My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

আধুনিক প্রেম


চারপাশে ভাই কতোই দেখি
পড়ছে সবাই প্রেমে,
সুযোগ পেয়ে আমিও যে তাই
খেলায় গেলাম নেমে।

ক্লাসমেট এক ভ্যাবলা হেসে
যেই বাড়ালো হাত,
এক হাসিতেই দিল হারালাম
হলাম কুপোকাত।

তখন থেকেই মনের মাঝে
হাজার রঙের বাহার,
কাব্যে লেখি 'তুমি সাগর
আমি নদী-পাহাড়।'

ক্লাসে বসে লেকচারে আর
মন বসে না মোটে,
ক্লাস লুকিয়ে সময় কাটাই
ঠোঁট রেখে তার ঠোঁটে।

ফ্রেন্ড লেভেলে আড্ডা হলেই
উপচে পড়ে কথা,
সব ছাপিয়ে বলতে থাকি
তার গুণেরই গাঁথা।

তাই না শুনে বন্ধু অনেক
মুখ লুকিয়ে হাসে,
নির্ঘাত সব আমার সুখে
পুড়ে যে বিদ্বেষে।

থোড়াই তাদের কেয়ার করি,
বলছি আরও জোরে,
প্রেমের তরে আমার সবই
দেবো উজাড় করে।



রচনাকালঃ ১৩ই ফেব্রুয়ারী ২০০৭ ইং


৮টি মন্তব্য


২ মার্চ ২০১৬
wow...কাহিনী চমৎকার
২৪ অক্টোবর ২০১৪
এই কবিতার তো জবাব নাই পল্লব ভাই , প্রেম তো আমারা সবাই করি অপনার মতো দেখিনাই । বাঃ বাঃ বঃ অপনার সাথে একটু মজা করলাম !
২৪ অক্টোবর ২০১৪
হাহাহাহা... এটা আমার প্রেম না... ;) পরিচিত একজনের অনুরোধে তার পরিচিত আরেকজনের প্রেমিক সত্ত্বাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিলো। :)
৭ জুলাই ২০১৪
আরে বাহ্! আমাদের এ্যাডমিন ভাই দেখি ছন্দের যাদুকর!!! চমৎকার!! প্রেমময়!!
৬ জুলাই ২০১৪
বা্হ বা্হ দারুন
২৯ জুন ২০১৪
তাহলে ২০০৭ সাল থেকেই আপনার অবস্থা এই ? এখন জানি কি রকম ? চম?কার ছন্দ, তাল ও লয় । ধন্যবাদ ।
৩০ জুন ২০১৪
হা হা হা... আমার নিজের অবস্থা নিয়ে এটি লেখিনি... পড়ার জন্য ধন্যবাদ আপনাকে...
২৯ জুন ২০১৪
মধুময় সুখ,প্রেমের আভায়,ঘ্রাণ মেখেছি মনে খুশির শোভায়,প্রেমের ডোবায় ঝাপ দিয়েছি তোমার সনে। সুর,লয় আজ তালে মাতাল,স্বরলিপির বাঁকে, ভাবের মানচিত্র এঁকেছি মনে,তুমি আছ যে মোর সাথে । জনম জনম ,যুগে যুগে,এই প্রেম রবে অনিবার চিরকাল মুগ্ধ হবো,এই বন্দন, গাঁথবো গীতহার । মিলনমধুর গুপ্ত লাজে নিত্যনতুন সাজ , তিমিররজনী তোমার মুরতি, অবাক করবে স্বপ্নের মাঝ । যুগলপ্রেমের স্রোতে ভাসবো,নিখিল প্রাণের প্রীতি, আহরণ করবো রাশি রাশি সুখ,সফল প্রেমের গীতি ।
৩০ জুন ২০১৪
সুন্দর লিখেছেন... পড়তে গিয়ে রবিঠাকুরের কয়েক লাইনও মনে পড়ে গেলো... নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি।
২৯ জুন ২০১৪
আহা!
৩০ জুন ২০১৪
হা হা
২৯ জুন ২০১৪
ব্যাপক ও উদ্দাম ফাটাফাটি হয়েছে প্রেম-গাঁথা, সুপার্ব এব্ং স্ট্রেইট... প্রেম এব্ং যুদ্ধে সবকিছু চলবে, চলতেই থাকবে... আমার সাম্প্রতিক লেখা '৩৭ নং জলরঙ' পাঠের আমন্ত্রণ জানিয়ে গেলাম। আবারো শুভেচ্ছা ও ধন্যবাদ।
৩০ জুন ২০১৪
হা হা হা... আমি কিন্তু প্রেমকে ব্যাঙ্গ করেই এটা লিখেছিলাম... অনেকেই আছে প্রেমের নাম দিয়ে ভাল-মন্দ সবকিছুকেই বৈধ প্রমানের চেষ্টা করে... এবং অনেকেই প্রেম নিয়ে বেশি লাফালাফি করে, অথচ তার অনুভূতির কোন গভীরতাই নেই... আপনার লেখাটাও পড়ছি... ধন্যবাদ...
৩০ জুন ২০১৪
উল্লেখিত প্রেম'কে নিয়ে ব্যাঙ্গ করাও চলবে। কোনো সমস্যা নেই... লেখা পাঠের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
মন্তব্য করুন