My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

মিথ্যে আশ্বাস


যে দেশের নেতাগন
সাথে নিয়ে প্রশাসন
করে গডফাদারের সাথে সখ্য,
নিশ্চিত সেখানে
জনগণকে এনে
ধরে মারাটাই হবে লক্ষ্য।
প্রথমে অপহরণ,
তারপর যে মরণ,
নদীতে সে লাশ ভেসে উঠবে,
দিন সাত পার করে
সিগন্যাল পেলে পরে
পুলিশ সে লাশ নিতে ছুটবে।
খুনী গডফাদারে
রয়ে যাবে আঁধারে,
কি সাহস কেউ তাকে জ্বালাবে?
নাগালটা কেউ তার
পাবে না যে টিকিটার,
কাজ শেষে দেশ ছেড়ে পালাবে।
পালালেই তবে না
নেতা বলে, "হবে না!
মানবো না আমরা এ অবিচার!
খুনী বেটা যতো হোক
ক্ষমতাধর লোক,
আইন থেকে নেই তার কোন ছাড়।"


(রচনাকালঃ ৫ মে ২০১৪ ইং)
সংবাদঃ অপহরণের ঘটনায় কাউকে ছাড় নয়: প্রধানমন্ত্রী
লিংকঃ http://bit.ly/1j3IpSD
(প্রথম আলো - ৫ মে ২০১৪ ইং)


এভাবেই মিথ্যে আশ্বাসে আশ্বাসে আমরা ভুলে যাই ত্বকী হত্যার ঘটনা, ভুলে যাই সাগর-রুনির কথা। কারও খুনীই আজ পর্যন্ত ধরা পড়েনি, বা যাদের পাকড়াও করা হয়েছিলো তারাও জামিনে ছাড়া পেয়ে দেশ ছেড়েছে। আর এদিকে দন্ডমুন্ডের কর্তারা আমাদের ভুলিয়ে রাখেন মিথ্যে আশ্বাসে।



৪টি মন্তব্য


১৪ মে ২০১৪
বাস্তবতা বড় কঠিন একবার ফাঁদে পা ফেললে ফিরে আসা খুব সহজ নয়... আর এখনকার সময়টা যেন তাই ... খুব সাহসিক লেখা!
১৪ মে ২০১৪
ধন্যবাদ আনিছুর রহমান। চারপাশের এতোরকম অবিচার দেখে সবসময় মুখ বুঁজে থাকে সম্ভব হয় না।
৭ মে ২০১৪
কি সাহস কেউ তাকে জ্বালাবে? নাগালটা কেউ তার পাবে না যে টিকিটার, কাজ শেষে দেশ ছেড়ে পালাবে। পালালেই তবে না নেতা বলে, "হবে না! মানবো না আমরা এ অবিচার! খুনী বেটা যতো হোক ক্ষমতাধর লোক, আইন থেকে নেই তার কোন ছাড়।" *************************************এভাবেই মিথ্যে আশ্বাসে আশ্বাসে আমরা ভুলে যাই ত্বকী হত্যার ঘটনা, ভুলে যাই সাগর-রুনির কথা। কারও খুনীই আজ পর্যন্ত ধরা পড়েনি, বা যাদের পাকড়াও করা হয়েছিলো তারাও জামিনে ছাড়া পেয়ে দেশ ছেড়েছে। আর এদিকে দন্ডমুন্ডের কর্তারা আমাদের ভুলিয়ে রাখেন মিথ্যে আশ্বাসে।************************************ অনন্য অসাধারন
১৪ মে ২০১৪
ধন্যবাদ ঝরাপাতা...
৬ মে ২০১৪
চমতকার, পরিবারতন্ত্র নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক।
৬ মে ২০১৪
ধন্যবাদ... :)
৬ মে ২০১৪
দারুণ লিখেছেন-- ভালো লাগলো!
৬ মে ২০১৪
ধন্যবাদ সবুজ পাতা... :)
মন্তব্য করুন