My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

সময়ের সাথে সবই ঝরে যায়


সময়ের সাথে সবই ঝরে যায়
ঝলমলে দিনগুলি
বিবর্ণ হতে হতে
নিরাকার হয়ে যায় সীমানায় ।।


তবুও স্মৃতির মাঝে জ্বলে সে
কখনো হঠাৎ এসে বলে সে
কেন ভাবো আমি নেই?
আমি আছি এখানেই
তোমার মনের এই ঠিকানায় ।।

সব কিছু যায় না তো হারিয়ে
সময়ের হিসেবকে ছাড়িয়ে
কিছু স্মৃতি কিছু ক্ষণ
বেঁচে থাকে আমরণ
তারই মাঝে খুঁজে পাবে এ আমায় ।।



১১টি মন্তব্য


২৮ অগাস্ট ২০২০
সময়ের সাথে সাথে সব গেলেও ঝরে- থেকে যায় স্মৃতি আর অস্তিত্বটুকু।
২৮ অগাস্ট ২০২০
আপনি আমার কাছের মানুষগুলোর জীবন করে আলোকিত থাকবেন তাঁদের অনুভবে অস্তিত্ব হয়ে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কবি। “শুভ জন্মদিন” কবি!
১ সেপ্টেম্বর ২০২০
অসংখ্য ধন্যবাদ আপনাকে!
২০ ফেব্রুয়ারি ২০২০
সুপ্রভাত দারুন এক আলোছায়ায় সে আসে আবার অন্তর্হিত হয় কাব্যে তার রেশ রয়ে যায় । চলে নিরন্তর অপেক্ষা ... থাকলো রক্তিম শুভেচ্ছা...
২০ ফেব্রুয়ারি ২০২০
ধন্যবাদ!
২৪ জানুয়ারী ২০২০
অসাধারণ মনমুগ্ধকর প্রকাশ।। অনবদ্য নিবেদন।। অনন্ত শুভেচ্ছা রইল প্রিয় বরেণ্য কবি। ভাল থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনা করি।।
২৫ জানুয়ারী ২০২০
ধন্যবাদ!
২৪ জানুয়ারী ২০২০
আহা! মনমুগ্ধকর লেখা। স্মৃতির সরণি ধেয়ে বেয়ে বেয়ে অবশেষে কত সুখ কত দুখ ঝরে মন মদিরাতে; কত গান কত প্রাণ মান আর অভিমান; কত আশা কত ব্যথা নীরবেতে কাঁদে রাতে। আশা আর নিরাশাতে ভেজা ভেজা কুয়াসাতে বয়ে চলে আনমনে নিশি রাতে কূহকেতে। পেরেছি কি দাম দিতে পিতা মাতা সুহৃদেতে, মূচ্ছিত হয় হিয়া অশনিত চাবুকেতে। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
২৫ জানুয়ারী ২০২০
ধন্যবাদ।
২৪ জানুয়ারী ২০২০
বাস্তব অনুভূতি ।
২৫ জানুয়ারী ২০২০
ধন্যবাদ!
২৪ জানুয়ারী ২০২০
যতদিন বেঁচে থাকব,মনের মাঝে দিনগুলি বেঁচে থাকবেই।ভাল লাগল।
২৫ জানুয়ারী ২০২০
সেটাই। ধন্যবাদ!
২৪ জানুয়ারী ২০২০
অনুভূতি ,আস্থা-বিশ্বাস, জীবনে বাঁচিয়ে রাখে আশ (আশা) । সুন্দর সার্থক, বিবিধ কাব্য । প্রিয়কবিকে শতসহস্র শুভকামনা জানাই , ভাল থাকুন সদা ।
২৫ জানুয়ারী ২০২০
ধন্যবাদ!
২৪ জানুয়ারী ২০২০
একদম বাস্তব কথা কলি শ্রদ্ধেয় কবি ভালো থাকবেন সর্বদায় শুভেচ্ছা রইল।
২৫ জানুয়ারী ২০২০
ধন্যবাদ!
২৪ জানুয়ারী ২০২০
স্মৃতি পটে রবে লেখা তোমার চরণরেখা। শুভেচ্ছা অনন্ত।
২৫ জানুয়ারী ২০২০
ধন্যবাদ!
২৪ জানুয়ারী ২০২০
আমি আছি তোমার মনের এই ঠিকানায় ।দারুণ সুন্দর বললেন প্রিয় কবিবর ।ওটাই আসল ঠিকানা ।শুভেচ্ছা জানবেন ।শুভ রাত্রি
২৪ জানুয়ারী ২০২০
ধন্যবাদ!
২৪ জানুয়ারী ২০২০
স্মৃতির বাঁধনে মনের কথা সময়কে হারিয়ে পায় যে ব্যথা সুন্দর অনুভবে অনুভাবিত মন স্মৃতির আঁচড়ে কাটাই জীবন...ভালো লাগা রেখে গেলাম পাতাতে...হয়তোবা মনের খাতাতে। ভালো থাকুন প্রিয় কবি।অফুরন্ত শুভেচ্ছা রইল।
২৪ জানুয়ারী ২০২০
ধন্যবাদ!
মন্তব্য করুন