My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

ক্ষরণ


ছন্দ যখন জীবন ছড়ায়
সময় থেকে হঠাৎ হারায়,
মনের মাঝে রক্তক্ষরণ
বয় অবিরাম ধারায়।
তখন কি যে করি!

চারপাশে যা সবকিছু তার
ভাল্লাগে না কিছুই আমার,
যেদিক তাকাই সেদিক পানেই
দেখতে থাকি আঁধার।
স্বপ্ন ভাঙ্গি গড়ি!!

ব্যকুলতা সুরের মাঝে
টের আমি পাই নতুন সাজে,
হঠাৎ করেই ভাবনা কিসের
বাগড়া বাঁধায় কাজে।
থমকে আমি দাড়াই!

অতীত যেন নতুন করে
দাগ কেঁটে যায় মনের ঘরে,
না না করে তবুও শেষে
তাকাই পিছু ফিরে।
স্মৃতির মাঝে হারাই!!



[রচনাকালঃ ১ নভেম্বর ২০০২ ইং]

(অনেক দিন নতুন করে কিছু লেখা হচ্ছে না। তাই ৮-১০ বছর আগের পুরানো কিছু লেখা তুলে দিচ্ছি আসরে।)


৫টি মন্তব্য


৭ জুলাই ২০১৪
বেশ ছন্দ --- স্মৃতিময়তায় ভাব-প্রক্ষেপণ -- ভালো লাগলো বেশ-- শুভেচ্ছা কবি ---
২৮ জুন ২০১৪
তা তো মনে হলোনা,,বেশ মজবুত তরতজা লাগছে,,,অামন্ত্রন
২৯ জুন ২০১৪
ধন্যবাদ। :)
২৮ জুন ২০১৪
আপনার লেখা তো ভাল, ব্রতী হন আবার পারবেন। আমার পাতায় আসবেন।
২৯ জুন ২০১৪
ধন্যবাদ। লেখার চেষ্টা করি এখনও।
১৬ জুলাই ২০১৪
ধন্যবাদ কবি
২৮ জুন ২০১৪
Eo to besh bhalo bhalo thakben
২৯ জুন ২০১৪
ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।
২৭ জুন ২০১৪
'ক্ষরণ' ভালো লাগলো। শেষ পাঁচ লাইন চিরদিনের জন্য সত্যি সবার কাছে, সব সময়ই। অনেক শুভেচ্ছা। আমার সাম্প্রতিক লেখা 'অত্যাগসহন বন্ধু' পাঠের আমন্ত্রণ রইলো। আবারো শুভেচ্ছা ও ধন্যবাদ।
২৯ জুন ২০১৪
ধন্যবাদ...
মন্তব্য করুন