My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

আজো খুঁজে ফিরি


আমি মেঘের দুয়ারে হারিয়ে খুঁজি
দুঃখের নীল রাশ,
আমি এক লহমার চুম্বনে খুঁজি
প্রণয়ের অভিলাষ।
আমি মৃত্যুর মাঝে দেখে যাই কতো
চেতনার পরিণতি,
সময়ের স্রোতে খুঁজে পাই যেন
দূর্বার দৃঢ় গতি।
আমি আঁধারের মাঝে দেখি কতো না
জোনাকীর আলো খেলা,
রঙধনু হতে রঙ ধার করে
আঁকি বিষাদের বেলা।
আমি পাহাড়-সাগর পার হয়ে চলি
অমোঘ নিয়তি টানে,
পিছে ফেলে আসা স্মৃতি সব ভুলি
না জানা অভিমানে।
আমি পথহারা আজো পথ খুঁজে ফিরি
বুকে নিয়ে হাহাকার,
জোয়ার ভাটার টানে পারি দেই
জীবনের পারাবার।



[রচনাকালঃ ২৪ জুন ২০০৬ ইং]



৩টি মন্তব্য


Maharaj
Maharaj
৩ জানুয়ারী ২০১৩
Ek kothay durdanto, darun badhuni achhe pallab dada apnar kobitay, apnake Mahareje selam.
২৭ ডিসেম্বর ২০১২
পল্লব , ভালো লিখেছেন । তবুও একটু কাটাছেঁড়া করছি : সময়ের স্রোতে খুঁজে পাই যেন দূর্বার দৃঢ় গতি(যেন কেন ? সময়ের স্রোত তো সবসময়ই দুর্বার । এখানে কি কোনও অনিশ্চয়তা আছে ?)। আমি পাহাড়-সাগর পার হয়ে চলি অমোঘ নিয়তি টানে(নিয়তির টানে কেন ?), পিছে ফেলে আসা স্মৃতি সব ভুলি না জানা অভিমানে।শুরুটা যতটা ভালো হয়েছে শেষটা ততটা হল না । আমি পথহারা আজো পথ খুঁজে ফিরি বুকে নিয়ে হাহাকার, জোয়ার ভাটার টানে পারি দেই জীবনের পারাবার(একইরকম ভাব । )। তা সত্ত্বেও বলছি লেখাটি ভালো হয়েছে । পরেরবার আরও ভালো লেখা পাব আশা করি ।
২৭ ডিসেম্বর ২০১২
কবিতা অত্যাধিক ভালো হয়েছে। তবে কোথাও কোথাও মাত্রাবৃত্তের ধারার পতন হয়েছে। ঠিক করে দিলে ভালো হতো। ভালো থাকুন, পল্লব।
মন্তব্য করুন