My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

তালহারা


গভীরভাবে চিন্তা করে
বসে বসে চুল ছিড়ি,
মাঝে মাঝেই জীবনখানা
ভীষণ লাগে বিচ্ছিরি!
খেই থাকে না, তালছাড়া সব
বেজায় লাগে একঘেয়ে,
ভাবি কোথাও যাই পালিয়ে
তেপান্তরের পথ বেয়ে।
এমন কোথাও যেথায় শুধুই
ঘুমপাড়ানী গান বাজে,
সুরের রেশে অলস বেলায়
থাকবো বসে একলা যে।
করবো না কাজ, এমন করেই
দিনের পরে দিন যাবে,
চাইলে খাবার যখন যা চাই
আসবে চলে ঠিকভাবে।
চারপাশে যা যেমনটি চাই
থাকবে সবই মন মতো,
চাইলে পরেই যা কিছু চাই
মিলবে সবই চাই যতো।
মনের মানুষ চাইলে কাছে
পাশে শুধুই থাকবে সে,
আর কিছু না, বসে বসে
আমার কথাই ভাববে সে।
দু'চোখ খুলে মুগ্ধ চোখে
আমায় শুধুই দেখবে সে,
আমায় নিয়ে ছন্দে-ছড়ায়
মনের কথা লিখবে সে।
আমি শুধু বসে বসে
শুনবো আমার গুণগাঁথা,
দু'চোখ বুঁজে আয়েশ করে
আঁকবো মনে রূপকথা।
কিন্তু এমন জীবন কেন
মিলে না হায়? ধ্যাত্তিরি!
তাইতো আমি বসে বসে
মনের দুঃখে চুল ছিড়ি!


(রচনাকালঃ ২ জানুয়ারী ২০১৩ ইং)



৩টি মন্তব্য


৪ জানুয়ারী ২০১৩
majhe majhe harie jan... natun kore nijeke khunje pete...bahlo kabita
১৭ জানুয়ারী ২০১৩
ধন্যবাদ বিসরগ... বাস্তব জগত থেকে মাঝে মাঝে হারাতে না পারলে বেঁচে থাকা মুশকিল...
৪ জানুয়ারী ২০১৩
ধন্যবাদ কবীর হুমায়ূন
৪ জানুয়ারী ২০১৩
স্বরবৃত্তে লেখা কবিতা ভালো হয়েছে। মনোকষ্ট বড়ো রুষ্ট ভালোবাসা কই পাবি? তোর কাছে কি আছে কবি স্বর্ণ হরিণের চাবি!
মন্তব্য করুন