তানকা - পর্ব ৪
৭)
দৃষ্টিতে নিশ্চুপ
শব্দের ফুলঝুরি খেলছে
মিষ্টি সে কোন রূপ
দুই চোখে রঙ তার মেলছে
আর কেউ তাই দেখে ফেলছে
৮)
একা অসহায়
স্মৃতির অতলে ডুবে
খুঁজেছি তোমায়
সে স্মৃতিও হায় বেইমান
আজ বেশ হয়ে গেছে ম্লান
——————————————————
আজ স্বরবৃত্তে তানকা লেখার চেষ্টা করলাম। এছাড়া সহস্র বছর ধরে জাপানে তানকার মূল এক প্রচলন ছিলো প্রেম ও বিরহের ছোট গান বা হাতে লেখা চিরকুট হিসেবে। তাই আজকের দুই তানকায় প্রেম ও বিরহকে ধরার চেষ্টা করেছি।
৭টি মন্তব্য
মন্তব্য করুন