My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

তবুও তো সুর এসেছে


অবেলায় সুর এসেছে
সে সুরের মূর্ছনা দূর বহুদূর ভেসেছে
বিরহের গান নেই, তবুও তো সুর এসেছে ।।


আনমনা লয়ে তার ভাষাহীন কথা
বুঝি না কিছুই আমি
তবু তার কী যে আকুলতা!
তোমার হারানো স্মৃতি সংগোপনে
কাঁদাবে বলেই সেই সুরে মিশেছে ।।


স্মৃতির আড়ালে স্মৃতি, কিছু ছবি তার
সময়ের ধুলো ঝেড়ে জেগেছে আবার!


আমাকেও পিছু টেনে ফেলে আসা বাঁকে
অচেনা সুরের মাঝে
ফেরালো সে পুরানো তোমাকে।
আবার সে চোখে আঁকা হাসির টানে
শূন্যতাকেই মন ভালোবেসেছে ।।



ছন্দ: মাত্রাবৃত্ত, পূর্ণপর্ব: ৪, অপূর্ণপর্ব: ১, ২
রচনাকাল: ৮/২০/২০১৮ ইং



২৬টি মন্তব্য


২২ ফেব্রুয়ারি ২০২২
পুরো কবিতাটাই অসাধারণ। তবে শেষ লাইনটা খুব ভালো লাগলো। আর কবির অনেকগুলো লেখা পড়েছি। তা থেকে বুঝলাম, কবি প্রকৃতার্থেই একজন কবি। অসাধারণ লেখেন আপনি। শুভকামনা নিরন্তর সম্মানিত কবি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
২২ ফেব্রুয়ারি ২০২২
ধন্যবাদ দিপু! :)
৬ সেপ্টেম্বর ২০১৮
অবেলায় অচেনা সুরের মাঝে জীবন ভরে থাকুক। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কবিবন্ধু
৬ সেপ্টেম্বর ২০১৮
ধন্যবাদ!
১ সেপ্টেম্বর ২০১৮
জন্মদিনের শুভেচ্ছা রইলো শ্রদ্ধেয় কবি। অনেকানেক শুভ কামনা রইল। ভালোথাকুন সবসময়।
২ সেপ্টেম্বর ২০১৮
ধন্যবাদ :)
২৮ অগাস্ট ২০১৮
সুপ্রিয় কবি ও এডমিন মহোদয়ের শুভ জন্মদিনে প্রাণের গভীর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই!! তাঁর দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করি!! অনুভূতির অনিন্দ্য কাব্যিকতায় বিমোহিত! শুভকামনা ও শুভেচ্ছা নিরন্তর...
২৯ অগাস্ট ২০১৮
অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
২৮ অগাস্ট ২০১৮
কবিতা আসর সারা বিশ্ববাসীর হৃদয় প্রাণ, এ আসর শ্রেষ্ঠ রত্ন,সবার প্রিয় এডমিনের দান, শত শুভেচ্ছা জানাই এই শুভ জন্ম দিনে। শত ফুল ফুটে উঠুক এই পবিত্র শুভক্ষণে। জন্মদিনের শুভেচ্ছা।
২৯ অগাস্ট ২০১৮
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৮
শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা । কবিতায় ভালোলাগা রইল।
২৯ অগাস্ট ২০১৮
ধন্যবাদ শ্রাবনী সিংহ!
২৮ অগাস্ট ২০১৮
শুভ জন্মদিন প্রিয় কবি। সুর শুধু আসেইনি। সুরের বন্যা বয়ে গেছে। চমৎকার গীতি কবিতায় মন ভরে গেল।
২৯ অগাস্ট ২০১৮
হা হা হা! ধন্যবাদ! তবে সত্যি সত্যি সুরের বন্যা বয়ে গেছে বলে মনে হচ্ছে না! এই গানে সুর দিতে গেলে কিছু শব্দগুচ্ছে কিছুটা হোঁচট খেতে হতে পারে বলে মনে হচ্ছে। নিয়মিত অধ্যবসায় করতে পারলে সময়ের সাথে সাথে লেখার হাত আরও একটু সাবলীল হবে হয়তো ভবিষ্যতে।
২৮ অগাস্ট ২০১৮
অপরাহ্নের আলো। জন্মদিনের অনন্ত শুভেচ্ছা রইল।
২৯ অগাস্ট ২০১৮
অনেক অনেক ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৮
জন্মদিনের শুভকামনা। আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাকে। ভালো থাকুন।
২৯ অগাস্ট ২০১৮
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৮
"অবেলায় সুর এসেছে সে সুরের মূর্ছনা দূর বহুদূর ভেসেছে" গভীর আবেগ ভরা ভাবনা , কাব্য প্রকাশ !! শুভজন্মদিনের শতসহস্র শুভকামনা জানাই প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
২৯ অগাস্ট ২০১৮
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৮
কিছু শব্দ হৃদয় থেকে রেখে গেলাম পাতার মাঝে, হাজার হাজার দামির ভিড়ে হয়তো এরা খুবই বাজে! তবু এরা খুশির দিনের ছোট্ট কিছু উপহার; শুভ এই জন্মদিন আসে যেন বারবার!
২৯ অগাস্ট ২০১৮
এরকম কিছু শব্দই মূল্যবান সম্পদ হয়ে থাকবে। ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৮
শুভ জন্মদিন। এই দিন বিশেষ দিন প্রতি বছর ফিরে আসুক নয়ন ভরা নতুন আলো, কণ্ঠ ভরা গান আর প্রাণ ভরা সুখের প্রতিশ্রুতি নিয়ে।
২৯ অগাস্ট ২০১৮
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৮
জন্মদিনের শুভকামনা । কবিতা বেশ সুন্দর ।
২৯ অগাস্ট ২০১৮
ধন্যবাদ!
২৭ অগাস্ট ২০১৮
মন্তব্যে দেখলাম প্রায় সব কথা বলা হয়ে গেছে। তবু ভালো লাগলো, "তবুও তো সুর এসেছে ।। "স্মৃতির আড়ালে স্মৃতি,"- ভাবনা ভাবায়। অসাধারণ। ভালো থাকবেন প্রিয় কবি। শুধু শুভ জন্মদিনের একটি দিন নয় সারা বছর ভালো থাকবেন- এই প্রার্থনা করি। আন্তরিক শুভকামনা জানাই আপনাকে।
২৯ অগাস্ট ২০১৮
অনেক ধন্যবাদ!
২৭ অগাস্ট ২০১৮
"ছন্দ মেনে কবিতাঃ ৪২" শিরোনামে কবির লেখা এই কবিতাটি নিয়ে আলোচনার পাতায় লেখা দিলাম। কবি আমার শুভেচ্ছা নেবেন। অনেক অনেক ভালো থাকুন।
২৯ অগাস্ট ২০১৮
ধন্যবাদ! আপনার বিশ্লেষণমূলক লেখাটি পড়ে এলাম। ভালো থাকবেন!
২১ অগাস্ট ২০১৮
অনন্য লেখা পাঠে একরাশ মুগ্ধতা রেখে গেলাম প্রিয়কবি, শুভকামনা সতত, ঈদ মোবারক ভাল থাকবেন
২৪ অগাস্ট ২০১৮
ধন্যবাদ!
২১ অগাস্ট ২০১৮
দারুণ আবেগময় বিরহের প্রকাশ। চমৎকার শব্দের যাদুতে আবেশীত কাব্য পাঠে মন ভরে গেল প্রিয় কবিবর। অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা জানালাম।
২২ অগাস্ট ২০১৮
ধন্যবাদ!
২১ অগাস্ট ২০১৮
পরম সৌন্দর্যে আবৃত কাব্য। পাঠ করলাম বারেবার। অভিনন্দন কবি ।
২১ অগাস্ট ২০১৮
ধন্যবাদ :)
২১ অগাস্ট ২০১৮
সময়ের ধুলো ঝেড়ে জেগে উঠা স্মৃতির মনোমুগ্ধকর উপস্থাপনা! আন্তরিক শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
২১ অগাস্ট ২০১৮
ধন্যবাদ!
২১ অগাস্ট ২০১৮
স্মৃতির আবেশ নিয়ে সুন্দর প্রেমের প্রকাশ।শুভকামনা প্রিয় কবিবর
২১ অগাস্ট ২০১৮
ধন্যবাদ...
২১ অগাস্ট ২০১৮
কি অসাধারণ লিখেছেন কবিবর মনোমুগ্ধকর নান্দনিক কাব্য ।শুভেচ্ছা রইল
২১ অগাস্ট ২০১৮
ধন্যবাদ :)
২১ অগাস্ট ২০১৮
দারুন ছন্দে প্রেমভরা কবিতা! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন প্রিয় কবি।
২১ অগাস্ট ২০১৮
ধন্যবাদ!
২১ অগাস্ট ২০১৮
কি অপূর্ব! অনবদ্য! অনেক শুভেচ্ছা।
২১ অগাস্ট ২০১৮
ধন্যবাদ!
২১ অগাস্ট ২০১৮
স্মৃতির চাদরে আবেশ জাগে! আমার যে ও সুর চেনা লাগে! সুন্দর উপস্থাপনা। শুভেচ্ছা অশেষ প্রিয় কবি ।
২১ অগাস্ট ২০১৮
ধন্যবাদ!
২১ অগাস্ট ২০১৮
দু'তিন দিন আগে পড়ছিলাম ১৪/৯....শুরুর কবিতা।তারপর একে একে,,, আজকের কবিতার মাত্রার কোন কথা বলবো না আজ এ কবিতাটি পড়ে যে ভাবে অনুভব ছুঁয়ে গেলো তা আরো কতকবার বাধ্য করলো পড়তে। কবিকে খুব অচেনা মনে হলো আজকের লেখার শব্দ চয়ন ও বাক্য বিন্যাসে। কবি খুুউব সন্তর্পণে কিছু শব্দের শরীর আলতো করে ছুঁয়ে গভীর মগ্নতায় এক সুর তুললেন।বাক্যের শরীর উপচে সে সুর তন্দ্রাচ্ছন্ন করবে পাঠককে। কবিতার দু'এক জায়গায় একটু মনোযোগ দরকার যেমন শে্ষের আগের লাইনে চোখের ও .. এখানে ও শব্দটি যদি না ব্যবহার করেও মাত্রা মিলানো যেত। এরকম আরও যেখানে সুর কিছুটা অসসৃণ... কবির প্রতি ভালবাসা।
২১ অগাস্ট ২০১৮
ধন্যবাদ সআ! ছন্দের মাত্রা ঠিক থাকলেও ঐ এক জায়গাতে আমার নিজেরই খটকা ছিলো। এখনও আছে। আপনি বলায় আবারও 'চোখ ও হাসি'-কে বদলানোর চেষ্টা করবো। এছাড়া প্রথম কলিতে দু'বার 'এসেছে' শব্দ দিয়ে অন্ত্যমিল দেয়াটা আমার কাছে অন্ত্যমিলের দুর্বলতা হিসেবে রয়ে গেছে। অন্য কোনো শব্দের প্রয়োগে নতুন যে ভাবনার সৃষ্টি হয়, তা আমার এ গানের ভাবের সাথে যায় না বলেই দু'বার 'এসেছে'র পরিবর্তন করতে পারিনি। এ দু'টি ছাড়া আরও কোনো বিষয়ে যদি নজর দেয়া দরকার মনে করেন তবে নির্দ্বিধায় জানাবেন প্লিজ। কিছুদিন আগে ফেসবুকে শ্রদ্ধাভাজন মোহাম্মদ রফিকউজ্জামান 'বহুদিন গান আসেনি' (http://www.gaanerpata.com/zaman1943rafiq/bohudin-gaan-asheni/) নামে একটি গান লিখেছিলেন। তারপর তাঁর বাংলা গান রচনাকৌশলের পাতায় অন্যদের আহবান জানিয়েছেন সে গানের শব্দ চয়ন, পরিমাপ, পঙক্তি ইত্যাদের অনুসরণ করে নিজস্ব ভাবনায় গানের কবিতা লিখতে। 'বহুদিন গান আসেনি' কথাটির তালে তালে মাথায় ঘুরছিলো 'তবুও তো সুর এসেছে'। নানা কাজের ব্যস্ততায় লেখার সুযোগ না পেলেও শব্দগুলো মাথা থেকে বের হচ্ছিলো না। অবশেষে কোনোমতে 'বহুদিন গান আসেনি'-র ছন্দ ও মাত্রায় এটি লিখে শেষ করলাম। তবে মোহাম্মদ রফিকউজ্জামান আংকেলের গানটির যেসব দিক এখানে ধরতে পারিনি তা মন্তব্যে তাঁকে এভাবে জানিয়েছি: "মাত্রাবৃত্তে পূর্ণপর্ব ৪ মাত্রার ধরলে ছন্দের মাত্রা হয়তো আপনার গানের মতো হয়েছে, তবে অন্ত্যমিলে আপনার ধারাটা ধরে রাখতে পারিনি। আস্থায়ী ও সেতুবন্ধ পঙক্তিগুলোয় 'আসেনি' শব্দের আগের শব্দ দিয়ে আপনি মিল দিয়েছেন। আমি শেষের শব্দটি দিয়েই মিল দিয়েছি। সেখানেও আস্থায়ীতে দু'বার 'এসেছে' শব্দের ব্যবহার অন্ত্যমিল প্রয়োগের দুর্বলতাকেই প্রকট করছে। এছাড়া অন্তরা ও আভোগে আপনি যে একই অন্ত্যমিল বজায় রেখেছেন (নাম, পরিনাম, হারালাম, দাঁড়ালাম), সেটাও বজায় রাখতে পারিনি। অন্তরাতে যে অন্ত্যমিল দিয়েছি তার সাথে আভোগের অন্ত্যমিলের মিল নেই। " https://www.facebook.com/chandroBikkhon/posts/1086895864801182
২১ অগাস্ট ২০১৮
ঘুমের লাগি গিয়েছিলাম পাতা থেকে চলে, হঠাৎ দেখি কাব্য তোমার সুরের কথা বলে। লগ-ইন করে কাব্য পাঠে মনের আকুলতা, প্রেম বিরহের মধুর প্রীতি হৃদয়ের ব্যকুলতা।
২১ অগাস্ট ২০১৮
ধন্যবাদ :)
মন্তব্য করুন