My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

রাতের তারা


রাতের আকাশে ঝিকিমিকি জ্বলে মৌনতা মাখা তারা,
কে যে কতো কাছে, কেউ দূরে আছ,
ছোট-বড় মিলে ভেদাভেদ ভুলে
বিশালতা ছুঁয়ে এক হয়ে গেছে ভিন্ন সকল ধারা।


দূর থেকে তাই দেখি,
আকাশের বুকে সব তারকাই একই।


আমরা মানুষও তাই।
দূর থেকে দেখো, মানুষে মানুষে
ভেদাভেদ কিছু নাই।


আমরা সবাই আনন্দে হাসি, দুঃখে ভাসাই বুক,
সাদা-কালো বলো, মন্দ বা ভালো,
ধনী ও গরীব সব মানুষেরই
আছে দুঃখ, আছে সুখ।


আমরা মানুষ ভাই,
পৃথিবীর বুকে তারকা যে আমরাই।


হাতে হাত ধরে চলো একসাথে চলি,
আঁধারের বুকে আমরাই যেন
শুভ্রতা হয়ে জ্বলি।


(রচনাকালঃ ১৫ মে ২০১৩ ইং)



৫টি মন্তব্য


১৬ মে ২০১৩
এরকম যদি সত্যিই হতে পারত!
Mousumi
Mousumi
১৫ মে ২০১৩
:)
১৫ মে ২০১৩
(:
১৫ মে ২০১৩
আমরা মানুষও তাই। দূর থেকে দেখো, মানুষে মানুষে ভেদাভেদ কিছু নাই। ___ চমৎকার
১৫ মে ২০১৩
ধন্যবাদ সালমান।
১৫ মে ২০১৩
খুবই ভালো।
১৫ মে ২০১৩
ধন্যবাদ। :)
১৫ মে ২০১৩
দারুণ পল্লব ভাই।
১৫ মে ২০১৩
ধন্যবাদ সুবীর-দা
মন্তব্য করুন