My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

চলবে নারে চলবে না


নিজের জালেই বন্দী থেকে মনকে তবু মুক্ত রেখে
সুপ্ত আগুন জ্বলবে নারে জ্বলবে না ।
হাজার কথার আবেশ শেষে একটি কথায় থামবে এসে
ব্যস্ত এ মন তেমন কথা বলবে না ।।


হিসেব করে জাল বুনে সেই জালের মাঝে আমি নিজেই
আটকে আছি ভবে।
তারই মাঝে হঠাৎ মনে প্রশ্ন জাগে বিস্ফোরণে
"মুক্ত হবি কবে?"
মুক্তি ছাড়া হিসেব কিছুই ফলবে না!
চলবে নারে চলবে নারে
হিসেব করে জীবন তো আর চলবে না ।।


মন বলে "তুই নিজের মতো চারপাশে সব সাজাস যতো
তোর তো কিছুই নারে।
পাথর দিয়ে দেয়াল গড়ে বসে থেকে তার ভিতরে
হিসেব মেলাস ধারে।"
আঘাত ছাড়া জমাট পাথর টলবে না!
গলবে নারে গলবে নারে
আগুন ছাড়া বরফ মোটেই গলবে না ।।



১২টি মন্তব্য


২৩ অক্টোবর ২০১৮
খুব খুব ভালো লাগ ল।
২৪ অক্টোবর ২০১৮
ধন্যবাদ!
২০ অক্টোবর ২০১৮
ভাল লাগল , ভাল ,অসাধারন । জুয়েল সাদত
২০ অক্টোবর ২০১৮
ধন্যবাদ জুয়েল ভাই!
১৯ অক্টোবর ২০১৮
সুন্দর অনুভবের কবিতা উপহার দিলেন ৷ প্রাণভরা শুভেচ্ছা রইলো ৷ ভালো থাকবেন প্রিয় ৷
১৯ অক্টোবর ২০১৮
ধন্যবাদ!
১৯ অক্টোবর ২০১৮
আঘার ছাড়া জমাট পাথর টলবে না! আগুন ছাড়া বরফ মোটেই গলবে না।। দারুণ সু্ন্দর কথামালায় চমৎকার একটি কবিতা উপহার দিলেন প্রিয় কবি। পাঠে ছোঁয়ে গেল। শুভকামনা শত সহস্র রইল অনন্ত। ভাল থাকুন সব সময়।
১৯ অক্টোবর ২০১৮
ধন্যবাদ আপনাকে!
১৯ অক্টোবর ২০১৮
ভাবতত্ত্বের অসাধারণ গীতিকাব্যে বিমোহিত! প্রিয় কবির জন্য রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম। ভালো থাকুন সব সময়!! সুপ্রিয়, সবাই ভালো আছেন?
১৯ অক্টোবর ২০১৮
ধন্যবাদ আপনাকে! আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
১৯ অক্টোবর ২০১৮
জেনে খুব ভালোলাগল! আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুভকামনা ও শুভেচ্ছা অনিবার!
১৯ অক্টোবর ২০১৮
বেশ ভালো একটি কবিতা পাঠ করলাম! শুভকামনা প্রিয় কবি----
১৯ অক্টোবর ২০১৮
ধন্যবাদ!
১৯ অক্টোবর ২০১৮
আগুনে বরফ গলে, আঘাতে ভাঙ্গে পাথর- কোথা সেই আগুন-আঘাত? খুঁজে যে হচ্ছি কাতর! -বেশ ভেবেচিন্তে লেখা ছন্দোবদ্ধ গীতিময় লেখাখানি। শুভেচ্ছা হামেশাই।
১৯ অক্টোবর ২০১৮
ধন্যবাদ সহিদুল দা! তবে বেশ ভেবেচিন্তে লিখেছি বলা যাবে না। হুজুগের মাথায় ঘন্টাখানেকের চেষ্টায় লেখা এটা।
১৯ অক্টোবর ২০১৮
আগুন ছাড়া সত্যিই বরফ গলবে না।তবে সে আগুনে নিজেকে যেন শুদ্ধ করে নিই আগে।আমরা ভালো না হলে কোনকিছুই আমাদের ভালো হবে না যে। খুব ভালো একটা লেখা।
১৯ অক্টোবর ২০১৮
সেটাই। ধন্যবাদ।
১৯ অক্টোবর ২০১৮
সেই আগুনে ঝাপ দে রে আজ ভুলে গিয়ে ধান্দা ও কাজ ঘরের ভেতর বাচ্চাকাচ্চা নিয়ে সুখে থাক রে, হোকনা সকল লণ্ডভণ্ড আমরা সবাই তৃণ খণ্ড স্রোতের টানে মহাকালে সকল ভেসে যাক রে। সুন্দর। শুভকামনা।
১৯ অক্টোবর ২০১৮
সকল ভেসে যাচ্ছে, তবে যাচ্ছে কোথায় পাচ্ছি না তাল, চতুর্মুখী স্রোতের মাঝে নিত্য শুধুই হচ্ছি নাকাল।
১৯ অক্টোবর ২০১৮
অনেক সুন্দর অনুভূতিপূর্ণ কাব্য। পড়ে মুগ্ধ হলাম কবিবর। অনেক শুভেচ্ছা প্রিয় কবিকে।
১৯ অক্টোবর ২০১৮
ধন্যবাদ!
১৯ অক্টোবর ২০১৮
সুন্দর ! দ্রোহের গীতিময় কাব্য, বাণী, জীবন চলার পথে । অনবদ্য উপস্থাপনা । অশেষ শুভেচ্ছা জানাই প্রিয়কবিকে ।
১৯ অক্টোবর ২০১৮
ধন্যবাদ আপনাকে।
১৯ অক্টোবর ২০১৮
অপূর্ব। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।
১৯ অক্টোবর ২০১৮
ধন্যবাদ!
মন্তব্য করুন