My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

পথের হিসাব


আমি চলবো বলেই থমকে আছি পথে,
খুঁজে দেখবো বলেই পাইনি পথের দিশা,
কতো পথ মিশে যায় এক পথে দূর হতে,
সকল পথেই খেলে আলো-অমানিশা।


আমি বুঝবো বলেই ভাবি দু'চোখ বুজে,
আমার ভাবনা শুধুই হারায় আঁধার তলে,
কতো জটিল জটিল হিসাব দেখি খুঁজে,
সকল হিসাব মিলায় শূন্য ফলাফলে।


আমি পথ চলাকে দিলাম যে তাই ছুটি,
আমার পিছু ফেরাও আর হবে না জানি,
অচল স্থিরতায় মন বেঁধে আজ জুটি
আপন স্মৃতির পাতায় আঁকি সময়খানি।


আমি নিজের মাঝেই আপন মনে ডুবি,
মনের শূন্যতাকেই আবার অনুভবি।



(রচনাকাল: ৮ নভেম্বর ২০১৩ ইং)



৮টি মন্তব্য


৩০ সেপ্টেম্বর ২০১৬
কবিতায় রাবীন্দ্রিক 'টিউন' স্পষ্টভাবেই ফুটে উঠেছে। কবির নাম না পড়ে কবিতা পড়লে বিভ্রমে পড়ার সম্ভাবনাই বেশি।
৩ অক্টোবর ২০১৬
অনেকি একথা বলেছেন আগেও। তবে সচেতনভাবে কোন কবির ধারা অনুসরণ করা হয়নি সেভাবে কখনও।
৫ অক্টোবর ২০১৬
এক নাগাড়ে পাঁচদিন পাঁচ রাতের মিশন - এই মাত্র পাণ্ডুলিপি গ্রন্থনা শেষ করে প্রকাশককে মেইল দিয়ে উঠবো, ঠিক তখনই আপনার মন্তব্য দেখে থামলাম। সাবলীল কী না তা ঠিক বলতে পারবো না, তবে ধারাটা যেন মিশেই আছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে তো কত কী ই করি আমরা। আগে তো কবিতায় শ্রুতি-মাধুর্যের স্বার্থে সাধু-চলতির মিশ্রণে কোন দোষ ছিল না। এখন মানা হয় না। আগে কিছু কাব্যিক শব্দ ব্যবহার হতো (মোরা, কভু, যেথা, সেথা, হেন, লভিনু, দেখিনু ইত্যাদি) এখন সেগুলো দোষণীয়। অধুনা কবিকূল সেগুলোকে এলার্জিবত মনে করেন। সাইটে যখন লেখি তাই ওসব গন্ধ সযত্নে পরিহারের চেষ্টাই করি। কবিতা হয় কী না জানি না তবে কিছু মুক্তগদ্যের লেখাও লেখার চেষ্টা করি। গতকালও একটা পোস্ট দিয়েছি। ধন্যবাদ।
৪ অক্টোবর ২০১৬
প্রভাব এমন একটা বিষয় যা - অনুসরণ করতে না চাইলেও অবলীলায় এসে যায়। আমার আগেকার রচনাগুলো মারাত্নক ভাবেই নজরুলগন্ধি। সচেতনভাবে বহু চেষ্টা করে খানিক ছাড়িয়েছি তবু মাঝে মাঝে অজান্তেই এসে যায়।
৪ অক্টোবর ২০১৬
প্রভাব ছাড়াতেই হবে কেন? যদি আপনি নজরুলগন্ধী লেখাতেই বেশি সাবলীল হন, তবে সেই ধারাতেই হয়তো আরও ভালো লিখবেন।
২৭ ফেব্রুয়ারি ২০১৪
''আমি পথ চলাকে দিলাম যে তাই ছুটি, আমার পিছু ফেরাও আর হবে না জানি, অচল স্থিরতায় মন বেঁধে আজ জুটি আপন স্মৃতির পাতায় আঁকি সময়খানি।'' অনুপম ভাবনা। ............................................. সুন্দর সনেট।
৭ এপ্রিল ২০১৪
ধন্যবাদ আপনাকে... :)
৯ ফেব্রুয়ারি ২০১৪
আমি নিজের মাঝেই আপন মনে ডুবি, মনের শুন্যতাকেই আবার অনুভবি। দারুণ।
৭ এপ্রিল ২০১৪
ধন্যবাদ আনিছুর... :)
৬ ফেব্রুয়ারি ২০১৪
সুন্দর কবিতা
৬ ফেব্রুয়ারি ২০১৪
ধন্যবাদ... :)
১১ নভেম্বর ২০১৩
বেশ ভাল লাগলো...।
১৫ নভেম্বর ২০১৩
ধন্যবাদ কামাল... :)
১১ নভেম্বর ২০১৩
আমি পথ চলাকে দিলাম যে তাই ছুটি, আমার পিছু ফেরাও আর হবে না জানি, অচল স্থিরতায় মন বেঁধে আজ জুটি আপন স্মৃতির পাতায় আঁকি সময়খানি। অসাধারন ।। আমিও এটাই করছি ।। স্মৃতির পাতা উল্টে পাল্টে দেখছি ।।
১১ নভেম্বর ২০১৩
ধন্যবাদ... আসলে অনেক সময় থামতেই হয়... আর তখন স্মৃতিটাই থাকে ডুব দেয়ার মতো জায়গা হিসাবে...
১১ নভেম্বর ২০১৩
হুম ।। আমার স্মৃতিতে আমন্ত্রণ রইল ।।
১১ নভেম্বর ২০১৩
খুব ভাল লাগল পল্লব ভাই
১১ নভেম্বর ২০১৩
ধন্যবাদ পেরেরা সাহেব... :)
১১ নভেম্বর ২০১৩
অনুভবের কবিতা ... আমার আজকের অবেলার পাতায় আমন্ত্রন রইল ।
১১ নভেম্বর ২০১৩
ধন্যবাদ ইমতি... আপনি বেশ ভাল লিখেন...
১৯ নভেম্বর ২০১৩
সুপ্রভাত, স্বাগতম, আমার পাতায় দেখি না কেন বন্ধু ।
মন্তব্য করুন