My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

ক্ষণিকের মোহ


ক্ষণিকের মোহ যদি টেনে নেয় দূরে
সীমানার পটে আঁকা আলেয়ার পথে,
সময়ের শেষে তাই আঁধারের সুরে
হাহাকার তুলে যায় হৃদয়ের ক্ষতে।


অপলক চোখে থাকে নিরাশার ভাষা,
মানে সব থেমে যায় শূন্যের পারে,
তিলে তিলে গড়ে তোলা আশা ভালবাসা
প্রাণহীন পড়ে থাকে জমাট আঁধারে।


অলীক স্বপ্নে গাঁথা মিথ্যের জালে
মন কেন জেনেশুনে বাঁধা পড়ে তবু?
কেন মন নাচে সেই স্বপ্নের তালে?
অবুঝ প্রেমিক মন বুঝে না তা কভু।


প্রেম চায় দিতে তার সব ভালবাসা,
আঘাতের মাঝে তাই বেঁচে থাকে আশা।


(রচনাকাল: ৭ নভেম্বর ২০১৩ ইং)



১১টি মন্তব্য


৩০ সেপ্টেম্বর ২০১৬
বোধ ভাবনা নিঃসন্দেহে সুন্দর। তবে, বর্তমান লেখার ধার অনন্য! স্বভাবতই প্রথম দিককার লেখা বর্তমান লেখার তূলনায় নিষ্প্রভ। >> শূন্যের, বাঁধা...
৩ অক্টোবর ২০১৬
বানান ঠিক করে দিলাম। নিরপেক্ষ মন্তব্যে অধিক আপ্লুত হলাম!
২৭ ফেব্রুয়ারি ২০১৪
''প্রেম চায় দিতে তার সব ভালবাসা, আঘাতের মাঝে তাই বেঁচে থাকে আশা। '' দারুন! দারুন ভাবনা কবি আপনার। সুন্দর ছন্দময় সনেট পড়লাম কবি।
৭ এপ্রিল ২০১৪
আবারও ধন্যবাদ আপনাকে, ইবরাহিম... :)
৯ ফেব্রুয়ারি ২০১৪
বেশ বেশ বেশ ভাল...
৭ এপ্রিল ২০১৪
ধন্যবাদ... :)
৬ ফেব্রুয়ারি ২০১৪
সুন্দর চতুর্দশপদি
৬ ফেব্রুয়ারি ২০১৪
ধন্যবাদ... :)
৮ নভেম্বর ২০১৩
বেশ ভাল লাগলো...।
১১ নভেম্বর ২০১৩
ধন্যবাদ কামাল... :)
৮ নভেম্বর ২০১৩
বাহ‌্ দারুণ ছন্দময় !!
৮ নভেম্বর ২০১৩
ধন্যবাদ... :)
৮ নভেম্বর ২০১৩
অসাধারিন ছন্দময় কবিতা দারুন লেগেছে :)
৮ নভেম্বর ২০১৩
ধন্যবাদ দাদা... :)
৮ নভেম্বর ২০১৩
মন ছুঁয়ে গেল, অসাধারন !
৮ নভেম্বর ২০১৩
ধন্যবাদ কবি... :)
৮ নভেম্বর ২০১৩
খুব ভাল লাগল পল্লব ভাই
৮ নভেম্বর ২০১৩
ধন্যবাদ... :)
৮ নভেম্বর ২০১৩
অলীক স্বপ্নে গাঁথা মিথ্যের জালে মন কেন জেনেশুনে বাধা পড়ে তবু? কেন মন নাচে সেই স্বপ্নের তালে? অবুঝ প্রেমিক মন বুঝে না তা কভু। প্রেম চায় দিতে তার সব ভালবাসা, আঘাতের মাঝে তাই বেঁচে থাকে আশা এটাই বুঝি জীবন গাথা ।।
৮ নভেম্বর ২০১৩
হ্যাঁ, আমারও তাই মনে হয়। :)
৮ নভেম্বর ২০১৩
খুব সুন্দর লেখা ।।
৮ নভেম্বর ২০১৩
ধন্যবাদ... :)
মন্তব্য করুন