My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

এই বরষায়


বিষাদের বাঁধ ভেঙে অঝোর ধারায়
আনমনে থেকে থেকে
মেঘের আড়ালে ঢেকে
গুমরে আকাশ কাঁদে এই বরষায়।
ঐ বুঝি শোনা যায় হাহাকার তার,
থমথমে গুরু ধ্বনি
ক্ষণে ক্ষণে তাই শুনি,
সাথে তার ঝরঝর ঝরে পারাবার।


প্রকৃতি মেতেছে বুঝি হেঁয়ালি খেলায়,
নূপুরের সুরে সুরে
দূর থেকে আরও দূরে
ভেসে যায় সুর তার বেলা-অবেলায়।
সূর্যের আলোরেখা অবাক মায়ায়
মেঘেদের ফাঁকে ফাঁকে
ক্ষণিকের হাসি আঁকে,
পরক্ষণে ঢাকে সবই আঁধার ছায়ায়!


বরষার ঘনঘোরে ভিজে এই মন
সকরুণ মেঘ দেখে
নিজেও বিষাদ মেখে
গেঁথে যায় স্মৃতিদের অলস কথন।
বিষণ্ণ প্রকৃতি ও বিরহী হৃদয়
দুই ক্ষরণের জলে
বিশুদ্ধ হবে বলে
ধুয়ে চলে জমে থাকা ধুলোর বলয়।


(রচনাকাল: ৩০ জুন ২০১৭ ইং)



১০টি মন্তব্য


৮ জুলাই ২০১৭
ঠিকই বলেছেন,কবিতার উতকৃষ্ঠ রূপই গান।গান মানেতো সুর আর কবিতা মানে ছন্দ।ছন্দ বাক্য বিন্যাসের উপর নির্ভর করে।তবে গান এর ক্ষেত্রে প্রথাগত মাত্রার বাধ ভেঙ্গে এবং অন্তমিলের ব্যবহার ছাড়াও অধুনা শিল্পী গীতিকাররা গানের চর্চা করছেন।আমাদের সুরের অভ্যাস বদলে নিশ্চয় এ অবদান কে অস্বীকার করা যাবে না। এ প্রজন্মের একজন কবি আমাকে বলেছিলেন আমরা যে ভাষায় কথা বলি সে ভাবে কবিতা লিখতে হবে। আমাকে প্রশ্ন রেখেছিলেন আপনার কবিতা কি গান হবে? আজ আপনার কথায় আবার সে কথা চলে এলো। যে কবিতা গান হতে পারে তা কবিতার একটি ধারা। এ ছাড়াও আরও অনেক বিষয়াদি আছে যা কবিতার টেকসইয়ের ব্যাপারে ভূমিকা রাখে।জীবননান্দের কটি কবিতা গান হয়েছে? যে গুলি গান হয়েছে তা শিল্পীর গলায় এসেছে কতো পরে?অথচ বনলতাকে তিনি জীবন্ত প্রেমিকা মানবী বানিয়ে ছেড়েছেন। সুতরাং টিকে থাকার বিষয়টি আপেক্ষিক। সব কবিতার ভেতরই সুর থাকে কোনটা।কোনটা প্রকট কোনোটা লুপ্ত।এই যে সুরের প্রকার তা পাঠককে কোন না কোন ভাবে স্পর্শ করে তাই তো পাঠক মুগ্ধ আবেশিত হয়। অনেকদিন পরে আপনার সাথে দীর্ঘ কথা হলো। অনেক ভালো থাকেন প্রিয়।
৮ জুলাই ২০১৭
ধন্যবাদ সুন্দর বক্তব্যের জন্য। আপনার সাথে আমিও একমত। ছন্দ মানেই শুধু গতানুগতিক হিসাবের অন্তর্ভুক্ত নির্দিষ্ট কিছু প্রকারভেদে সীমাবদ্ধ না। ছন্দ হল শব্দের এবং অর্থের এক সুষম ব্যঞ্জনা যা উচ্চারণকালে সুললিত হয়ে ধরা দেয় কানে। সে হিসাবে জীবনানন্দের প্রতিটি কবিতাই অসাধারণ ছন্দময়। সেজন্যেই তা টিকে আছে এবং থাকবে।
৮ জুলাই ২০১৭
ঝরঝরে একটি লেখা।সুরটাও মসৃন। কবির সুরের প্রতি এই ঝোঁক ভাল লাগলো। ভুল বললাম নাতো? শুভেচ্ছা।
৮ জুলাই ২০১৭
ধন্যবাদ! আমার কাছে কবিতা মানেই ছন্দ, আর ছন্দ মানেই সুর। তাই আমার মতে কবিতার উৎকৃষ্ট রূপই হলো গান। যে কবিতায় এই সুর বিরাজ করবে না, মানুষের হৃদয়ও সেই কবিতাকে খুব বেশিদিন ধরে রাখতে পারবে না। কালের অতলে তা হারাবেই।
alak sarkar
alak sarkar
৪ জুলাই ২০১৭
Bhalo laglo subechha roilo
৪ জুলাই ২০১৭
ধন্যবাদ!
১ জুলাই ২০১৭
এই বরষায় সব ক্লেদ ধুয়ে যায়। প্রকৃতি অপরূপা হয়ে ওঠে তা দেখে মন ও নির্মল হয়ে ওঠে।
৪ জুলাই ২০১৭
হ্যাঁ। ধন্যবাদ।
১ জুলাই ২০১৭
ধুয়ে মুছে পরিষকার হয়ে যাক সব।
৪ জুলাই ২০১৭
সহমত। ধন্যবাদ।
১ জুলাই ২০১৭
বরষার জলে ধুয়ে যাক সব গ্লানি... কাব্য ভাবনা মন ছুঁয়ে গেল ! একরাশ বর্ষা সিক্ত শুভেচ্ছা !
১ জুলাই ২০১৭
ধন্যবাদ :)
১ জুলাই ২০১৭
অসম্ভব সুন্দর ছন্দময় বর্ষার কবিতায় মুগ্ধ হলাম। অনেক শুভেচ্ছা জানবেন কবি।
১ জুলাই ২০১৭
আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই :)
১ জুলাই ২০১৭
বাহ্!! বেশ
১ জুলাই ২০১৭
ধন্যবাদ :)
১ জুলাই ২০১৭
অনিন্দ্য সুন্দর! তবে, ভেঙ্গে শব্দটি ভেঙে লিখলে ভালো হয়। ভেঙ্গে - তিন মাত্রা (মাত্রাবৃত্ত) ভেঙে- দুই মাত্রা। ছন্দের এমন কারুকাজ কমই দেখা মেলে। শুভকামনা প্রিয়।
১ জুলাই ২০১৭
ধন্যবাদ কবীর ভাই! "ভেঙে" করে দিলাম। আমি ভেবেছিলাম উচ্চারণগত দিক দিয়ে দুই বানানই এক। তবে সংশয় রাখার চেয়ে পরিবর্তন করে দেয়াটাই যুক্তিযুক্ত মনে হল।
১ জুলাই ২০১৭
সিক্ত হলাম কবিতার বর্ষায়!! আমার কবিতাখানি আজ একই বিষয়ে। ভাল লাগা রেখে গেলাম কবিবর।
১ জুলাই ২০১৭
ধন্যবাদ!
মন্তব্য করুন