My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

লিমেরিক-১


চলার পথে হঠাৎ খ্যাপা গরু এলে তেড়ে
ব্যাগটা ফেলে আমিও চো চো দৌড় লাগালাম ঝেড়ে।
যতোই আমি পালাই খিঁচে
শিং বাগিয়ে গরুও পিছে
দৌড়ে এসে এক গুঁতোতেই লুঙ্গি দিলো ফেড়ে!



(লিমেরিক সম্পর্কে যতটুকু জেনেছি তাতে পঞ্চপদী এই ছড়ায় গুরুভার কোনো বিষয়বস্তু থাকবে না। হাস্যরসাত্মক ও অনেকটা অর্থবিহীন বক্তব্য থাকবে কেবল। লিমেরিক লেখার প্রথম প্রচেষ্টায় তাই তেমনটাই চেষ্টা করলাম। এটি পড়ে যদি মজা পান তবেই চেষ্টা সার্থক হয়েছে বলে মনে করবো।)



১০টি মন্তব্য


২৫ অক্টোবর ২০১৯
আপনার এ ধারণা একেবারেই ভুল যে লিমেরিক অনেকটা অর্থ বিহীন। লিমেরিক অবশ্যই হাস্যরসাত্মক কিন্তু সেই হাস্যরসের মধ্যেই লুকিয়ে সুপ্তভাবে থাকে অনেক গূঢ় তথ্য। যেমন একটা লিখছি। পান্তা ভাতে কান্তা খুড়ি ছেলে পিলে বিদেশ থাকে ভিক্ষা করেই কান্তা পোষে অনাথ ঐ শাবক টাকে। রাস্তা থেকে কুড়িয়ে এনে জড়িয়ে নিছে তার ঐ প্রাণে, দান দখিনায় আমরা বাড়া, দিতে নারি খুচরো তাকে। লিখতে গিয়ে চোখে জল এসে গেল প্রিয় কবি। রসাত্মকের সাথে সাথে, এমন কিছু লিখবার চেষ্টা করবেন লিমেরিকে। হার্দিক শুভকামনা রইল।
২৮ অক্টোবর ২০১৯
ধন্যবাদ!
২৮ অক্টোবর ২০১৯
আমি একটি শান্ত শিষ্ট , হবে।
২৮ অক্টোবর ২০১৯
রাগ করলেন না তো প্রিয় কবি। একটি শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক কখন কাকে কী জে বলি, কাকে কখন করিই ভুক। দন্ত আমার শাণ বাঁধানো কন্ঠ যে দা হারায় শুনো, সামনে কে যে ভুলেই যে যাই, তাও ভাবি নে; ভাবনা টুক! হাঃ হাঃ হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
২৬ অক্টোবর ২০১৯
“জকি” (সারমর্মঃ সরকারের দরবার হতে ক্ষতিপূরণ তা সে যত ক্ষুদ্রই হোক না কেন, বছরের পর বছর কেটে যায় তা আদায়ে, যা কীনা এক নিমেষেই হতে পারতো। অথচ সে দাবি আদায়ে কতই না চিঠি চাপাটি আর ধর্ণা ও পথ অবরোধ) বাপ রে বাপ গরুর শিঙ, গুতিয়ে দিল সত্যি নাকী লুঙ্গি ছিঁড়ে ব্যথা খেয়েই বলুন দাদা কান্ড সে কী! লিখবো চিঠি সরকারে অনেক টাকার দরকারে, খরপোষ তো আদায় নিবই, নইলে নিব গরুর জকি। থাকলে জকি বাঁধবে গরু ঘোড়ার মালিক সেই না কী না! এমন তেমন কান্ড তো আর, রাস্তা ঘাটে আর হবে না। মিটিং মিছিল অবরোধেই থাকবে হতে অবাধেতেই, তড়িৎ করুন পত্র ধরুন, বলেই ফেলুন দেবেন কী না। শুভকামনা।
২৫ অক্টোবর ২০১৯
দারুণ হয়েছে। শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
২৮ অক্টোবর ২০১৯
ধন্যবাদ!
২৫ অক্টোবর ২০১৯
বাঃ অসাধারণ।অনবদ্য ছান্দসিক,মজাদার লিমেরিক কাব্য মন-প্রাণ ভরে উপভোগ করলাম।সদা ভালো থাকুন।শুভেচ্ছা ও শুভকামনা রইল চিরন্তন প্রিয় কবিবর।
২৮ অক্টোবর ২০১৯
ধন্যবাদ নাসিরউদ্দিন তরফদার!
২৫ অক্টোবর ২০১৯
অপূর্ব লিমেরিক কবিতা । শুভেচ্ছা অন্তহীন ,কবি বন্ধু।
২৫ অক্টোবর ২০১৯
ধন্যবাদ প্রণব দা!
২৫ অক্টোবর ২০১৯
একদম খাঁটি লিমেরিক। খুবই ভালো লাগলো। তবে, 'ব্যাগটা ফেলে আমিও চো চো দৌড় লাগালাম ঝেড়ে'। এখানে একটু ছন্দতালের খামতি আছে। এখানে একটি 'চো' বাদ দিলে, মনো হয় ছন্দের কারময়তা প্রকাশ পাবে সবলভাবে। শুভ কামনা কবি আশফাক পল্লব।
২৬ অক্টোবর ২০১৯
ব্যাগটা ফেলে আমিও চো চো; দৌড় লাগালাম ঝেড়ে। একটা সেমিকোলন বা কমা এখানে দিলেই তরল সরল ভাবে ছন্দ বদ্ধ হয়ে ওঠে। আমি তো এভাবেই পাঠ করেছি প্রিয় কবি। অপূর্ব সুন্দর লিমেরিক। তবে লিমেরিক সম্বন্ধে আমার মতামত আমি আমার মন্তব্যে দিয়েছি। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।
২৫ অক্টোবর ২০১৯
ধন্যবাদ কবীর ভাই! ‘আমিও’-কে দুই মাত্রায় (আ + মিও) উচ্চারণ করলে দেখবেন ‘চো চো’ দিয়েই ছন্দ মিলছে।
২৫ অক্টোবর ২০১৯
'আমিও চো চো' আর 'আমিও চো'; মনে হয়, পড়তে গিয়ে 'আমিও চো'-তেই বেশি স্বাচ্ছন্দ‌্যবোধ হচ্ছে। এখানে, 'আমিও' শব্দটি ৩ মাত্রারই মনে হয়। শুভ কামনা প্রিয়। তবে, আমিও-এর ও-টা বাদ দিলেও তালময় হয়।
২৫ অক্টোবর ২০১৯
মন ছুঁয়ে গেল কাব্যিকতা ।শুভেচ্ছা কবিকে ।
২৫ অক্টোবর ২০১৯
ধন্যবাদ!
২৫ অক্টোবর ২০১৯
হা হা হা ।সুন্দর লিমেরিক শিং ওয়ালা খ্যাপা গরু হঠাৎ এলো তেড়ে তাই না দেখে দিলাম ছুট যা যা ছিলো ছেড়ে গরুটিও তেমনি ত্যাড়া শিং উচিয়ে ছুটলো খাড়া নাগালে না পেয়ে আমায় বোকা পঞ্চাকে দেয় ফেঁড়ে।। শুভেচ্ছা জানবেন।
২৫ অক্টোবর ২০১৯
ধন্যবাদ! আপনার লেখাটিও বেশ মজার হয়েছে!
২৫ অক্টোবর ২০১৯
ছড়া লিমেরিক ভাল লাগল,ধন্যবাদ।
২৫ অক্টোবর ২০১৯
ধন্যবাদ!
২৫ অক্টোবর ২০১৯
মজাদার
২৫ অক্টোবর ২০১৯
ধন্যবাদ!
২৫ অক্টোবর ২০১৯
হা হা বেশ মজাদার। আমিও গরু ভয় পাই! খ্যাপাটে ষাঁড়ের গুতু খেয়ে বিদঘুটে এক ভয় বসেছে পেয়ে দেখলে এখন ষাড় কাপে বুক-ঘাড় এই যেনো আসলো ধেয়ে!
২৫ অক্টোবর ২০১৯
হা হা হা! ভালো বলেছেন! ধন্যবাদ!
মন্তব্য করুন