My Poems

Writing Bangla poems is one of my hobbies. I usually publish them on Bangla-Kobita website. You may also find them bellow.

Poems - Page 5


পদ্ম পাতা

চোখের জলে ভাসলো বলে
নীল দীঘিরই পদ্ম,
বৃষ্টিস্নাত দৃষ্টি হলো
শুভ্র পরিশুদ্ধ।
বিস্তারিত

জীবন সাগর

জীবন নামের অথৈ সাগরে
ভেসে যায় মোর ভেলা,
সময় স্রোতের টানে ছুটে চলি
অজানায় সারা বেলা।
বিস্তারিত

স্বপ্ন

স্বপ্ন তোমায় চাই যে আমি
মনের মাঝে সাজাই,
মনের কোনে লুকিয়ে রাখা
সুর সে আবার বাজাই।
বিস্তারিত

ভাল-মন্দ

ভাল খারাপ হিসেবটা যে
লোক বিশেষে বিভেদ করে,
আসল ভাল-মন্দ থাকে
লুকিয়ে চোখের অগোচরে।
বিস্তারিত

কবিতা

কবিতা মোর স্বপ্ন নীরব মনের,
হাজার স্মৃতির রঙ দিয়ে তাই আঁকি,
হয়তো খুঁজি আনমনা এক ক্ষণের
এই আমাকে আমায় দিয়ে ফাঁকি।
বিস্তারিত

ঠিকানা

চারপাশে যেই জাল ফেলেছি
তাতেই এখন আমি,
আটকে আছি, মন যে আমার
তবুও সুদূরগামী।
বিস্তারিত

এক ফোঁটা জল

এক ফোঁটা জল পড়লো ঝরে টুপ,
ঝাপসা দু'চোখ দৃষ্টি ভরা জলে,
এক নদী জল তাও জমা নিশ্চুপ
নিথর জমাট মনের গহীন তলে।
বিস্তারিত

শূন্যতা

আজও কিছু হাহাকার তার নিঃশ্বাস ফেলে হাওয়ায়,
আজও কিছু ব্যথা বেঁচে আছে এই জীবনের না পাওয়ায়।
আজও কিছু সাধ স্বপ্ন বুঝি দূরের পটেই আঁকা,
যতোদূর যাই, দূরে সরে যায় পথ ঐ আঁকাবাকা।
বিস্তারিত

রাতের তারা

রাতের আকাশে ঝিকিমিকি জ্বলে মৌনতা মাখা তারা,
কে যে কতো কাছে, কেউ দূরে আছ,
ছোট-বড় মিলে ভেদাভেদ ভুলে
বিশালতা ছুঁয়ে এক হয়ে গেছে ভিন্ন সকল ধারা।
বিস্তারিত

ফিরে আসা

দিন বয়ে যায়, সময় গড়ায়
বয়স চলে যে বেড়ে,
কাল যা ছিলাম তাই অবিরাম
পিছনে আসছি ছেড়ে।
বিস্তারিত

মা তোর মুখের ভাষা

মা তোর মুখের ভাষায় বলছি মনের কথা,
তোর ভাষাতেই সূর্য হাসে
তোর ভাষাতেই জোছনা ভাসে,
প্রাণের সকল কথাই মাগো তোর ভাষাতে গাঁথা!
বিস্তারিত

ভয় পেয়ো না

ভয় পেয়ো না ভয় পেয়ো না,
তোমায় তো কামড়াবো না,
সত্যি বলছি খামচি দিয়েও
করতে কিছুই পারবো না।
বিস্তারিত

হরতালের ডাক

আসছে আবার হরতাল,
এদেশের হালচাল, অর্থনীতির হাল
ভেঙ্গেচুড়ে দিয়ে ফের করো গোলমাল।
শকুন-শকুনী মাতো সুখ-নৃত্যে,
বিস্তারিত

তালহারা

গভীরভাবে চিন্তা করে
বসে বসে চুল ছিড়ি,
মাঝে মাঝেই জীবনখানা
ভীষণ লাগে বিচ্ছিরি!
বিস্তারিত

চাই বাঁচার অধিকার

চাই না কিছুই আর।
চাই যে শুধুই বাঁচার অধিকার।
কিন্তু ওসব জানোয়ারে
বাড়ায় থাবা বারে বারে,
বিস্তারিত

পিছু ফেরা

ঠিক যখনই সময় হারায় অস্তরাগে
ঠিক যখনই কূজন থামে নীড়ের টানে,
ঠিক তখনই ঝাপসা দূরের কষ্টদাগে
একটু যেন কষ্ট হারায় অন্যখানে।
বিস্তারিত

আজো খুঁজে ফিরি

আমি মেঘের দুয়ারে হারিয়ে খুঁজি
দুঃখের নীল রাশ,
আমি এক লহমার চুম্বনে খুঁজি
প্রণয়ের অভিলাষ।
বিস্তারিত

হোন সচেতন

বিয়ের আগেই ভুড়ি নিয়ে ধুমসী যদি হয় সবে,
ভুড়ির নিচে চাপা পরার থাকে স্বামীর চান্স তবে।
কেউ আছে তাই বিয়ের পরেও স্বাস্থ্য রাখে সামলে যে,
মা হলেও নাম কামাবে মডেলিং-এ নামলে সে।
বিস্তারিত

গরমিল

মিল-গরমিল হিসেব-নিকেশ
সময় গেলেই সব হবে শেষ।
ব্যালেন্সশীটের ব্যালেন্স তখন
থাকবে না আর আগের মতোন।
বিস্তারিত

মর্মজ্ঞান

কঠিন কথার কঠিন মানে
বুঝতে গেলে উল্টো টানে
ছিটকে পড়ি কথার ঘা-য়ে,
আঁধার দেখি ডানে বায়ে।
বিস্তারিত