My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

তুমি-২


তুমি ছবির পটে এঁকে রাখা কোন
স্বপ্নের সীমারেখা,
তুমি হৃদয় গহীনে লুকানো সকল
প্রেমের কবিতালেখা।
তুমি মুখ ফুটে বলা আবেগ মাখানো
অস্ফুট কথামালা,
তুমি কল্পনা থেকে উঠে আসা এক
প্রেমের পল্লীবালা।
তুমি সেই রূপ যার রূপের সীমানা
সীমানার অগোচরে,
তুমি সেই পথ যার পথে পথে হাটি
মহাকাল যুগ ধরে।
তুমি তোমার চেয়েও বড় হয়ে আজ
ছেয়ে গেছো মন জুড়ে,
তাই তোমার কাছেই ফিরে ফিরে আসি
তোমারই প্রেমের সুরে।


(রচনাকালঃ ১৫ মে ২০১৪ ইং)


৪টি মন্তব্য


১৬ মে ২০১৪
তুমি তোমার চেয়েও বড় হয়ে আজ ছেয়ে গেছো মন জুড়ে, তাই তোমার কাছেই ফিরে ফিরে আসি তোমারই প্রেমের সুরে। বাহ্ বেশ লাগল।
১৫ মে ২০১৪
বাহ -- খুউব সুন্দর
১৫ মে ২০১৪
তুমি ছবির পটে এঁকে রাখা কোন স্বপ্নের সীমারেখা, তুমি হৃদয় গহীনে লুকানো সকল প্রেমের কবিতালেখা। তুমি মুখ ফুটে বলা আবেগ মাখানো অস্ফুট কথামালা, তুমি কল্পনা থেকে উঠে আসা এক প্রেমের পল্লীবালা। তুমি সেই রূপ যার রূপের সীমানা সীমানার অগোচরে, তুমি সেই পথ যার পথে পথে হাটি মহাকাল যুগ ধরে। তুমি তোমার চেয়েও বড় হয়ে আজ ছেয়ে গেছো মন জুড়ে, তাই তোমার কাছেই ফিরে ফিরে আসি তোমারই প্রেমের সুরে - ভালো লাগলো ্‌্‌্‌
১৫ মে ২০১৪
তুমি তোমার চেয়েও বড় হয়ে আজ ছেয়ে গেছো মন জুড়ে, তাই তোমার কাছেই ফিরে ফিরে আসি তোমারই প্রেমের সুরে। সুন্দর! দারুণ ভালো লাগলো--
মন্তব্য করুন