My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

মুক্তধারা


বাঁধবো না যা মুক্ত ধারায় ছোটে,
মনের কথা মনেই উঠুক ফুটে।
ধরবো না তা লেখায় ধরার ছলে,
দেখবো না তা দেখতে হবেই বলে।
বুঝতে গেলেই হারাবে তার মানে,
সুর হারাবে কথার মায়া টানে।
না বোঝাতেই বুঝতে হবে তাকে,
খুঁজতে হবে শুধুই মনের বাঁকে।



[রচনাকাল: ১৬ অক্টোবর ২০০৬ ইং]



১১টি মন্তব্য


১৮ ডিসেম্বর ২০১৫
খেলবোনা যা, খেলার মাঝেই আড়ি দারুণ লিখে চিট করেছিস ভারী !
১৫ অগাস্ট ২০১৪
আর একবার পড়লাম
৩০ এপ্রিল ২০১৪
খুব ভালো লাগলো কবিতাটি। আপনার কবিতা পড়া শুরু করলাম। চমত্কার লাগছে। শুভেচ্ছা রইলো।
৩০ এপ্রিল ২০১৪
আপনাকে অনেক ধন্যবাদ মনযোগ দিয়ে কবিতাগুলো পড়ার জন্য।
২৭ ফেব্রুয়ারি ২০১৪
খুবই ছন্দ সহকারে পড়লাম। খুব সুন্দর লেখা আপনার।
৭ এপ্রিল ২০১৪
ধন্যবাদ ইবরাহিম... :)
৯ ফেব্রুয়ারি ২০১৪
খুব সুন্দর কবিতা
৭ এপ্রিল ২০১৪
ধন্যবাদ মুহাইমিন চৌধূরী... :)
৯ ফেব্রুয়ারি ২০১৪
মুগ্ধতা রেখে গেলাম।
৭ এপ্রিল ২০১৪
ধন্যবাদ!
৭ ফেব্রুয়ারি ২০১৪
√ পড়লাম। বেশ বেশ!!
৭ এপ্রিল ২০১৪
ধন্যবাদ আপনাকে... :)
৭ ফেব্রুয়ারি ২০১৪
Sundar
৭ ফেব্রুয়ারি ২০১৪
ধন্যবাদ... :)
৭ ফেব্রুয়ারি ২০১৪
অনাবিল শুভেচ্ছা কবি
৭ ফেব্রুয়ারি ২০১৪
ধন্যবাদ স্বপন :)
৬ ফেব্রুয়ারি ২০১৪
সুন্দর কবিতা
৬ ফেব্রুয়ারি ২০১৪
ধন্যবাদ ফেরিওয়ালা... :)
৬ ফেব্রুয়ারি ২০১৪
ভালো লাগলো
৬ ফেব্রুয়ারি ২০১৪
ধন্যবাদ সৈকত :)
মন্তব্য করুন