My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

যুক্তিবাদ


যুক্তিবাদীর দৃষ্টি থেকে বুঝতে পারি জগত দেখে
দলে দলে ভিন্নমতের যুক্তি অফুরান।
যে যার নিজের যুক্তিটাকে সত্য ভেবেই আঁকড়ে থাকে
কেউ প্রাণ দেয়, আবার কারো যুক্তি যে নেয় প্রাণ!


যুক্তিতে কেউ ডানে চলে, কেউ বামে যায় যুক্তিবলে,
যুক্তি মেনেই কেউ বা শিকার অচল অবস্থার।
জন্ম থেকেই যুক্তিবাদে আটকে আছি নানান ফাঁদে
মুক্তি দেবে মুক্ত বলো যুক্তি তেমন কার?


যুক্তিবাদও স্বার্থভেদে চলে আপন যুক্তি ফেঁদে,
যুক্তি দিয়েই বুঝতে পারি মুক্ত সে তো নয়!
যুক্তিবাদী মন্দ হলে সে জন আপন যুক্তিবলে
মন্দটাকেই করবে জায়েজ গোটা বিশ্বময়।



৩টি মন্তব্য


৫ অগাস্ট ২০২০
মাশাআল্লাহ, শুভকামনা রইলো শ্রদ্ধেয়৷
৭ অগাস্ট ২০২০
ধন্যবাদ!
১৮ মে ২০২০
অনবদ্য! "যুক্তিবাদও স্বার্থভেদে চলে আপন যুক্তি ফেঁদে," ভীষণ সুন্দর উপস্থাপনা করেছেন কবি। অনেক অনেক শুভকামনা রইল কবি 😍😍
২৫ মে ২০২০
ধন্যবাদ!
১৫ এপ্রিল ২০২০
হাজার কথার একটি কথা শুনতে হবে সব কটা ভাবতে হবে গহীন সে তল শুনতে হবে মন যেটা। হৃদয় নীড়ে সে কূল তীরে, সেটাই জেনো মোক্ষ লাভের, মোক্ষম সেই উপায় টা। হাঃ হাঃ অপূর্ব সুন্দর উপলব্ধিতে দারুন সুন্দর প্রকাশ। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
১৬ এপ্রিল ২০২০
ধন্যবাদ!
মন্তব্য করুন