My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

ভাল-মন্দ


ভাল খারাপ হিসেবটা যে
লোক বিশেষে বিভেদ করে,
আসল ভাল-মন্দ থাকে
লুকিয়ে চোখের অগোচরে।
কেউ বা ভাল করছে ভেবে
করতে থাকে মন্দ সবই,
কেউ বা আবার মন্দ জেনেই
করছে যে কাজ মন্দ খুবই।
কারো কারো ভাল থাকার
ইচ্ছেরও নেই অভাব কোন,
আবার কিছু লোক আছে যার
ভাল সবই লোক দেখানো।
এমন করে খুঁজলে যে আজ
ভাল লোকের অভাব ভারী,
চারিদিকেই চলছে শুধু
মন্দ লোকের খবরদারী।
তারই মাঝে আজও যারা
ভাল থেকে দিচ্ছে আশা,
তাদের প্রতি রইলো আমার
শ্রদ্ধা এবং ভালবাসা।



[২৫ জানুয়ারী ২০০৬ ইং]



১০টি মন্তব্য


২৬ মার্চ ২০১৫
Kotin bastober mati te chorano bij. . .fosol hoyeche. Osadaron chondoboddo kabbokhana dada.
২৭ মার্চ ২০১৫
ধন্যবাদ... :)
৪ জুন ২০১৩
চমৎকার ছন্দময় এবং বাস্তব কবিতা। অনেক সুন্দর.........।
৪ জুন ২০১৩
ধন্যবাদ স্বপ্নবাজ... :)
৪ জুন ২০১৩
'' এমন করে খুঁজলে যে আজ ভাল লোকের অভাব ভারী, চারিদিকেই চলছে শুধু মন্দ লোকের খবরদারী। '' একশত ভাগ সত্যকে কবিতায় নিয়ে আসার জন্য, কবি তোমায় স্যালুট। ভালো থেকো।
৪ জুন ২০১৩
ধন্যবাদ কবীর হুমায়ূন...
৪ জুন ২০১৩
তারই মাঝে আজও যারা ভাল থেকে দিচ্ছে আশা, তাদের প্রতি রইলো আমার শ্রদ্ধা এবং ভালবাসা। অপূর্ব চরনগুলি। খুব ভাল লাগলো।
৪ জুন ২০১৩
ধন্যবাদ
৪ জুন ২০১৩
ধন্যবাদ !এই কবিতাটির তুলনা নেই । বাস্তব কথা বলেছ।
৪ জুন ২০১৩
ধন্যবাদ।
৪ জুন ২০১৩
শুধরে নিয়েছি বন্ধু! (সদাই) ঠিক।
৪ জুন ২০১৩
ধন্যবাদ বন্ধু। :)
৪ জুন ২০১৩
আশাবাদী কবিতা যা দেখায় রাস্তা।
৪ জুন ২০১৩
ধন্যবাদ অরুন দা।
৪ জুন ২০১৩
তারই মাঝে আজও যারা ভাল থেকে দিচ্ছে আশা, তাদের প্রতি রইলো আমার শ্রদ্ধা এবং ভালবাসা। আমিও আপনাকে শ্রদ্ধা আর ভালোবাসা জানাই।
৪ জুন ২০১৩
ধন্যবাদ। তবে ভাল থেকে আশা দেয়ার মতো ভাল হতে পারিনি নিজে। তাই সেজন্য শ্রদ্ধা ও ভালবাসা পাওয়ার যোগ্য বলেও মনে করতে পারছি না নিজেকে।
৪ জুন ২০১৩
বাহ‌্ !!
৪ জুন ২০১৩
:)
৪ জুন ২০১৩
চমৎকার ছন্দ!
৪ জুন ২০১৩
ধন্যবাদ ইকবাল মাহফুজ।
মন্তব্য করুন