আজও কিছু হাহাকার তার নিঃশ্বাস ফেলে হাওয়ায়,
আজও কিছু ব্যথা বেঁচে আছে এই জীবনের না পাওয়ায়।
আজও কিছু সাধ স্বপ্ন বুঝি দূরের পটেই আঁকা,
যতোদূর যাই, দূরে সরে যায় পথ ঐ আঁকাবাকা।
বিয়ের আগেই ভুড়ি নিয়ে ধুমসী যদি হয় সবে,
ভুড়ির নিচে চাপা পরার থাকে স্বামীর চান্স তবে।
কেউ আছে তাই বিয়ের পরেও স্বাস্থ্য রাখে সামলে যে,
মা হলেও নাম কামাবে মডেলিং-এ নামলে সে।