা সুযোগ যে আর, বহুদিন পরে নিজ দেশে ফিরে ডুব দিয়েছি যে আবার।
৫ ফেব্রুয়ারি ২০১৩
১০/১০
৫ ফেব্রুয়ারি ২০১৩
Valo laglo.
৫ ফেব্রুয়ারি ২০১৩
৭/১০
৪ ফেব্রুয়ারি ২০১৩
বাহ.........
মন্তব্য করুন