My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

ভাববো না আর


ঠিক করেছি ভাববো না আর
ভেবে বলেন কি লাভ?
ভাবার মতো লোকের কবে
পড়লো দেশে অভাব?


ভাবলে পরেই বলতে হবে
আন্দোলনে জ্বলতে হবে
এতো কিছু করেও জাতির
বদলাবে না স্বভাব!


এখন থেকে হিসেব মেপে
থাকবো বসে দু'ঠোট চেপে।
এই সমাজের গোলাম আমি,
নইতো মোটেই নবাব!


তা না হলে কোন সুযোগে
বিগড়াবে কে কোন হুজুগে
কোথায় আমায় করবে কে গুম
খুঁজবে কে তার জবাব?



২৭টি মন্তব্য


১০ মার্চ ২০২৪
সুন্দর
২০ মার্চ ২০২৪
ধন্যবাদ!
৪ ফেব্রুয়ারি ২০২৪
বাংলা কবিতা ডট কমের মত সুন্দর একটি প্ল্যাটফর্ম বাংলা ভাষাভাষী কবিদের উপহার দেয়ার জন্য প্রিয় কবিকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনার উপহার দেয়া এ প্ল্যাটফর্ম টি কালের পরিক্রমায় কবি সৃষ্টির একটি প্লাটফর্ম হয়ে গেছে। এখানে কবিতা পোস্ট করতে হবে, অন্তরের মাঝে একটা তীব্র অনুভূতির সৃষ্টি হয়। ফলে নতুন নতুন কবিতা লেখা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। সব কবিতাই যে মান সম্মান মানসম্পন্ন হয় তা হয়ত নয়। কিন্তু লেখতে লেখতেই তো লেখিয়ে হয়ে যায়। তাই কবিতা লিখতে লিখতে মানুষ কবি হয়ে যায়। আবারো ধন্যবাদ প্রিয় কবিকে । দেশ থেকে অনেক দূরে থাকলেও দেশের প্রতি আপনারা তীব্র অনুভূতি কাজ করছে সেটা আপনার কবিতা পড়লেই বোঝা যায়। কবিতায় দেশ সমাজ দেশের রাজনীতির চালচিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে আমার একটি অনুযোগ আছে প্রিয় কবি। আপনার কবিতার সংখ্যা অনেক কম। জানি আপনি অনেক ব্যস্ত। হয়তো সময়েরও খুব অভাব। তথাপি আরেকটু সক্রিয় হওয়ার অনুরোধ করছি। অর্থাৎ আরো বেশি কবিতা আমরা আপনার কাছ থেকে আশা করি । স্ত্রী সন্তান পরিবার-পরিজন নিয়ে ভালো থাকবেন।
২০ মার্চ ২০২৪
অসংখ্য ধন্যবাদ! সাথেই থাকুন এই আসরে!
২১ জানুয়ারী ২০২৪
অসাধারণ জীবনবোধের নান্দনিক উপস্থাপন করলেন সম্মানিত প্রিয় কবি। ভালো থাকবেন দোয়া করবেন শুভকামনা রইল।
২১ জানুয়ারী ২০২৪
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০২৩
জীবনবোধের অপূর্ব কাব্য । প্রিয়কবিকে শুভজন্মদিনের হার্দিক অভিনন্দন , অশেষ শুভেচ্ছা, শুভকামনা জানাই , ভাল থাকুন সদা ।
২৯ অগাস্ট ২০২৩
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০২৩
জীবনের কিছু কিছু ভাবনা; ছেড়ে দিতে হয় সময়ের সাথে। সেই ভাবনা নিজের মাঝে ভাবতে থাকলে; জীবন মাঝে মাঝে দূর্বিষহ হয়ে উঠে।
২৮ অগাস্ট ২০২৩
শুভ জন্মদিন কবি। কন্যার পিতা হিসেবে কন্যা থাকুক রাজকন্যা আর কন্যার কাছে পিতা থাকুক নায়ক। জীবনসঙ্গীর সাথে বন্ধন হোক অটুট। সুন্দর আর প্রশান্তিতে থেকে কলমে সৃষ্টি হোক নানা অনুভূতির কবিতাখানি। আপনার প্রচেষ্টায় এতো বড় এক কবি পরিবার হয়েছে তৈরি। সবাই সবার আপনজন।
২৯ অগাস্ট ২০২৩
অসংখ্য ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০২৩
সুপ্রভাত কবি। জন্মদিনে কবিতা কোথায়? কবিতা চাই কবি। ভালো থাকবেন রক্তিম শুভেচ্ছা ।
২৯ অগাস্ট ২০২৩
ধন্যবাদ! জন্মদিনে নতুন কোনো কবিতা নেই। জীবনের কবিতাটিকেই আরও গূঢ়ভাবে অনুধাবনের চেষ্টা করছি আজ।
২৮ অগাস্ট ২০২৩
প্রিয় কবির জন্মদিনে ফুলেল শুভেচছা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। শুভ সকাল।
২৯ অগাস্ট ২০২৩
ধন্যবাদ!
৫ অগাস্ট ২০২৩
খুব সুন্দরভাবে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন কবিতায়। তবুও আমাদের ভাবতেই হবে- সমাজের রঙ বদলাতে সচেতন মানুষকে ভাবতেই যে হয়
১৭ অগাস্ট ২০২৩
ধন্যবাদ!
১৫ জুন ২০২৩
সুপ্রভাত কবি। অসাধারণ বাস্তব জীবনবোধের কাব্যিক প্রকাশ। ভালো থাকবেন। রক্তিম শুভেচ্ছা।
১৫ জুন ২০২৩
ধন্যবাদ রক্তিম কবি!
৮ মে ২০২৩
ভীষণ ভালো লাগলো প্রিয় কবি, সদা ভালো থাকুন।
১০ মে ২০২৩
ধন্যবাদ!
২১ এপ্রিল ২০২৩
না ভেবে থাকতে পারৃএ তো ভালো ই...🤣
৫ মে ২০২৩
সেটাই!
৭ সেপ্টেম্বর ২০২২
ভাবতে আর বলতে গেলেই গুম খুন অপহরণ ইত্যাদির ভয়। না ভাবলে কি নিরাপত্তা রয়? না সেখানেও শান্তি নেই। তাই আমরা যারা ভাবতে চাই বা কিছু বলতে চাই, চলুন নিরাপদ দূরত্বে থেকে তা চালিয়ে যাই। এবার আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাতে মিস করলাম। দেরীতে হলেও শুভ জন্মদিনের শুভকামনা শ্রদ্ধেয় কবি। আমার উৎসর্গমূলক কাব্যগ্রন্থ “সহমর্মিতার সংবেদন” এর কাজ এগিয়ে চলেছে। প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্যে সময় বের করা কঠিন তারপরও এ কাব্যগ্রন্থে আপনার একটি কবিতা থাকলে এটি পরিপূর্ণতা পাবে বলে আমার মনে হয়। ভালো থাকুন নিরন্তর।
৭ সেপ্টেম্বর ২০২২
ধন্যবাদ! আপনার কাব্যগ্রন্থের জন্য শুভ কামনা রইলো।
২ এপ্রিল ২০২৩
আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় কবি। আপনার ওয়েবসাইট, সহযোগিতা এবং অনুপ্রেরণা কাব্যগ্রন্থ "সহমর্মিতার সংবেদন" এর পাতায় পাতায় গাঁথা আছে। আপনার জন্য রাখা সৌজন্য কপিটি আমি নিজে আপনার হাতে তুলে দিতে পারলে ভীষণ খুশি হতাম। কিন্তু ভৌগলিক দূরত্বের কারণে তা পারছি না। একটি সহজ মাধ্যম খুঁজে পাবার চেষ্টায় আছি। আশা করছি পেয়ে যাবো ইনশাআল্লাহ। অশেষ শুভেচ্ছায় অনেক ভালো থাকুন।
২৮ অগাস্ট ২০২২
প্রিয়কবিকে শুভজন্মদিনে, শতসহস্র শুভকামনা, অভিনন্দন জানাই, ভাল থাকুন সদা ।
২৮ অগাস্ট ২০২২
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০২২
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০২২
শুভ জন্মদিন। প্রতি বছর ফিরে আসুক এই শুভ দিন। ভালো কাটুক প্রতি ক্ষণ প্রতিদিন। জীবনের প্রতি পল হোক সুন্দর রঙিন।
২৮ অগাস্ট ২০২২
ধন্যবাদ!
৮ অগাস্ট ২০২২
ধন্যবাদ প্রিয় মহামান্য এডমিন মহাশয় আপনার হস্তক্ষেপেই হোক বা অন্য কারণে মাননীয় কবি প্রবীর চ্যাটার্জির আলোচনা বিভাগে অনুবাদ কবিতাটি ব্যান করা হয়েছে। আপনি এই আসরের স্রষ্টা মানে ভগবান ঈশ্বর বা মহান আল্লাহ সম। আপনার নিরপেক্ষ চিন্তা সমূহকে আমি খুবই শ্রদ্ধা করি আর চেষ্টা করে থাকি যাতে আসরের নিয়ম নীতির মধ্যে থেকেই লেখা প্রকাশ দিতে। তবে আর একটি বিষয় আপনার দৃষ্টিগোচরে আনতে চাই মহামান্য এডমিন মহদয়। গত ৩/২/২০২২ তারিখে সম্মানীয় কবি চিত্ত রঞ্জন মহাশয় ,"কবি বন্ধুদের প্রতি আহ্বান" নামে একটি কবিতা কবিতার আসরের পরিবর্তে আলোচনা বিভাগে প্রকাশ করেছিলেন। উক্ত লেখাটিতে আমি অভিযোগ দায়ের করা সত্ত্বেও লেখাটি ব্যান করা হয় নাই আজও। আপনার নিয়োগকৃত মহামান্য এডমিন ৩ আমাকে ফোন দিয়ে বলেছিলেন তিনি নাকি পূর্বেই তার থেকে অনুমতি নিয়ে আলোচনা বিভাগে কবিতাটি দিয়েছেন। যদিও আমি আর তা নিয়ে উচ্চবাচ্য করা থেকে বিরত ছিলাম তবে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে এমনটা আর মেনেও নিতে পারছি না। তাই এ বিষয়ে আপনাকে অবগত করা আর আপনার হস্তক্ষেপ প্রার্থনা করা যুক্তিযুক্ত মনে করছি। যন্ত্রনায় আমার হাতের কলম আর মনের একাগ্রতা ধ্বংসের মুখে। ধন্যবাদ আর শুভকামনা রইল। এটাই শুধু নয় আরও আছে তবে এরপর আমি আপনাকে জ্বালাতন করবো না খুবই জরুরি না হলে।
৭ অগাস্ট ২০২২
আলোচনা বিভাগের নিয়ম ভেঙে আলোচনা বিভাগে স্রেফ কবিতা (অনুবাদ কবিতা) প্রকাশ করেছেন সেখানে মাননীয় এডমিনেরা আর তারাই আসরের নিয়ন নীতি ভূলে গিয়েছেন আর মন্তব্য দিয়েছেন। এমন পক্ষপাতদুষ্ট এডমিন থাকলে বাংলা কবিতার আসরের মান থাকলো আর কই!! সুধী মূল মহামান্য এডমিন মহাশয়, অবিলম্বে আপনার হস্তক্ষেপ প্রার্থনীয়।
৭ অগাস্ট ২০২২
আলোচনাঃ প্রবীর চ্যাটার্জি, সহমর্মীতার সংবেদন। আশা করি তিন দিনের মধ্যে দৃষ্টি দিবেন তথায়। শুভকামনা রইল।
১ এপ্রিল ২০২২
গুম হয়ে যেতে হয়, দুঃশাসনের যে কোনো রাজ্যে! এই সমাজের গোলাম আমি, নইতো মোটেই নবাব! - সরল নাগরিকরা যুগে যুগে তাই অনুভব করে! কবিতায় মূল ভাব প্রকাশে কোনো চড়া সুর নেই, সেটাও মুগ্ধ করলো! অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
১ এপ্রিল ২০২২
ধন্যবাদ প্রিয় কবি!
১ এপ্রিল ২০২২
অসাধারণ সৃজন, জীবনবোধের। ভাবার ভাবনা ভাববো না আর, কার জন‍্যে ভাববো আবার? জীবন নিয়ে যে ভাবতে বসলে দেখি শুধুই ভাগাড়। শুভেচ্ছা নিরন্তর প্রিয় সম্মানিত কবি।
১ এপ্রিল ২০২২
ধন্যবাদ!
২৪ মার্চ ২০২২
আবেগঘন ভারী চমৎকার জীবনবোধের কবিতা। দ্রোহ ফুটে উঠল। আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
২৪ মার্চ ২০২২
ধন্যবাদ প্রনব দা!
২৪ মার্চ ২০২২
কবির কবিতা সত্যই বলে চলে সমাজ রাস্ট্র পিষে যায় যাঁতাকলে বলতে বলতে যদি মন ফেরে কোনদিন তাহলেই বাজিমাত, সত্যেই হবো লীন।
২৪ মার্চ ২০২২
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য! :)
২৪ মার্চ ২০২২
অনন্য উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। শুভ দুপুর প্রিয় কবি
২৪ মার্চ ২০২২
ধন্যবাদ! আপনার প্রতিও শুভ কামনা রইলো।
২৪ মার্চ ২০২২
গভীর অনুভূতি এবং ভাবনার অসাধারণ উপস্থাপনা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
২৪ মার্চ ২০২২
ধন্যবাদ!
২৪ মার্চ ২০২২
বেশ সুখপাঠ্য
২৪ মার্চ ২০২২
ধন্যবাদ! :)
২৪ মার্চ ২০২২
তারচে’ থাকি চুপ জলেই দিয়ে ডুব ফের তবু ওই ভাবনা এলে খুঁজে নিবো কুপ। আন্তরিক খেদে অনন্য নিবেদন প্রিয় কবি। অতিশয় মুগ্ধতা ও শুভ কামনা রাখলাম পাতায়। সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
২৪ মার্চ ২০২২
ধন্যবাদ ছন্দময় মন্তব্যের জন্য! :)
২৪ মার্চ ২০২২
কবি চমৎকার জীবনমুখী কবিতা পাঠে বেশ লাগলো ধন্যবাদ।
২৪ মার্চ ২০২২
ধন্যবাদ আপনাকে! :)
২৪ মার্চ ২০২২
সুন্দর কবিতা উপহার দিলেন প্রিয় কবি শুভেচ্ছা সারাক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন।
২৪ মার্চ ২০২২
ধন্যবাদ! :)
২৪ মার্চ ২০২২
দারুণ আবেগঘন জীবনমুখী ও মানবতাবাদী ভাবনার চমৎকার ছন্দ মিলের কবিতা, ভাল লাগলো ; শুভকামনা রইল।
২৪ মার্চ ২০২২
ধন্যবাদ! :)
মন্তব্য করুন