My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

তোমার শহর ছেড়ে


তোমার শহর ছেড়ে
চলে গেছি আজ বহু দূরে।
এ শহরে নেই গান
নেই কোনো পিছুটান
মেকি খোলসের ভীরে
হতে আমি পারিনি শহুরে।।

বহুদিন তবু তো খেলেছি,
আকাশটা ছোট ছিলো
সেখানেও ডানা তো মেলেছি।
ডানায় ডানায় শুধু জমেছে যে ভার
সে ওজন টেনে যেতে পারিনি তো আর।
সব তাই ফেললাম ছুড়ে!!

স্মৃতি কেন তবু পিছু ডাকে!
ফিরবো না ভেবে ভেবে
পিছু ফিরে দেখি সে তোমাকে।
পেছনের রাস্তাও ডাকে আয় আয়,
আটকে রয়েছি আজো তোমার মায়ায়
ভাষাহীন সকরুণ সুরে।।


৮টি মন্তব্য


৮ ডিসেম্বর ২০২৪
অব্যক্ত কথারা এলো কবিতার ফুলঝুরি নিয়ে অমিয়ে আনন্দে। মুগ্ধতা অনিঃশেষ। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা কবির প্রতি।
১০ ডিসেম্বর ২০২৪
অসংখ্য ধন্যবাদ আপনাকে!
৮ ডিসেম্বর ২০২৪
পেছনের রাস্তা ডাকে, ফেলে আসা ছোট সে আকাশ- স্মৃতির মায়ার সকরুণ অবকাশ। ফেলে আসা স্মৃতি নিয়ে জীবনবোধের অসাধারণ একটি কবিতা। অনেক শুভেচ্ছা ও শুভ অপরাহ্ন, প্রিয় কবি।
১০ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য!
৮ ডিসেম্বর ২০২৪
বিরহের ভাষায় অপূর্ব কবিতা লিখেছেন কবি, শুভেচ্ছা শুভ কামনা রইল।
১০ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ ফয়েজ-দা!
৮ ডিসেম্বর ২০২৪
চির সত্যের প্রকাশ - ভীষণ সুন্দর
১০ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ সৌমেন-দা!
৮ ডিসেম্বর ২০২৪
"আকাশটা ছোট ছিল" তবুও চিত্ত করিত জয় , এখন যেন বেদনাময় । সুন্দর শৈলীতে বিরহ কাব্য কথা ,মুগ্ধ । প্রবুদ্ধ প্রিয়কবিকে অশেষ অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা জানাই , ভাল থাকুন সদা ।
১০ ডিসেম্বর ২০২৪
শহরের আকাশ কেন যেন আমার কাছে ছোটই মনে হয়। চারপাশের উঁচু উঁচু দালানের জন্য পুরোটা দেখা যায় না। কিন্তু শহুরে কেতাদুরস্থ জীবনেও মানুষ স্বপ্নের আকাশে উড়ে বেড়ায়, কিছুটা কৃত্রিমতার মধ্যে থেকে হলেও। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ!
৮ ডিসেম্বর ২০২৪
রূপকের আড়ালে দারুণ আবেগঘন বিরহ ভাবনার কবিতা, মুগ্ধ হলাম পাঠ করে ; শুভেচ্ছা ও শুভকামনা রইল।
১০ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
৮ ডিসেম্বর ২০২৪
অসাধারণ লিখনশৈলী। চমৎকার চয়ন। মুগ্ধ হলাম পাঠে।
১০ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
৮ ডিসেম্বর ২০২৪
অনন্য বিরহের কবিতা! শুভেচ্ছা অফুরান প্রিয় কবি।
৮ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
মন্তব্য করুন