My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

ঢেউয়ের তালে


সুখের তালে নাওয়ের পালে লাগলো যদি হাওয়া,
ঢেউয়ের নাচে দোদুল দুলে
নোঙরখানা নিলাম তুলে,
যাক ভেসে যাক সুদূরপানে আমার সকল চাওয়া।


মুক্ত মনের আকাশ সাজুক দু'চোখ ভরা নীলে,
নদীর জলে রঙ খেলে তার
নীলে নীলে হোক নীলাকার,
ঢেউয়ের মাথায় আলোর খেলাও হোক আরও ঝিলমিলে।


তাথৈ তাথৈ ঢেউয়ের তালে মন ছুটে যায় যদি,
ছল ছল ছল ছন্দে মেতে
দূর অজানায় মিলিয়ে যেতে
দু'কূল ছেড়ে স্রোতের টানেই চলবো নিরবধি।


তখন বাতাস জুড়ে থাকবে মাতাল সুর,
আমি খুঁজবো আমার কোথায় সমুদ্দুর।


(রচনাকালঃ ২৯ এপ্রিল ২০১৪ ইং)৮টি মন্তব্য


৩০ সেপ্টেম্বর ২০১৬
ছন্দঘন সুরের নাচন উঠল গেয়ে কবির বচন অমন সুরে আকুল করা মন হয় সে পাগল পারা আবেশঘন কাব্য কলার পাতন। কবিকে জানাই অভিনন্দন।
২৪ মার্চ ২০২০
ধন্যবাদ!
Bijoy Bhowmik
Bijoy Bhowmik
১৫ জুন ২০১৪
Jak bhese jak sudur pane amar sokol chowa...Khub bhalo laglo kobita porre...
২৪ মার্চ ২০২০
ধন্যবাদ!
৩০ এপ্রিল ২০১৪
ছন্দময়, গতিময় ও নানন্দিক উপস্হাপনা। শব্দচয়ন চমত্কার। এক কথায় খুবই সুন্দর কবিতা।
৩০ এপ্রিল ২০১৪
ধন্যবাদ কেতন শেখ... :)
২৯ এপ্রিল ২০১৪
তখন বাতাস জুড়ে থাকবে মাতাল সুর, আমি খুঁজবো আমার কোথায় সমুদ্দুর সমুদ্দুরে উত্তাল বাতাসে যে মাতাল সুর -- তা কবিতায় ধরা দিলো বেশ
৩০ এপ্রিল ২০১৪
ধন্যবাদ শ্রীস্বপন চক্রবর্ত্তী... :)
২৯ এপ্রিল ২০১৪
ভাল লাগল
৩০ এপ্রিল ২০১৪
ধন্যবাদ হুমায়ুন কবির... :)
২৯ এপ্রিল ২০১৪
তাথৈ তাথৈ ঢেউয়ের তালে মন ছুটে যায় যদি, ছল ছল ছল ছন্দে মেতে দূর অজানায় মিলিয়ে যেতে দু'কূল ছেড়ে স্রোতের টানেই চলবো নিরবধি। Bah darun kobita.
৩০ এপ্রিল ২০১৪
ধন্যবাদ অহিদ উদ্দীন... :)
২৯ এপ্রিল ২০১৪
সুন্দর সাবলিল কাব্যতা
২৯ এপ্রিল ২০১৪
ধন্যবাদ দীপঙ্কর... :)
২৯ এপ্রিল ২০১৪
খুব সুন্দর ! অনেক দিন পর আসরে এলেন -- ভালো লাগলো আপনার কবিতা।
২৯ এপ্রিল ২০১৪
ধন্যবাদ সবুজ পাতা... :)
মন্তব্য করুন