My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

শখের কবি


আমি হলাম শখের কবি,
শখ ফুরালে সবই
আঁকতে থাকি মনের সুখে
বকের প্রতিচ্ছবি।
সবাই বলে কাকের চেয়ে
কবিই নাকি বেশি,
আমি বলি কাকের পাশে
বকও যে স্বদেশী।
কাকের যেমন কা কা আছে
বকের আছে ঝাঁক,
কোনও কবি বক হবে ঠিক
কেউ যদি হয় কাক।
দোয়েল শালিক ময়না টিয়া
বাদ থাকে কি তারাও?
আরও হরেক পাখি আছে
ময়না টিয়া ছাড়াও।
হরেক রকম পাখির মতো
কবিও আছে নানা,
কোন কবি বিখ্যাত খুব,
কেউ নাম না জানা।
সব কবিদের নিয়েই যে তাই
ঝাঁক বেঁধেছি শেষে,
সবাই মিলে এক হয়েছি
কাব্য ভালবেসে।



[রচনাকালঃ ১০ জুলাই ২০১৪ ইং]


বিঃ দ্রঃ - অনেকেই টিটকারি মেরে কবির সাথে কাকের তুলনা করে থাকে। তবে আমার মনে হয় কাক হতে পারাটাও খারাপ কিছু না। তাদের নিজেদের মধ্যে কোন বিভেদ দেখি না সহজে। বরং কিছু হলে সবাই এক হয়ে ঝাঁক বেঁধে প্রতিবাদে নেমে যায়। আমাদের মধ্যে কাকের এই গুণটা আজকাল আরও বেশি প্রয়োজন বলে মনে হয় প্রায়ই।



১৭টি মন্তব্য


৬ এপ্রিল ২০১৬
খুব খুব ভালো লাগলো প্রিয় পল্লব ভাই। "কোন কবি বক হবে ঠিক কেউ যদি হয় কাক"-----একদম ঠিক। ভালোবাসা নিবেন। এ অাসরেই দিন-রাত পড়ে থাকি।ভাইয়া ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছি।মেসেজ দেয়া যায় না।বাধ্য হয়ে এখানেই বলে দিলাম।শুভেচ্ছা।শুভরাত্রি।
১৩ এপ্রিল ২০১৫
বাহ, ছন্দবদ্ধভাবে দারুণ বক্তব্য তুলে আনলেন। ধন্যবাদ জানুন কবি।
১৪ এপ্রিল ২০১৫
ধন্যবাদ ইকবাল হোসেন :)
২৫ সেপ্টেম্বর ২০১৪
apnar upolobdi osadharon kobi
৬ অক্টোবর ২০১৪
ধন্যবাদ :)
৩০ জুলাই ২০১৪
বেশ অর্থবহ ও মননশীল এক উপস্থাপনা। ছন্দের সহজাত ও সুন্দর বুননে একটি কবিতা যখন আমার চিন্তনকে প্রভাবিত করতে পারে, সেটাই আমার কাছে এক মনোরম কবিতা। আপনার এই কবিতাটি আমার বেশ ভালো লেগেছে। কবিতা নাকি কবি, আমি ফোকাস কার উপরে করতে চাই, তার ভিত্তিতেই পরিস্থিতির রঙ বদলাতে পারে। অনেকটা সেই ব্যক্তিত্ব নাকি ব্যক্তি, মানবতা নাকি ধর্মের রঙ, মন নাকি শরীর, কার উপরে আমরা বেশি ফোকাস করছি, তার নিরিখে আমাদের আচরণ ও চরিত্রের প্রকৃতি নির্ধারিত হয়। যারা কবিকে কাকের সাথে তুলনা করে, তাদের বেলায় এ কথা বলাই বাহুল্য যে, ফোকাস তাদের কবিতার উপরে নয়, কবির উপরে। কবির জীবন যাত্রার উপর। কবির স্বভাব চরিত্রের উপর। কবির হাসি কান্নার উপর। অথচ, আগে আসে কবিতা, কবি নয়। কবিতার জন্মদাতাকেই আমরা কবি বলি। অবিচারটা অনেকটা এরকম হয়ে যায় যে, আমি যত ভালো কিছুই করিনা কেন, লোকে সেটা না দেখে আমার জন্মদাতার জীবন চরিত নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ল। যে মুহূর্ত থেকে লোকে বেশি বেশি করে জন্মদাতাকে ছেড়ে কবিতার উপরে, কবিতার বাণীর উপরে, অন্তর্নিহিত বার্তার উপরে, প্রকাশিত ভাবের উপর বেশি ফোকাস করা শুরু করবে, এ কথা হলফ করে বলা যায় যে, কাক, বক, শালিক, টিয়া নাকি ময়না, কে দিয়েছে সেই কবিতার জন্ম, তা নিয়ে ভাবার সময়ই থাকবেনা হাতে। একটি কবিতার জন্মদাতা যত অখ্যাত বা বিখ্যাত হোক না কেন, তার সৃষ্টিই কিন্তু শেষ কথা বলে। তাই স্রষ্টাকে ছেড়ে সৃষ্টিতে বেশি ফোকাস করলে সুবিচারও যেমন হয়, ফোকাসকারী ব্যক্তি হিসাবে সফলতাও অনুভব করা যায়। কবি হয়ে যেহেতু কেউ জন্মগ্রহণ করতে পারেনা, তাই বিখ্যাত কবিরাও এক সময়ের শখের কবিই। অনেক শখের কবি পূর্ণ সম্ভাবনা থাকা সত্ত্বেও বিখ্যত না হয়ে উঠতেই পারে বহুবিধ কারনেই, যার মধ্যে অন্যতম হল তার কবিতা যথাযথ প্লাটফর্ম বা ফোকাস না পাওয়া। এ কথাও সত্য যে, যে ব্যক্তির সৃজনে ও মননে কবি সত্বার অস্তিত্ব রয়েছে, তার কাছে বিখ্যাত হওয়া বা না হওয়া প্রকৃতপক্ষে সৃষ্টির প্রেরণাকে প্রভাবিত করতে পারেনা। কারন, সে সৃষ্টি করেই যে সৃষ্টি সুখের উল্লাসেই। বাকি সব প্রাপ্তি বা অপ্রাপ্তি নিতান্তই গৌণ। বেশ সুন্দর এক কবিতা পাঠের ভালোলাগা পেলাম। সুন্দর কথায় মনোজ্ঞ বার্তা। অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন। [ টাইপিং এরর : ১০ ও ২২ নং পংক্তিতে, ঝাক (ঝাঁক) ]
৩০ জুলাই ২০১৪
আপনার বিশ্লেষণমূলক মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো। :) ঝাঁক করে দিলাম দু'পংক্তিতেই। ভুলগুলো শুধরে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। :)
১৭ জুলাই ২০১৪
কবিদের সবাই একটু বাকা চোখে দেখে। জানিনা কবিদের কি পাপ! কাকের সাথে তুলনা করে টিটকারি করেই। কিন্তু কিছু হৃদয়হীন বর্বর মানুষ থেকে কাকইতো ভালো। কাকের কিছু মানুষের থেকে উন্নত মন থাকতে পারে। যেটা আমি কিছুদিন আগে "কাকের সৌন্দর্য" কবিতায় বুঝাতে চেয়েছিলাম। দারুন একটি ছন্দময় ছড়া উপহার দেয়ায় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ।
১২ জুলাই ২০১৪
কি সুন্দর করে লিখেছেন ভাই! কথাগুলি দারুন বলেছেন কবি পল্লব ভাই!
১২ জুলাই ২০১৪
সত্যিই কাকের যূথবদ্ধ হবার অনন্য গুণটি যদি সব মানুষের থাকতো -- !! সুন্দর ছন্দময় কবিতা-- শুভেচ্ছা কবি ।।
১২ জুলাই ২০১৪
জানো কি ভাই তোমরা সবাই কাকের হচ্ছে বিলুপ্তি, বিজ্ঞানের হাইব্রিড সংজ্ঞায় বিচিত্র কাকজাতি । কাক কবুতর এক হয়ে যায় মনুষ্যের কীর্তি ভরম, কাকের কালো সাদায় হারায় কালোতেই লজ্জ্বা সরম । কাক নাকি ভাই পাখির সভ্যতায় বড়ই উন্নত প্রজাতি, কাকের মতো কবিও কিন্তু জ্ঞানী পন্ডিত জাতি । আরো অনেক অনেক কথা কাকের অন্তর্নিহিতে, কাক মানুষে মিলে মিশে থাকুক মানুষের হিতে । অনেক শুভেচ্ছা কবি । তবে ২য় লাইনটা বুজলাম না ।
১২ জুলাই ২০১৪
ধন্যবাদ পরিতোষ দা। যখন কবিতা লেখার শখ বিরতি নায়, তখন মনে মনে বকের প্রতিচ্ছবি আঁকি। আশা করি দ্বিতীয় লাইনের অর্থ পরিস্কার হয়েছে। :)
১২ জুলাই ২০১৪
ধন্যবাদ, প্রতিমন্তব্যের জন্য । আমি ভাই অত শত কাব্যিকতা বুজিনা, তাইতো এই সহজ কথাটাই সহজ করে বুজলাম না ।
১১ জুলাই ২০১৪
সুন্দর উপস্থাপনা,সাবলীল প্রকাশ ভঙ্গিতে মুগ্ধ হলাম। পরের টার অপেক্ষায় রইলাম।শুভ কামনা রইলো।
১১ জুলাই ২০১৪
ধন্যবাদ নির্জন হাবিব...
১০ জুলাই ২০১৪
ভিন্ন আমেজ পেলাম কবিতায়.....
১১ জুলাই ২০১৪
ধন্যবাদ কামরুল-ফারুকি... :)
১০ জুলাই ২০১৪
কাকের অনেক কাকা আছে তাইতো কা কা করে, কবির কাকা নাই বলে তাই থাকে একলা ঘরে। কাকের মতোন কবি হলে আসর হতো সাদা, 'মানুষ' চেতন আছে বলে ছড়াই শুধু কাদা। এবার যদি জন্ম লভি আসবো হয়ে কাক, এই আসরের ময়লা সকল সরাবো বেবাক। এখন কিন্তু কাকের সংখ্যা নিতান্ত খুব কম, শষ্য রাখার বিশ টোপলা হইছে তাদের যম। আজ থাক। সচেতনমূলক কবিতায় বড্ডো অণুপ্রাণিত হলেম। ভালো থাকুন কবি।
১১ জুলাই ২০১৪
যাক, এক কাকের কবিতায় আপনার নতুন এক কাকের কবিতা বের হয়ে গেলো। এটাই আমার কবিতার বড় প্রাপ্তি। :) অনেক সুন্দর করে লিখেছেন। যেকোন বিষয় নিয়েই (তা কাক হোক, আলোচনা সভা নিয়ে, কিংবা কবিদের মিলনমেলা,) আপনাকে তাৎক্ষণাত সুন্দর করে কবিতা লিখে ফেলতে দেখে খুবই অণুপ্রাণিত হই আমিও।
১০ জুলাই ২০১৪
কবিতার শুরু টা বেশ দারুণ ভাবে রাখালিয়ার বাঁশির সুরে উঠে এলো "আমি হলাম শখের কবি" আহ !! কি সুন্দর কথন কবি আজ কবিতার মাঝে বকের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন । আবার কবির মনে একি চিন্তা আজ ? দেশে নাকি সাদা বকের চেয়ে কবির সংখ্যা বেশি । আমরা পাঠকরা যদি একটু দৃষ্টি দিয়ে ভাবি তা হলে দেখা যাচ্ছে উনার কথা ঠিক ,কেননা ঐ সব কবিদের জন্ম হয়েছে এই প্রিয় কবিতার আসর যে এই সকল কবির পালন এই আসরের সম্মনীত এডমিন ,সেইক্ষেত্রে কাকের চেয়ে তো কবি তো বেশি হবেই হবে। আর কবিতায় তো হরেক রকম ময়না পাখি আছে এই আসরে । খুব ভালো একটা কবিতা ছন্দের নান্দনিকতায় মন টা ভরে গেলো । অসাধারণ ভাষার প্রকাশ এবং ভাবের শ্রমে যেন শব্দ বুননে কবিতার শ্রী আলো হয়ে জ্বলে উঠেছে । মুগ্ধ হলাম ।
১১ জুলাই ২০১৪
শিমুল, আমার কবিতা থেকে আপনার মন্তব্যই কিন্তু বেশি কাব্যিক হয়ে গেছে। :) সময় নিয়ে এতো বড় এবং সুন্দর করে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১০ জুলাই ২০১৪
অন্ত্যমিলযুক্ত কবিতাটি খুবই সুখপাঠ্য হয়েছে।আর কবিদের সং খ্যা সম্পর্কিত ব্যাঙ্গাত্মক কথাটিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে পরিবেশন করে যে ভিন্নার্থ প্রদান করা হয়েছে তা সত্যিই তারিফযোগ্য।
১১ জুলাই ২০১৪
কবিতাটি অনেকটা হাস্যরসাত্মকভাবে লেখা। এর মধ্যে থেকে যে আপনি আমার বলতে চাওয়া ইতিবাচক দিকটি খুঁজে পেয়েছেন, এটাই আমার বড় প্রাপ্তি। ধন্যবাদ আপনাকে শহীদুল ভাই।
১০ জুলাই ২০১৪
আমিও সহমত পোষণ করছি, খুব সুন্দর লেখা যা কবিদের মনোবল বাড়িয়ে দিয়েছে শতভাগ। আপনি ভালো থাকুন নিরন্তর। আপনার জ্বালানো প্রদীপের আলো হয়ে আমি থাকতে চাই আজীবন। শুভকামনা রইল....................
১১ জুলাই ২০১৪
ধন্যবাদ আপনাকে আনোয়ার সাদাত... সাথে থাকুন সবসময়... মনে রাখবেন, দশের লাঠি একের বোঝা... একসাথে ঝাক বেঁধে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ...
১০ জুলাই ২০১৪
বাহ্ কবির লিখনীর ছন্দে মুগ্ধ হয়ে গেলাম। শেষের চারটি চরনে আমি আবারো মুগ্ধ হলাম। ভালোবাসা জানবেন প্রিয় কবি। শুভরাত্রি।
১১ জুলাই ২০১৪
ধন্যবাদ কবি ইকবাল। :) শেষের চারটি চরণেই আসলে মূল কথা।
১০ জুলাই ২০১৪
সব কবিতাই যে ভালো হবে তার কি মনে আছে ? আমরাই কি কবি নাকি, কবির মতো কব্য করে থাকি ।
১১ জুলাই ২০১৪
কবি না হই, কবির মতো কাব্য করেই তবে নতুন নতুন স্বনামখ্যাত কবি যে বের হবে।
১০ জুলাই ২০১৪
বেশ ভাল লাগল :)
১১ জুলাই ২০১৪
ধন্যবাদ স্ব :)
মন্তব্য করুন