My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

পাগল বলেন মন্দ কি


পাগল বলেন মন্দ কি?
পাগল মানেই পাগলামিতে
মাতবে মজার মাতলামিতে
তাই) পাগল নিয়ে দ্বন্দ্ব কি?


পাগল নিয়ে কেউ লিখে যায় গান,
ভালোবাসায় কেউ বা পাগল প্রাণ!
পাগল যদি কামড়ে না দেয়
কেউ পাগলের হিসাব কি নেয়
থাকলে পরেও পাগল পাগল গন্ধ কি?
পাগল বলেন মন্দ কি?


মনের ভিতর পাগল আছে যার
বন্দী তাকে রাখবে কতোই আর?
কখনও তো খোলস-বিহীন
পাগল হয়েই কাটুক না দিন!
চাইলে পরেই পাগলামি হয় বন্ধ কি?
পাগল বলেন মন্দ কি?



৩০টি মন্তব্য


২৮ অগাস্ট ২০১৮
"মনের ভিতর পাগল আছে যার বন্দী তাকে রাখবে কতোই আর" অমোঘ কথামালা । মন ছুঁয়ে গেলো কবিবর।শুভ জন্মদিনে অন্তরের অন্তস্থল থেকে গভীর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই কবিবর ।শত বসন্ত আসুক ।
৭ মে ২০২৩
ধন্যবাদ!
২ সেপ্টেম্বর ২০১৭
কবি, আগামী ৫ই সেপ্টেম্বর দিন পনেরোর জন্য উত্তরাখণ্ড বেড়াতে যাচ্ছি। তাই, পাতায় অনুপস্থিত থাকবো ওই কদিন। ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।
৪ সেপ্টেম্বর ২০১৭
আপনিও ভালো থাকুন। শিঘ্রই আপনাকে আসরে ফিরে পাওয়ার অপেক্ষায় রইলাম।
৩০ অগাস্ট ২০১৭
কম পোস্ট পাই।কিন্তু যা পাই সবই মনজ্ঞ এবং সুন্দর।অশেষ শুভকামনা।
৩১ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
৩০ অগাস্ট ২০১৭
অসাধারন। যেমন সুন্দর ছন্দ। তেমনি অর্থবহ লাইন। খুব খুব ভাল লাগল। জন্মদিনের শুভেচ্ছা একটু দেরিতে।
৩০ অগাস্ট ২০১৭
ধন্যবাদ :)
২৯ অগাস্ট ২০১৭
শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷
৩০ অগাস্ট ২০১৭
ধন্যবাদ :)
২৮ অগাস্ট ২০১৭
শুভ শুভ শুভ জন্মদিন। শুভ জন্মদিন। শত কাজের মাঝে, সকাল এবং সাঁঝে; হোক না তা' রঙিন॥ এই যে মানবজীবনখানি, এই যে মানুষ প্রাণ, এই মানুষের তরে জীবন গেয়ে উঠুক গান। এই মানুষের মাঝেই আজি শোধতে হবে ঋণ॥ আকাশের ঐ রবি যেমন ছড়িয়ে দেয় আলো, রাতের তারা-চন্দ্র যেমন ঘুচায় গহীন কালো। তেমনি তুমি প্রদীপ হয়ে মর্ত্যলোকে এলে, কাব্যচাষের ক্ষেত্রভূমি তৈরী করে গেলে। কর্মে তুমি থাকবে বেঁচে, উঠবে আলোয় ভরে, তোমার গুণের কীর্তন গান গাইবে সমস্বরে, কীর্তি তোমার উজ্জ্বলতর থাকবে চিরদিন॥ ২৮/০৮/২০১৭ মিরপুর, ঢাকা।
২৮ অগাস্ট ২০১৭
অনেক অনেক ধন্যবাদ কবীর ভাই, এমন সুন্দর একটি গান রচনা করার জন্য জন্মদিন উপলক্ষ্যে। জানি না এই গানের কতটুকু যোগ্য হতে পেরেছি।
২৮ অগাস্ট ২০১৭
শুভ জন্মদিন।
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
শুভ জন্মদিন, কবিকে শুভেচ্ছা। ভালো থাকুন কবি, এই প্রার্থনা করি।
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
শুভ জন্মদিন !! দিনটি হোক রঙ্গিন। আজকেরই এই দিনে সবকিছু হোক নতুন করে।
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
শুভ জন্মদিন। আনন্দের দিনে হোক না একটু পাগলামী!!
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
বর্তমান বিশ্বে পাগল নয় কে! সুরেলা ছন্দগীতে উদাস হয় মন। জন্মদিনের শুভেচ্ছা রইল প্রিয় কবি।
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ! পাগল তো অনেকেই। কিন্তু খাঁটি পাগল হতে পারা ভাগ্যের বিষয়!
২৮ অগাস্ট ২০১৭
কবির শুভ জন্মদিনে পাগলামির রকমফের নিয়ে এই বিচিত্র রসাত্মক মনোরম কবিতাটি পাঠ করলাম l কবিকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা l শুভ জন্মদিনে কবিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা l এই দিন ফিরে আসুক বার বার l
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
শুভ জন্মদিনে শুভেচ্ছা জানাই। ভাল থাকবেন।
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
জন্মদিনের শুভেচ্ছা থাকলো কবি ।
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
পাগল মানুষই খাঁটি মানুষ।আজ আপনার জন্ম দিন।তাই জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল ।🌹🌹🌹
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
শুভেচ্ছা জন্মদিনের
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
প্রিয় কবি, সুন্দর কাব্য ভাল লাগল। শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল। কেক পাঠিয়ে দিবেন। আমার বাড়ি নীলফামারী।
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ! নিলফামারীর কোথায় আপনাদের বাড়ি? আমি নিলফামারী সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে পড়ালেখা করেছি ৩ বছর। ৯০-এর দশকে।
২৯ অগাস্ট ২০১৭
নীফামারী শহরের উত্তরে মানিকের মোড় হতে ৮ কিঃমিঃ দুরে রামগঞ্জ বাজার ।
২৮ অগাস্ট ২০১৭
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা- ভালো থাকুন সুস্থ থাকুন চিরকাল------
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
শুভ জন্মদিন প্রিয় কবি, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকুন সর্বদা।
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
সুন্দর গীতিকাব্য বেশ অনুভব । শুভ হোক জন্মদিন ও আগামী । ধন্যবাদ জানবেন প্রিয় কবিবর ।
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
শুভ জন্মদিন প্রিয় কবি। ঠিকই বলেছেন- এই দুনিয়ায় সবাই পাগল। কেউ রবের পাগল, কেউ ভবের পাগল কেউ ধনের পাগল, কেউ জনের পাগল।
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল পল্লব ভাই।
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৮ অগাস্ট ২০১৭
শুভ জন্মদিনের শুভেচ্ছা। পাগল মনের দারুন ছন্দময় গীতিকবিতা।
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
২৭ অগাস্ট ২০১৭
শুভ জন্মদিন!দুর্দান্ত!
২৮ অগাস্ট ২০১৭
ধন্যবাদ!
১৬ অগাস্ট ২০১৭
অনেক অনেক সুন্দর-অসাধারণ-অনেক শুভেচ্ছা কবি--
২১ অগাস্ট ২০১৭
ধন্যবাদ :)
২৯ জুলাই ২০১৭
চমত্কার কথা বললেন প্রিয় কবি," মনের ভিতর পাগল আছে যার/বন্দী তাকে রাখবে কতোই আর?" শুভকামনা সতত।
২৯ জুলাই ২০১৭
ধন্যবাদ!
২৭ জুলাই ২০১৭
কিছু কিছু পাগলামি বড় ভাল লাগে ! সুন্দর উপস্থাপনা ! আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করি !
২৭ জুলাই ২০১৭
ধন্যবাদ!
২৭ জুলাই ২০১৭
অসাধারন ভাবনার দারুন ছন্দময় কাব্যে অভিভূত! প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম। ভালো থাকুন সবসময়!! অনেক দিন পরে। কেমন আছেন প্রিয় কবি?
২৭ জুলাই ২০১৭
ধন্যবাদ! আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
২৭ জুলাই ২০১৭
পাগলামিটাই পাগল এমন। শুভেচ্ছা অবিরাম কবি।
২৭ জুলাই ২০১৭
ধন্যবাদ :)
২৭ জুলাই ২০১৭
পাগল্পারা কবিতার ছন্দে আমারও পাগল হতে ইচ্ছে করছে খুব। :) অনেক ভাল লাগা কবিতার ছন্দ জুড়ে । শুভেচ্ছা রইল।
২৭ জুলাই ২০১৭
ধন্যবাদ!
মন্তব্য করুন