My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

ফিরে আসা


দিন বয়ে যায়, সময় গড়ায়
বয়স চলে যে বেড়ে,
কাল যা ছিলাম তাই অবিরাম
পিছনে আসছি ছেড়ে।
অজানার পথে কোন অজ্ঞাতে
দূর হতে চলি দূরে,
তাও দূর হতে সেই একই পথে
ফিরে আসি পথ ঘুরে।
বারে বারে তাই আমি খেলে যাই
তোমাদের খেলাঘরে,
খেলা শেষ হলে ফের পথ ভুলে
হারাতে হঠাত্‌ করে।
যে বাঁধন বাঁধি, অন্ত অনাদি
চলি সে বাঁধন ছিঁড়ে,
তবু বাঁধনে বাঁধা এ মনে
পিছনেই আসি ফিরে।
যেথা নেই ঠাঁই, আমি ডুবে যাই
সেখানেই বারে বারে,
তবু থেকে যাই যতো না হারাই,
সেই তোমাদেরই দ্বারে।
খুলে দাও দ্বার, দাও অধিকার
থাকার ক্ষণিক তরে,
দিন করে পার নাহয় আবার
হারাবোই অগোচরে।



[রচনাকালঃ ৮ ফেব্রুয়ারী ২০০৮ ইং]



৪টি মন্তব্য


২০ মার্চ ২০১৩
সুনিপুন ছন্দের বাঁধনে এক অসাধারণ জীবনবোধ । কিন্তু কবিতার জগতে টিকে থাকতে হলে স্বতন্ত্র স্টাইল থাকতে হবে । আমার বিশ্বাস - আপনি তা তৈরী করে নিতে পারবেন ।
২০ মার্চ ২০১৩
Valoi laglo
১৯ মার্চ ২০১৩
ভালো লাগল পল্লব ভাই
১৯ মার্চ ২০১৩
স্বগতম কবি, সুন্দর কবিতা পেলাম।
মন্তব্য করুন