My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

কালের আঁচড়


গাছের পাতা বা মাথার চুল তো
সময়ের সাথে ঝরবে,
কাউকে ছাড়ে না, কালের আঁচড়
সব কিছুতেই পড়বে!
চুল ধরে টানো, কিংবা দাড়িকে,
সকলেই তারা পাকবে,
চেষ্টা করেও কতো দিন বলো
ক’জনে বয়স ঢাকবে?
আমার মাথায়ও কাঁচা-পাকা চুল
মুখে দাড়ি পরিপক্ব
বয়সের সাথে জীবনকে মেনে
চলাটাই অভিলক্ষ্য।
কেউ চলে গেছে, বাকদেরও জানি
পথ নয় মোটে ভিন্ন,
দিন শেষ হলে আমিও হারাবো
মুছে যাবে সব চিহ্ন!


১০টি মন্তব্য


২২ সেপ্টেম্বর ২০২৪
শ্রদ্ধেয় কবি, আপনার লেখার গভীরতা আর ভাবনার সূক্ষ্মতা আমাদের মুগ্ধ করেছে। এভাবেই আপনার কলম নতুন নতুন সৃষ্টি উপহার দিক। শুভকামনা রইলো।
৪ অক্টোবর ২০২৪
অসংখ্য ধন্যবাদ!
৭ সেপ্টেম্বর ২০২৪
সময়ের শাসন বা কালের আঁচড় এমন এক সত্য এমন এক শক্তি যাকে অন্য কোনো শক্তি দিয়ে দমানো যায় না। সময়ের সিঁড়ি বেয়ে পৃথিবী এগিয়ে যায় যুগ থেকে যুগান্তরে। মানুষসহ সকল জীবই জন্ম নেয় বৃদ্ধি পায়, সাথে সাথে পায় চুলসহ নানা অঙ্গ প্রত্যঙ্গ। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় অন্তিম ঠিকানার দিকে। এভাবে যেতে যেতে পথে শুরু হয় হারানোর পালা। যে চুল একদিন সৌন্দর্য বাড়াতো সে চুলই বিবর্ণ হয়ে ঝরে যেতে থাকে। একইভাবে ঝরে যায় গাছের পাতা ও অন্যান্য প্রাণীর… মানব ও সর্বজীবের জীবনে সময়ের এমন অকাট্য প্রভাবকে আমরা বাস্তবে দেখি প্রতিনিয়ত তবুও আমরা শিখি না বা শিখতে চাই না। মেনে নিতে চাই না যে এ ভবে একদিন আমার কোনো অস্থিত্ব থাকবে না। জগৎ সংসারে এতো বাড়াবাড়ির ফল সব যাবে বিফলে। জীবনবোধের অনন্য ও অপূর্ব বিচ্ছুরণ! অবিরত শুভেচ্ছা শ্রদ্ধেয় কবি। ভালো থাকুন নিরন্তর।
৮ সেপ্টেম্বর ২০২৪
সুন্দর বলেছেন! ধন্যবাদ!
৩ সেপ্টেম্বর ২০২৪
শাশ্বত জীবনের প্রতিচ্ছবি। সত্য বাক্য। কাল ছিলাম আজ নেই পৃথিবী এমনই। কেউ চলে মেনে, কেউ না মেনে।ক্ষমতা, দম্ভ সবই এমনতর।আজ আছে কাল নেই। সুন্দর কথামালা। অশেষ শুভকামনা।
৮ সেপ্টেম্বর ২০২৪
ধন্যবাদ এবং শুভকামনা!
৩ সেপ্টেম্বর ২০২৪
দারুণ আবেগঘন বাস্তব জীবনমুখী ও মানবিক ভাবনার কবিতা, ভাল লাগলো ; শুভেচ্ছা ও শুভকামনা রইল।
৬ সেপ্টেম্বর ২০২৪
ধন্যবাদ ও প্রতিশুভেচ্ছা!
৩ সেপ্টেম্বর ২০২৪
বয়সের সাথে মানানসই জীবনাচরণ নিয়ে অপূর্ব সুন্দর একটি কবিতা। মুগ্ধ পাঠ, "বয়সের সাথে জীবন কে মেনে/ চলাটাই অভিলক্ষ্য।" অনেক শুভেচ্ছা ও শুভ অপরাহ্ন, প্রিয় কবি।
৬ সেপ্টেম্বর ২০২৪
ধন্যবাদ! আপনার প্রতিও শুভেচ্ছা রইলো!
৩ সেপ্টেম্বর ২০২৪
শাশ্বত বাণীর কবিতা। ভালো লাগলো। শুভকামনা। বাকদেরও ??
৬ সেপ্টেম্বর ২০২৪
ধন্যবাদ কবীর ভাই। বাকিদেরও কী?
৬ সেপ্টেম্বর ২০২৪
বানানটি ঠিক করে নাও কবি।
৩ সেপ্টেম্বর ২০২৪
চমৎকার লিখেছেন কবি, কবিতা পাঠে মুগ্ধ হলাম, ভাল লাগল,ভাল থাকবেন, আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
৬ সেপ্টেম্বর ২০২৪
ধন্যবাদ! আপনিও ভালো থাকবেন।
৩ সেপ্টেম্বর ২০২৪
জন্মের পাশাপাশি মৃত্যু চিরন্তন সত্য ; আর কালের আবর্তনে আসে শারিরীক মানসিক পরিবর্তন। এমন একটি বিষয়ের অসাধারণ কাব্যিক রূপায়ণ। দারুণ আবেগঘন অনন্য নিবেদন। মন ভরে উঠলো পাঠে শ্রদ্ধেয় প্রিয় কবি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সবসময় ; আপনার এখানে হয়তো রাত আমার সময়ানুযায়ী শুভ সকালের শুভেচ্ছা।
৬ সেপ্টেম্বর ২০২৪
ধন্যবাদ আপনাকে! আপনাকেও আমার সময়ানুযায়ী শুভ সকালের শুভেচ্ছা রইলো!
৩ সেপ্টেম্বর ২০২৪
এক কথায় অসাধারণ জীবনমুখী কবিতা পাঠে মন ছুঁয়েছে ভালো লেগেছে ধন্যবাদ।
৬ সেপ্টেম্বর ২০২৪
ধন্যবাদ!
৩ সেপ্টেম্বর ২০২৪
অসাধারন অনুভূতি জড়ানো অনবদ্য সৃজন।
৬ সেপ্টেম্বর ২০২৪
ধন্যবাদ!
মন্তব্য করুন