My Poems

Writing Bangla poems is one of my hobbies. I usually publish them on Bangla-Kobita website. You may also find them bellow.

Poems - Page 7


নিরবধি

জলে ঢেউ খেলে আকাশের তারা
ছায়াঘেরা মায়াময়,
বাতাসের টানে গাছে গাছে যেন
নীরবতা কথা কয়।
বিস্তারিত

কথার কথা

কথার সাথে মুখ শধু নয়
কানও লাগে মিষ্টি,
রুক্ষ্ণ কথাও মিষ্টি কানে
মধুর ঝরায় বৃষ্টি।
বিস্তারিত

গাধা

এক দেশে এক গাধা ছিলো
এক দেশে এক গাধা,
নাকের কাছেই মুলো ছিলো,
মুখ ছিল তার বাঁধা।
বিস্তারিত

উল্টো ছড়া

যা কিছু বলতে গেলে
ছন্দ খেলে,
দ্বন্দ খেলে ছন্দ জুড়ে,
সে লেখা লিখবো নাকি?
বিস্তারিত

আমিও আছি

সময়গুলো ভিন্ন ধারায় বয় যদি তাও
একই সুরে আজও তুমি সুর গেঁথে যাও।
একই আবেশ আজও মনে ঢেউ তোলে, আর
দু'জন মিলেই চলছি বেয়ে সেই একই নাও।
বিস্তারিত