My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

নদী


পাহাড়ের ঢাল বেয়ে
একাকী এ নদী কেন
সুদূরের পানে বয়ে যায়,
কিসের আঘাতে তার
যেতে যেতে দুই পার
ভেঙে ভেঙে শুধু ক্ষয়ে যায়।
নদী বয়ে যায়।।


ফিরবে না পিছু আর
স্রোতের যে টান
কখনো কি জেনেছিলে
কী গভীর তার অভিমান?
কতোটা গোপন ব্যথা
একাকী সে আজো সয়ে যায়?
নদী বয়ে যায়।।


ভাঙা যে হৃদয়ে জাগে
সাগরের গান
যায় না তো বাঁধা তাকে,
চায় না সে কোনো প্রতিদান।
পেছনে শুধুই তার
ফেলে আসা স্মৃতি রয়ে যায়।
নদী বয়ে যায়।।(রচনাকাল - ২১ মার্চ ২০২২ ইং)১০টি মন্তব্য


২২ মার্চ ২০২২
অপূর্ব সুন্দর লিখেছেন প্রিয় কবি। শুভকামনা চিরন্তন।
২২ মার্চ ২০২২
ধন্যবাদ সঞ্জয় দা!
২২ মার্চ ২০২২
নদী ও জীবনের অপূর্ব সাদৃশ্য চিত্রণ। ছন্দের দোলা ও কাব্য সুধা অতিশয় হৃদয়ছোঁয়া। আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত প্রিয় কবি।
২২ মার্চ ২০২২
ধন্যবাদ লিটন দা! :)
২২ মার্চ ২০২২
প্রিয় সম্মানীয় কবি, গুনগুন করে জীবনের নদী বয়ে চলে মহাজীবনের অভিমুখে নিরন্তর অদ‍্যবধি। পার কথাটি নদীর ওপার বা এপার হিসাবে ব‍্যবহৃত হয়, আবার নদীর পাড়ে জনসমাবেশ। তাই মনে হয় বিতর্কিত। তাহলেও এই কবিতাটিতে মনে হয় "যেতে যেতে দুই পাড়' কথাটিই সঠিক। শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।
২২ মার্চ ২০২২
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ! নদীর ক্ষেত্রে 'পার' শব্দটিই বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে আমার কাছে। আভিধানিকভাবে 'পার' বা 'পাড়' দু'টোই ব্যবহার করা যায়। তবে আমার কাছে নদী-সাগর ইত্যাদির ক্ষেত্রে 'পার' বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে। ভূপেন হাজারিকার বিখ্যাত 'গঙ্গা আমার মা' গানেও 'এপার ওপার কোন পারে জানি না'-তে 'পার' ব্যবহৃত হয়েছে। এপার এবং ওপারে 'র' ব্যবহারের পর 'কোন পাড়ে'-তে 'ড়' ব্যবহার করলেই বরং তা চোখে পড়তো বেশি।
২১ মার্চ ২০২২
গীতিকবিতার মতন খুব সুন্দর প্রিয় কবি! সাবলীল সুন্দর পঙক্তিমালায় সহজেই একটা সুর খেলে গেলো আমার মননে কবিতাটি পাঠকালে! অশেষ শুভেচ্ছা।
২১ মার্চ ২০২২
গীতিকবিতা হিসেবেই এটি লেখা হয়েছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। :)
২১ মার্চ ২০২২
সুন্দর লেখা। "পেছনে শুধুই তার ফেলে আসা স্মৃতি রয়ে যায়। নদী বয়ে যায়।" খুব সুন্দর! দারুণ লাগল পড়ে।
২১ মার্চ ২০২২
ধন্যবাদ। :)
২১ মার্চ ২০২২
খুব সুন্দর।
২১ মার্চ ২০২২
ধন্যবাদ আপনাকে। :)
২১ মার্চ ২০২২
ছন্দে , বিরহ ভাব , নদীর স্থিতির উপর কাব্যকথা ,তার সুন্দর প্রকাশ, মুগ্ধ । হার্দিক শুভেচ্ছা প্রিয়কবিকে , ভাল থাকবেন সদা ।
২১ মার্চ ২০২২
ধন্যবাদ :)
২১ মার্চ ২০২২
হৃদ্য অনুভূতির বেশ চমৎকার একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম ।। শুভ সন্ধ্যা প্রিয় কবি
২১ মার্চ ২০২২
ধন্যবাদ আপনাকে! আপনিও ভালো ও সুস্থ থাকুন।
২১ মার্চ ২০২২
ভারী চমৎকার বিরহের কবিতা। অপূর্ব, অনুভবে। আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
২১ মার্চ ২০২২
ধন্যবাদ প্রণব দা! :)
২১ মার্চ ২০২২
বাহ্ বাহ্ নদী শুধু বয়ে যায় আর দিয়ে যায়... থাকে না প্রতিদানের আশায়... সাদামাটা কথায় জামদানি ভাবনা... প্রিয়ংবদা***
২১ মার্চ ২০২২
ধন্যবাদ প্রনব দা! :)
মন্তব্য করুন