The following poem has been published in www.bangla-kobita.com website.
জীবনের বাঁকে বাঁকে
লেনদেন বাকি থাকে
তারপরও একদিন
চলে যেতে হয়,
জীবনের চাহিদারা
আজ বুঝি সীমা ছাড়া,
কখনোই সবকিছু
পূরণীয় নয়।
শেষ দিনও কতো কথা
কতো সাধ, আকুলতা
কতো পরিকল্পনা
বাকি রয়ে যায়,
তবুও সময় এলে
সবকিছু পিছে ফেলে
নশ্বর দেহ ছেড়ে
সবাই হারায়।
যে হারায় সে তো গেলো
বাকি সব এলোমেলো
গুমোট আঁধারে ঢেকে
পিছে পড়ে রয়,
এক বুক শূন্যতা
না বলা অনেক কথা
সময়ের সাথে সাথে
মেনে নিতে হয়।
জন্ম মানেই সাথে
নিয়ে আসি এক হাতে
মৃত্যু নামের ধ্রুব
জীবনের ঋণ,
অপূর্ণ খেলা শেষে
ঋণ শোধে বেলা শেষে
আমরাও সেই পথে
যাবো একদিন।