My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

বিজয় কেতন


আকাশের নীলে মাখা প্রজাপতি রঙ
দেখিনি সে রূপ তার কখনো এমন,
আজ তাই ডানা মেলে দূরে বহুদূর
আকাশের সীমানায় হারায় যে মন।
বাতাসের প্রাণে আজ পেতে রই কান
শুনি ধরণীর উচ্ছ্বাস কোলাহল,
রংধনু সাজে আজ হাসে নির্মল
মেঘের জমিয়ে রাখা কান্নার জল।
ধুয়েছে দুর্বাঘাস ভোরের শিশির
সে ঘাসের কোনে খেলে রৌদ্র প্রখর,
কেটেছে দুঃসহ অমানিশা রাত
এলো বুঝি দিবসের শুভ্র প্রহর।
আকাশে মেলেছে ডানা শালিকের ঝাঁক
দিগন্তে অবগাহে মুক্তির স্বাদ,
স্বাধীনতা আজ যেন হাতের মুঠোয়
বেঁধেছে স্বপ্নে আঁকা স্বর্গ নিখাঁদ।
বীরভূমে জন্মেছে নতুন বলয়
গেঁথেছি হৃদয়ে তার গর্ব কথন,
লাল টিপে ধরণীর সবুজ শ্যামল
আকাশে উড়ছে আজ বিজয় কেতন।



[রচনাকালঃ ২০০৭ ইং]



৭টি মন্তব্য


৭ জুলাই ২০১৪
কবিতা পড়লাম । ভাবনা দারূন, তবে ছন্দগুলোকে কোথাও কোথাও যেন একটু জোর করে বসানোর চেষ্টা হয়েছে বলে মনে হল কবি ।
১০ জুলাই ২০১৪
আপনার মন্তব্য পড়ে খুবই খুশি হয়েছি। অন্যেরা বিশ্লেষণ করে না দিলে অনেক সময় নিজের দোষ চোখে পড়ে না, শোধরানোও হয় না আর। এই কবিতার ছন্দের তাল আমার নিজের কাছেও খুব বেশি একটা সুবিধার মনে হয়নি। কথায় সুরের মতো সাবলিল গতি না থাকলে সেই ছন্দ আমার পছন্দ হয় না। এখানে বিজয়ের আনন্দের পাশাপাশি স্বজন হারানোর ব্যাথাটা ফুটানোর জন্য যে স্টাইলে লিখেছি, তাতে ছন্দের ভাবটা অনেক জায়গাতেই হোচঁট খেয়েছে। পাশাপাশি এটাও জানি যে জোর করে ছন্দ বসানোর দোষটাও আমার মাঝে আছে। কিন্তু ছন্দ ছাড়া লিখতেও পারি না। তাই ছন্দ বাদ দেয়ার পরিবর্তে বরং নিয়মিত ঘষামাঁজা করে ছন্দটাকেই আরও সাবলীল করে তোলার চেষ্টায় আছি এখন পর্যন্ত।
৬ জুলাই ২০১৪
বা্হ অসাধারন...............। খুব সুন্দর কাব্য।
৭ জুলাই ২০১৪
ধন্যবাদ রিক্তা রিচি কাব্য... :)
৬ জুলাই ২০১৪
অমানিষা > অমানিশা স্বাদ = Test সাধ = ইচ্ছা কবিতার চেতন অনেক সুন্দর।
৭ জুলাই ২০১৪
অনেক ধন্যবাদ কবীর ভাই। অমানিশা বানানটা ঠিক করে নিলাম। তবে স্বাদ শব্দটাই ব্যবহার করেছি, সাধ না। :)
২ জুলাই ২০১৪
পল্লব বলার গতিটা ভালো লাগছে। চাই কলম ছুয়ে যাক গতির প্রান্ত/ শব্দ চয়নে একটু যত্ন / শব্দ চাই নরম আদর। ভাল থেক
৩ জুলাই ২০১৪
ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন। :)
২ জুলাই ২০১৪
চমৎকার লেখনী।
৩ জুলাই ২০১৪
ধন্যবাদ ফেরিওয়ালা...
২ জুলাই ২০১৪
কবিতা কাকে বলে !! এই কবিতা টি পাঠ না করলে বুঝা যেতো না । অসম্ভব ভালো ভালো ভালো একটি কবিতা পড়ে সন্ধ্যা টা ভালো হয়ে গেলো ।
৩ জুলাই ২০১৪
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
২ জুলাই ২০১৪
বাহ্! অনবদ্য লিখনী। বেশ ভালো লাগলো কবি। শুভেচ্ছা রইলো। ভালো থাকুন নিরবধি।
৩ জুলাই ২০১৪
ধন্যবাদ কবি ইকবাল। :)
মন্তব্য করুন