আজ একযোগে সবকটা তানকা পর্ব পাঠ করে সত্যিই মনে হলো এ রকম সুন্দর কিছু আয়োজন আসরের পাঠকদের মাঝে মাঝে আলাদা কিছু উপহার দিয়ে যায়। প্রতিটি তানকাই অনন্য ও অপূর্ব। পর্ব-৪ তানকা-৮ স্মৃতিরাও বেইমানি করা শুরু করেছে জেনে ভাবছি সকল স্মৃতিকেই রাখতে হবে কড়া নজরে। তানকা-কলম চলতে থাকুক দুরন্ত গতিতে। নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।