My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

ক্ষণিক বিরতি


জীবনের মোহমায়া ছাড়তে পারিনি তাও কী এক বিষাদে
কখনো দাঁড়াই এসে পথের সীমায় তার - সুগভীর খাদে
অশরীরী সুরে ভাসে আকুল আহবান যেন সব হারাবার ।
নিজেকে হারাতে গিয়ে পরক্ষণে পিছু ফিরে তাকাই আবার ।
ঐ তো সোনালী দিন! খুব বেশি পিছে তাকে আসিনি তো ফেলে!
সুখ-দুখ মিলেমিশে স্মৃতির গহীনে আজো আছে আলো জ্বেলে ।
সময়ের সাথে সাথে পিছুপানে কোনো কিছু যায়নি হারিয়ে
ওখানেই মানেগুলো দাঁড়িয়ে রয়েছে জানি দু'হাত বাড়িয়ে ।
সামনে হেয়ালী আর অনিশ্চিত যাত্রাপথ বিবর্ণ আঁধারে
ক্ষণিক বিরতি নিতে পিছু ফিরে হাটি তাই স্মৃতির কাতারে ।



১১টি মন্তব্য


২৮ অগাস্ট ২০২০
"ক্ষণিক বিরতি খুব দরকার জীবনকে স্থবিরতা থেকে আটকাতে!"
১ সেপ্টেম্বর ২০২০
ধন্যবাদ!
২১ অক্টোবর ২০১৯
স্মৃতির অনাবিল সুখগাথা জীবন যেখানে বিশ্রাম নিয়ে আবার ছুটে চলে। সাবলিল গতিময়তা ভালো লাগল
২২ অক্টোবর ২০১৯
ধন্যবাদ!
১৮ অক্টোবর ২০১৯
সময় অতীত হয় তবে জীবনের ভিন্ন ভিন্ন ধাপে ঘটে যাওয়া ঘটনা বা চাওয়া পাওয়ার সবকিছুই থেকে যায় নিজস্ব জায়গায়। আগামীদিনে কী হবে বা হতে পারে তা শুধু ভাবা যায় কিন্তু নিশ্চিত করে বলা যায় না। তাই চলার পথে একটু বিরতি নিয়ে বিগত দিনের কথা স্মরণ করা আর আসন্ন দিনের জন্য প্রস্তুতি নেয়ার এক অসাধারণ আহবান! অফুরান প্রীতি ও অশেষ শুভেচ্ছা প্রিয় ও শ্রদ্ধেয় কবি।
১৯ অক্টোবর ২০১৯
ধন্যবাদ সুন্দর বিশ্লেষণাত্মক মন্তব্যের জন্য!
১৭ অক্টোবর ২০১৯
সুগভীর অর্থবহ। মানব জীবনের প্রবণতা, সুখ না দুখ বিচারে জীবনবাদী কবির চোখে হতাশার কুয়াশা কাটিয়ে জীবনের ঐশয্যটুকু্ বেশি ধরা পরে। ছন্দ চমৎকার৮/৮/৬=২২ মাত্রার মিশ্রবৃত্ত। অন্তমিল সুন্দর। গতিময়তা ও গীতিময়তা দুটোই পেলাম। সুতরাং শুভেচ্ছা অনিবার্য।
১৭ অক্টোবর ২০১৯
ধন্যবাদ!
১৭ অক্টোবর ২০১৯
অসাধারন ফেলে আসা সুখস্মৃতির কাব্য কথা, পাঠে মুগ্ধ হলাম। ধন্যবাদ প্রিয় কবিবন্ধু। শুভেচ্ছা রইলো আলোকিত আগামী প্রভাতের।
১৭ অক্টোবর ২০১৯
ধন্যবাদ!
১৭ অক্টোবর ২০১৯
জীবন চলার পথে , কখনো পান্থশালায় বিশ্রামে রাত কাটে । সুন্দর জীবনবোধের কাব্যগাথা । শুভেচ্ছা অশেষ, ভাল থাকুন প্রিয়কবি।
১৭ অক্টোবর ২০১৯
ধন্যবাদ! আপনিও ভালো থাকুন।
১৭ অক্টোবর ২০১৯
চমৎকার অসাধারণ কাব্য, বাস্তব কথা বলেছেন,ভালো থাকবেন সর্বদায়।
১৭ অক্টোবর ২০১৯
ধন্যবাদ :)
১৬ অক্টোবর ২০১৯
জীবন বোধের চমত্কার কবিতা । "সুখ-দুঃখ মিলেমিশে স্মৃতির গহীনে আজও আছে আলো জ্বেলে" খুব সুন্দর কবিতা ।শুভেচ্ছা জানবেন।
১৬ অক্টোবর ২০১৯
ধন্যবাদ!
১৬ অক্টোবর ২০১৯
অনিন্দ্য সুন্দর এ ফিরে তাকানো।আশায় যেন বুক বাঁধতে শেখায়।
১৬ অক্টোবর ২০১৯
ধন্যবাদ!
১৬ অক্টোবর ২০১৯
হয়েছে যা গত হয়নি অতীত দিয়ে গেছে গড়ে অনিশ্চিত ভবিষ্যতের মজবুত ভীত! অনন্য সুন্দর ভাবনার অসাধারণ প্রকাশে মুগ্ধ হলাম! শুভ কামনা সতত।
১৬ অক্টোবর ২০১৯
ধন্যবাদ!
১৬ অক্টোবর ২০১৯
বিরতি মানা প্রিয় কবি। চলার নাম ই জীবন; না মঞ্জুর হলো প্রিয় কবি। হার্দিক শুভকামনা রইল।
১৬ অক্টোবর ২০১৯
মানা করলেই কি চলবে? জীবনের ধর্মই হচ্ছে বিরতি নেয়া। তাই প্রতিদিনের একটা সময় ঘুমিয়ে কাটাই আমরা। একটানা কাজ করতে পারি না। বিরতি মানেই থেমে যাওয়া নয়। বরং প্রস্তুতি নিয়ে আবারও নতুন উদ্যমে শুরু করা।
১৬ অক্টোবর ২০১৯
তাও ঠিক। তাহলে এই থিম নিয়ে একটা কবিতা লিখবো কালকে, কালকে কেন এখনই। থেমে থেমে যেতে হয়, বাধা কেন অতিশয় নির্ঝরে কভু কী গো বারি ধারা বহে ধায়! দিন মান রবি কর মুদে আঁখি সাঁজ হলে বলে যায় গুড বাই, সবে জানে ধরা তলে। আলো কালো সবটাই জীবনের কতকথা রাতটাই ঘুমে ধরি, পাই মোরা সজীবতা। হাঃ হাঃ হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি। সজীবতা পাই মোরা, ঘুমোলেই
মন্তব্য করুন