My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

প্রেম পাবে না


আমার লেখায়, কিংবা কথায়,
কিংবা ছড়ায়, খাতায়,
আমায় ছাড়া পাবে না প্রেম
আমার ও কবিতায়!
প্রেম যে আমার মাঝে আছে,
আছে হৃদয় জুড়ে,
প্রেমের তাপে উত্তাপ হয়
হৃদয় জ্বলে-পুড়ে।
প্রেম যদি চাও সেই আগুনে
পুড়তে হবে সাথে,
আমার মাঝেই মিলতে হবে
আদরে-আঘাতে।
ডুব দেবে ঐ প্রেম সাগরে,
ডুবতে যদি পারো,
দেখবে হৃদয় তোমার শুধুই,
ছিলো না আর কারো!


(পুরানো ডায়েরির পাতা থেকে আবিষ্কৃত। রচনাকাল ২৩/০৩/২০০৯।)১১টি মন্তব্য


২৫ অগাস্ট ২০২৩
ভালো লাগলো কবিতা টি। অনেক শুভেচ্ছা আর ভালোলাগা রেখে গেলাম পাঠে।
২৯ অগাস্ট ২০২৩
ধন্যবাদ!
১ ফেব্রুয়ারি ২০২২
প্রেম ভাবনায় মনের কথায়... সুপ্রিয়া***
২ ফেব্রুয়ারি ২০২২
ধন্যবাদ প্রনব দা!
১৪ মার্চ ২০২১
প্রিয় কবি চমৎকার একটা কবিতা লিখছেন মন ভরে গেল পড়ে । শুভেচ্ছা রইল আপনার জন্য।
২০ ডিসেম্বর ২০২০
প্রিয় কবিবন্ধু! চমৎকার ভাবনাময় ও মুগ্ধকর চেতনায় রচিত "পেম পাবে না" প্রেমের কবিতাটি পাঠে বিমোহিত।। শুভ সন্ধ‍্যা। ভাল থাকবেন সতত।। শরীরের প্রতি বিশেষ যত্নবান হবে। আপনার সুস্থ‍্যতা আল্লাহর নিকট একান্ত কাম‍্য।
১৮ ডিসেম্বর ২০২০
মন খারাপ । তাই একটু তোমার পাতায় এসেছিলাম । ভালো লাগল ।
১৬ ডিসেম্বর ২০২০
অনবদ্য প্রেমের স্বরলিপি ভালো লাগল।
৬ ডিসেম্বর ২০২০
সুন্দর কাব্যিকতা প্রিয় কবি। আত্মার সাথে আত্মার বাঁধনেই প্রেম আর প্রেমের উত্তাপেই হয় একে অপরের চেনা। ভীষণ মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।
৬ ডিসেম্বর ২০২০
বাহ!খুব সুন্দর লেখা!!!
৬ ডিসেম্বর ২০২০
পুরোনো দিনের হলেও লেখাটির যৌবন এখনো আছে
৬ ডিসেম্বর ২০২০
প্রেম তো থাকে প্রেমিকের অন্তরে। খাতার পাতায় কলমের ডগায় সে প্রেমেরই কিছুটা প্রকাশ ঘটে। প্রকৃত ও অবারিত প্রেম পেতে হলে আগে পেতে হবে প্রেমিককে। অনন্য সুন্দর ও অসাধারণ উপস্থাপনায় অতীতের ডায়েরি থেকে তুলে আনা মনোমুগ্ধকর কবিতা। অবিরাম শুভেচ্ছা জানবেন প্রিয় কবি। নিজের দিকে খেয়াল রাখুন পরিবারের সবাইকে নিয়ে সুস্থ ও সুন্দর থাকুন এ দোয়া ও প্রার্থনা পরম করুণাময়ের কাছে।
৬ ডিসেম্বর ২০২০
পুরনো দিনের হলেও আজও সবুজাভ! চমৎকার চিত্রণ স্ফুটিত হয়েছে লেখাতে ।প্রেমময় অনুভূতির নির্যাস সৃজন করলো এক অনন্য নকশীকা়ঁথা ।ভালবাসা রেখে গেলাম ।হে কবি অভিনন্দন জানাই আপনাকে!
মন্তব্য করুন