ভাববো না আর
ঠিক করেছি ভাববো না আর
ভেবে বলেন কি লাভ?
ভাবার মতো লোকের কবে
পড়লো দেশে অভাব?
ভাবলে পরেই বলতে হবে
আন্দোলনে জ্বলতে হবে
এতো কিছু করেও জাতির
বদলাবে না স্বভাব!
এখন থেকে হিসেব মেপে
থাকবো বসে দু'ঠোট চেপে।
এই সমাজের গোলাম আমি,
নইতো মোটেই নবাব!
তা না হলে কোন সুযোগে
বিগড়াবে কে কোন হুজুগে
কোথায় আমায় করবে কে গুম
খুঁজবে কে তার জবাব?
৩৬টি মন্তব্য
মন্তব্য করুন