কালের আঁচড়
গাছের পাতা বা মাথার চুল তো
সময়ের সাথে ঝরবে,
কাউকে ছাড়ে না, কালের আঁচড়
সব কিছুতেই পড়বে!
চুল ধরে টানো, কিংবা দাড়িকে,
সকলেই তারা পাকবে,
চেষ্টা করেও কতো দিন বলো
ক’জনে বয়স ঢাকবে?
আমার মাথায়ও কাঁচা-পাকা চুল
মুখে দাড়ি পরিপক্ব
বয়সের সাথে জীবনকে মেনে
চলাটাই অভিলক্ষ্য।
কেউ চলে গেছে, বাকদেরও জানি
পথ নয় মোটে ভিন্ন,
দিন শেষ হলে আমিও হারাবো
মুছে যাবে সব চিহ্ন!
১০টি মন্তব্য
মন্তব্য করুন