My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

উল্টো ছড়া


যা কিছু বলতে গেলে
ছন্দ খেলে,
দ্বন্দ খেলে ছন্দ জুড়ে,
সে লেখা লিখবো নাকি?
সময় ফাঁকি
দিয়েই লেখি কাগজ ভরে।
সে লেখার হয়তো মানে
থাকবে না,
সব উল্টে হবে উল্টো ছড়া,
সে লেখার কথার টানে
অর্থবিহীন
থাকবে শুধুই ভাঙ্গা-গড়া।
ঢেউয়ে যে ছন্দ খেলে,
লেখাতেও খেলবে যে ঢেউ
উথাল-পাথাল আপন তালে,
সে ঢেউয়ে নাও ভাসাবো,
দুলবে সে নাও
লাগলে হাওয়া মনের পালে।
দোলাতেই দুলবো আমি,
দুলবে জগত
প্রলয় নেশার মাতাল ঘোরে।
মানে তার খুঁজবো না আর,
বুঝবো না আর
হিসেব মেলায় কেমন করে।
সে হিসাব বেহিসাবের
খাতায় রবে,
প্রাপ্তি হবে শুন্য পুরো,
নতুনের হিসেব নিয়ে
নতুন করে
আবার তবে করবো শুরু।


(রচনাকালঃ ৩ জুন ২০১১ ইং)



৯টি মন্তব্য


১৭ অগাস্ট ২০১৮
সে হিসাব বেহিসাবের... নতুন করে আবার তবে করবো শুরু। অর্ধ যুগ আগে গড়ে ওঠা কবির এই ভাবনা আর দৃঢ়তা মুগ্ধ করলো। কবির প্রতি ভালবাসা ও শুভকামনা।
২৭ ফেব্রুয়ারি ২০১৪
খুবই ছন্দময়। আমায় কিন্তু সিধেই মনে হল। ভাল কবিতা।
৯ ফেব্রুয়ারি ২০১৪
সিধাই মনে হলো!
২২ সেপ্টেম্বর ২০১২
ধন্যবাদ সায়ন দা।
২২ সেপ্টেম্বর ২০১২
উল্টো হলেও ছন্দ কিন্তু ভরপুর পেলাম এই লেখা তে। ভাল লাগল ।
২১ সেপ্টেম্বর ২০১২
ধন্যবাদ অরুন কারফা। :)
১৮ সেপ্টেম্বর ২০১২
ছন্দ যে আপানার জীবন সে বিষয়ে আছে কি দ্বপ্ন্দ?
১৭ সেপ্টেম্বর ২০১২
ধন্যবাদ দেবাশীষ। আমিও আপনার সাথে একমত।
১৭ সেপ্টেম্বর ২০১২
পল্লব মহাশয় আপনাকে আমার কৃতজ্ঞতা জানাই ।আমি বয়সে আপনাদের অনেকের থেকেই হয়তো ছোটো (কলেজে পড়ি) । ছন্দ বিষয়ে আমার নিতান্ত ক্ষুদ্র দৃষ্টিতেও বোধ হয়েছে , তথাকথিত আধুনিক কবিতা তার তথাকথিত ভাবগাম্ভীর্যে ছন্দকে কিছুটা হলেও হয়তো ম্রিয়মান করে প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করে ফেলেছে । অথচ ছন্দকে কবিতার আঁতুড়ঘর বলা চলে ।
মন্তব্য করুন