My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

থেমে যাওয়া মানে


থেমে যাওয়া মানে প্রস্থান নয়
থেমে যাওয়া নয় এখানেই ইতি টানা,
থেমে যাওয়া মানে অভিনয় শেষে
দম ফেলবার প্রচ্ছন্ন বাহানা ।


একটু একটু নিজেকে হারিয়ে
নিজেকেই আর পাই না যখন খুঁজে,
নিজেকে টিকিয়ে আরো হারাবার
বাকি নেই কিছু, সেকথাও যাই বুঝে ।
তখন থেমেই যেতে হয় জানি
কোনো যন্ত্রই চলে না তো একটানা!


থেমে আছি মানে ভেবো না আবারো
জেগে উঠবো না একবার থেমে গেলে
রেশমের তলে নিজেকে গুটিয়ে
তবেই না শেষে প্রজাপতি ডানা মেলে ।
প্রভাতের আগে আঁধারে ডুবেই
মশালে মশালে চেতনায় দেবো হানা ।



৮টি মন্তব্য


২৮ অগাস্ট ২০২৩
থেমে যাওয়া মানে - হেরে যাওয়া নয়। থেমে যাওয়া মানে; নিজের মনকে প্রস্তুত করে - নতুন আরেক সংগ্রামের জন্য প্রস্তুত হওয়া!
২৯ অগাস্ট ২০২৩
ঠিক বলেছেন। ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০২০
“প্রাণের টিক টিক” থেমে যাওয়া মানে- জীবনের অবসান। “অনুভূতি” থেমে যাওয়া মানে- জীবনের প্রতি আস্থা হারানো। “স্মৃতি” থেমে যাওয়া মানে- জীবনের পথে ছুটে যাওয়া নয়তো বিরহের অথৈ সাগরে ডুব। থাকে যতক্ষণ নিঃশ্বাস কিছু না কিছু যায় থেমে জীবন থেকে আমাদের!
১ সেপ্টেম্বর ২০২০
ধন্যবাদ!
১২ এপ্রিল ২০২০
থেমে যাওয়া মানে হেরে যাওয়া নয়, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার একটু প্রশ্রয়।। কী অসাধারণ ভাবনা।। সত্যিই দারুণ সুন্দর এক কবিতা এমন সুন্দর কবিতায় মুগ্ধ।।অনন্ত শুভেচ্ছা ও শ্রদ্ধা রইল প্রিয় বরেণ্য কবি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এই কামনা করি।।
১২ এপ্রিল ২০২০
ধন্যবাদ! আপনিও সুস্থ থাকুন!
১২ এপ্রিল ২০২০
আমি তো নই ভব ঘুরে তবুও থাকি দুরে দুরে যদি হারিয়ে যাই ! ঘুম অতলে স্বপ্ন দেখা স্বপ্ন মাঝে চেতনা শেখা বাস্তবতায় কিছুই নাই।
১২ এপ্রিল ২০২০
ধন্যবাদ!
১২ এপ্রিল ২০২০
উজ্জীবনের সঞ্জীবনী শক্তি লুকায়িত রয়েছে যেন কবিতায় এমন কাবিতা পাঠেই তো মানুষ হারানো শক্তি ফিরে পায় । প্রিয়কবিকে এমন দুঃসময়ে উৎসাহ ব্যঞ্জক কবিতা উপহার দেওয়ার জন্য জানাই অফুরান শুভেচ্ছা ও অভিনন্দন । যেখানে থাকুন সতর্ক থাকুন সপরিবারে সর্বক্ষণ........................।
১২ এপ্রিল ২০২০
ধন্যবাদ! আপনিও সুস্থ ও সাবধানে থাকুন।
১২ এপ্রিল ২০২০
থেমে যাওয়া যাওয়া মানেই মৃত্যু নয় কঠিন সংগ্রামের প্রস্তুতি; মেঘের আড়ালে কোন একদিন, উঁকি দেবে আলোর দ্যুতি। শুভেচ্ছা অনন্ত।
১৩ এপ্রিল ২০২০
ফনেটিক টাইপে ত্রুটি বেশি হয়।
১২ এপ্রিল ২০২০
ধন্যবাদ!
১৩ এপ্রিল ২০২০
থেমে যাওয়া মানেই মৃত্যু নয়, এ কঠিন সংগ্রামের প্রস্তুতি; মেঘের আড়াল হতে একদিন, উকি দেবে আলোর দ্যুতি। সংশোধনী সহ অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো।
১২ এপ্রিল ২০২০
হয়তো এ বক্তব্য নতুন নয়,তথাপি পুনরুচ্চারনের প্রতি কুর্ণিশ রইলো l টাইপের ভুলে মেলে হয়তো "মেল" হয়ে গেছে l ভালো থাকবেন l
১২ এপ্রিল ২০২০
হ্যাঁ, টাইপিং-এ ভুল হয়েছে। ঠিক করে দিলাম এখন। ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ! :)
১২ এপ্রিল ২০২০
একদম জীবনের সাদৃশ্য। সুশৃঙ্খল ও সাবলিল উপস্থাপন। একরাশ মুগ্ধতা ও ভালোলাগা রেখে গেলাম প্রিয় কবি। অপেক্ষায় রইলাম নতুন প্রাপ্তির। আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।
১২ এপ্রিল ২০২০
ধন্যবাদ!
মন্তব্য করুন