My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

পথ চলা


চলার পথে ক্লান্ত হলে
থামবে নাকো চলা,
চলবে জীবন লক্ষ্যবিহীন
পথেই সারা বেলা।
এমন করেই দিন ফুরাবে
আঁধার হবে সবই,
ডুববে জেনো হঠাৎ করেই
জীবন অস্তরবি।
তার আগে কি একটু ভাবার
সময় হবে কারো?
এই জীবনের লক্ষ্য খুঁজ
একটু যদি পারো।



[রচনাকালঃ ৪ মে ২০০৭ ইং]



১০টি মন্তব্য


৯ ফেব্রুয়ারি ২০১৪
অসাধারণ উপদেশ,,, !
২১ জুন ২০১৩
জীবন মুখী ছোট্ট কবিতা, বেশ ভাল লাগল ।
২১ জুন ২০১৩
ধন্যবাদ পরিতোষ...
২১ জুন ২০১৩
বাহ কি সুন্দর ফুটিয়েছেন জীবনের কলি
২১ জুন ২০১৩
ধন্যবাদ জেবাউল নকিব...
২১ জুন ২০১৩
দারুণ ছন্দময়।
২১ জুন ২০১৩
ধন্যবাদ সাইদুর রহমান...
২১ জুন ২০১৩
অসাধারণ ছন্দময়, কখনই ভোলার নয়।
২১ জুন ২০১৩
ধন্যবাদ আনোয়ার সাদাত...
২১ জুন ২০১৩
--ছন্দটা চলুক...
২১ জুন ২০১৩
ধন্যবাদ ইব্রাহীম রাসেল...
২১ জুন ২০১৩
দারুন ছন্দময় ।
২১ জুন ২০১৩
ধন্যবাদ সালমান মাহফুজ...
২১ জুন ২০১৩
এমন করেই দিন ফুরাবে আঁধার হবে সবই, ডুববে জেনো হঠাৎ করেই জীবন অস্তরবি। কিন্তু আমরা সবাই এই কথাটি ভুলে যাই
২১ জুন ২০১৩
সেটাই...
২৮ জুন ২০১৩
আশা করি খুব শীঘ্রই বুঝবে ইনশাল্লাহ
২১ জুন ২০১৩
ছোট কিন্তু ভাবে বিশাল একটা লেখা। অনেক ভাল লাগল, কবি।
২১ জুন ২০১৩
ধন্যবাদ মহিউদ্দিন হেলাল...
২১ জুন ২০১৩
"চলার পথে ক্লান্ত হলে থামবে নাকো চলা" - একটু থামা যায় না ভাই কবিতার জন্য?
২১ জুন ২০১৩
হ্যাঁ, থামা যায়। তবে থামার পরও প্রতি মিনিটে ৬০ সেকেন্ড করে সময় ঠিকই পার হয়ে যাচ্ছে। এটাকে থামাবার উপায় জানা নেই। :)
মন্তব্য করুন